জিআইএফ ইমেজের সার্চ ইঞ্জিন বিক্রিতে মেটার ৩৫ কোটি ডলার ক্ষতি  

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৯: ০৭

শাটারস্টকের কাছে অ্যানিমেটেড জিআইএফ ইমেজের সার্চ ইঞ্জিন ‘গিফি’ ৫ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি করেছে মেটা। সার্চ ইঞ্জিনটি মাত্র ৩ বছর আগেই ৪০ কোটি ডলারে কিনেছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থা প্রতিযোগিতা নিয়ে উদ্বেগের কারণে গত বছর মেটাকে ‘গিফি’ বিক্রির করার নির্দেশ দেয়। স্ন্যাপচ্যাট, টিকটক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যানিমেটেড জিআইএফ-এর প্রধান সরবরাহকারী ‘গিফি’। বিক্রি করে দিলেও চুক্তি অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনো গিফির কনটেন্ট অ্যাকসেস করতে পারবে।

শাটারস্টকের প্রধান নির্বাহী পল হেনেসি বলেন, ‘গিফির ব্যবহারকারীরা জিআইএফ ও স্টিকার কনটেন্টের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারেন।’

এদিকে, ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ হাজার ৩০০ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এই জরিমানা করা হয়েছে। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড গত ২২ মে এক বিবৃতিতে জানিয়েছে, মেটাকে আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ ও স্থানান্তর বন্ধ করতে হবে। 

এক বিবৃতিতে মেটা এই জরিমানাকে ‘অন্যায় এবং অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত