অনলাইন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (এআই) ভিডিও এডিটিং ফিচার নিয়ে আসছে ইউটিউব। এই এআই ভিত্তিক ফিচারগুলো দিয়ে অল্প কিছু নির্দেশনার মাধ্যমে একটি ভিডিও নির্মাণে প্রয়োজনীয় টেক্সট, ছবি, মিউজিক ও অন্যান্য মিডিয়া তৈরি ও সমন্বয় করতে পারবে। ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইউটিউবের এসব ফিচারের মধ্যে একটি হলো ‘ড্রিম স্ক্রিন’। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই ফিচার ঘোষণা করে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে ছোট দৈর্ঘ্যের ভিডিওতে ভিডিও বা ছবির ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যাবে। আপাতত এটি ইউটিউব শর্টসের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ছোট ও বড় দৈর্ঘ্যের উভয় ধরনের ভিডিও সম্পাদনায় সহায়ক এআই টুল আনার ঘোষণা দিয়েছে ইউটিউব।
ইউটিউবের কমিউনিটি প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট টনি রেইড গত বৃহস্পতিবার বলেন, কোম্পানিটি কিছু পণ্য ও ফিচার উন্মোচন করছে, যা নির্মাতাদের সৃজনশীল অভিব্যক্তির সীমা অতিক্রম করতে সাহায্য করবে।
গত মার্চেই এ ধরনের টুল যুক্ত করার ঘোষণা দেয় ইউটিউব।
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বাজারে আসার পর নিজেদের প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি যুক্ত করা চাপে পড়ে গুগল। সমালোচকেরা গুগলকে সতর্ক করে বলে, মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে গুগল। বিং সার্ট ইঞ্জিনে ওপেনএআইয়ের নতুন চ্যাটবট চ্যাটজিপিটি যুক্ত করতে মাইক্রোসফট ১৩ লাখ ডলার বিনিয়োগ করেছে।
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল নিয়ে এসেছে বার্ড এআই। কয়েক মাস ধরে চ্যাটবটটিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে তাদের জনপ্রিয় সার্চ ইঞ্জিনে ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’ ফিচারও যুক্ত করেছে। গুগলে কোনো কিছু অনুসন্ধান করলে এই ফিচার ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল উৎস থেকে তথ্য নিয়ে সারাংশ তৈরি করে দিতে পারে। বার্ড এআইয়ে সম্প্রতি জিমেইল, গুগল ড্রাইভ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন থেকেও তথ্য খুঁজে দেওয়ার ফিচার যুক্ত হয়েছে।
চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের টিকটক ও মেটার ইনস্টাগ্রাম রিলের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে শর্টসে নতুন নতুন ফিচার আনছে ইউটিউব। ইউটিউব দাবি করছে, শর্টসে প্রতিদিন ৭০ লাখেরও বেশি ভিউ হয়। এখন নতুন এআই ভিত্তিক টুল ব্যবহারকারী ও ভিডিও নির্মাতাদের আরও আকৃষ্ট করবে বলে আশা করছে ইউটিউব।
কোম্পানিটি ইউটিউব ক্রিয়েট নামের আরেকটি নতুন মোবাইল অ্যাপের ঘোষণা দিয়েছে। এই অ্যাপ নির্মাতাদের ভিডিও তৈরির কাজকে আরও সহজ করবে। অ্যাপটিতে এডিটিং, স্ট্রিমিং, স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরি, ভয়েসওভার, ফিল্টার লাইব্রেরি ও রয়্যালটি ফ্রি মিউজিকসহ বিভিন্ন এআই–ভিত্তিক ফিচার থাকবে। বর্তমানে অ্যাপটির বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।
এআই–ভিত্তিক ডাবিং, ভিডিওর জন্য মিউজিক ও সাউন্ড ট্র্যাক খুঁজতেও টুলটি সাহায্য করবে।
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (এআই) ভিডিও এডিটিং ফিচার নিয়ে আসছে ইউটিউব। এই এআই ভিত্তিক ফিচারগুলো দিয়ে অল্প কিছু নির্দেশনার মাধ্যমে একটি ভিডিও নির্মাণে প্রয়োজনীয় টেক্সট, ছবি, মিউজিক ও অন্যান্য মিডিয়া তৈরি ও সমন্বয় করতে পারবে। ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইউটিউবের এসব ফিচারের মধ্যে একটি হলো ‘ড্রিম স্ক্রিন’। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই ফিচার ঘোষণা করে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে ছোট দৈর্ঘ্যের ভিডিওতে ভিডিও বা ছবির ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যাবে। আপাতত এটি ইউটিউব শর্টসের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ছোট ও বড় দৈর্ঘ্যের উভয় ধরনের ভিডিও সম্পাদনায় সহায়ক এআই টুল আনার ঘোষণা দিয়েছে ইউটিউব।
ইউটিউবের কমিউনিটি প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট টনি রেইড গত বৃহস্পতিবার বলেন, কোম্পানিটি কিছু পণ্য ও ফিচার উন্মোচন করছে, যা নির্মাতাদের সৃজনশীল অভিব্যক্তির সীমা অতিক্রম করতে সাহায্য করবে।
গত মার্চেই এ ধরনের টুল যুক্ত করার ঘোষণা দেয় ইউটিউব।
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বাজারে আসার পর নিজেদের প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি যুক্ত করা চাপে পড়ে গুগল। সমালোচকেরা গুগলকে সতর্ক করে বলে, মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে গুগল। বিং সার্ট ইঞ্জিনে ওপেনএআইয়ের নতুন চ্যাটবট চ্যাটজিপিটি যুক্ত করতে মাইক্রোসফট ১৩ লাখ ডলার বিনিয়োগ করেছে।
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল নিয়ে এসেছে বার্ড এআই। কয়েক মাস ধরে চ্যাটবটটিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে তাদের জনপ্রিয় সার্চ ইঞ্জিনে ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’ ফিচারও যুক্ত করেছে। গুগলে কোনো কিছু অনুসন্ধান করলে এই ফিচার ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল উৎস থেকে তথ্য নিয়ে সারাংশ তৈরি করে দিতে পারে। বার্ড এআইয়ে সম্প্রতি জিমেইল, গুগল ড্রাইভ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন থেকেও তথ্য খুঁজে দেওয়ার ফিচার যুক্ত হয়েছে।
চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের টিকটক ও মেটার ইনস্টাগ্রাম রিলের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে শর্টসে নতুন নতুন ফিচার আনছে ইউটিউব। ইউটিউব দাবি করছে, শর্টসে প্রতিদিন ৭০ লাখেরও বেশি ভিউ হয়। এখন নতুন এআই ভিত্তিক টুল ব্যবহারকারী ও ভিডিও নির্মাতাদের আরও আকৃষ্ট করবে বলে আশা করছে ইউটিউব।
কোম্পানিটি ইউটিউব ক্রিয়েট নামের আরেকটি নতুন মোবাইল অ্যাপের ঘোষণা দিয়েছে। এই অ্যাপ নির্মাতাদের ভিডিও তৈরির কাজকে আরও সহজ করবে। অ্যাপটিতে এডিটিং, স্ট্রিমিং, স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরি, ভয়েসওভার, ফিল্টার লাইব্রেরি ও রয়্যালটি ফ্রি মিউজিকসহ বিভিন্ন এআই–ভিত্তিক ফিচার থাকবে। বর্তমানে অ্যাপটির বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।
এআই–ভিত্তিক ডাবিং, ভিডিওর জন্য মিউজিক ও সাউন্ড ট্র্যাক খুঁজতেও টুলটি সাহায্য করবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১৪ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে