অনলাইন ডেস্ক
সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।
সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে