অনলাইন ডেস্ক
দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক
দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
৯ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১২ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৫ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১৭ ঘণ্টা আগে