ইলন মাস্ক কি নতুন ফোন আনছেন 

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৬: ৩২

অ্যান্ড্রয়েড আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন স্মার্টফোন আনবেন কি না সে প্রসঙ্গে প্রথমবারের মতো তাঁর মন্তব্য জানালেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ধারণা ‘টেসলা পাই’ অথবা ‘টেলনফোন’ নামের স্মার্টফোন নিয়ে এর মধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্ক। 

গত ২৬ নভেম্বর ‘লিজ হুইলার শো’ এর উপস্থাপক লিজ হুইলার এক টুইটে লেখেন, ‘অ্যাপল এবং গুগল যদি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দিয়ে দেয় তাহলে ইলন মাস্কের উচিত হবে নিজের স্মার্টফোন তৈরি করা। সেটি হলে দেশের অর্ধেক জনগণ আনন্দের সঙ্গে পক্ষপাতদুষ্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডকে ত্যাগ করবে। মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানিয়েছেন, সেহেতু সাধারণ স্মার্টফোন বানানো তো তার জন্য সহজই হওয়ার কথা, তাই না?’ 

একই দিনে টুইটটির জবাবে ইলন মাস্ক লেখেন, ‘আশা করছি নিজের স্মার্টফোন ব্র্যান্ড চালু করব না কখনো। তবে যদি আর কোনো উপায় না দেখতে পাই, তবে সেদিকেই পা বাড়াতে হবে।’ 

ইলন মাস্কের কাছ থেকে রিপ্লাই পেয়ে টুইটারে অনলাইন ভোট চালু করে হুইলার। পোলে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে জিজ্ঞেস করা হয় তাঁরা ‘টেলনফোন’ কিনবেন কিনা। পোলে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি ব্যবহারকারী ভোট করেছেন। যার ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী ভোট করেছেন কেনার পক্ষে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত