অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দিতে পছন্দ করেন অনেকেই। তাই আরও স্বাচ্ছন্দ্যে স্ট্যাটাস দিতে নতুন দুটি ফিচার নিয়ে এল প্ল্যাটফরমটির মূল কোম্পানি মেটা। প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। লাইক ফিচারের মাধ্যমে প্রতিক্রিয়া দেখানো যাবে এবং প্রাইভেট মেনশনের মাধ্যমে স্ট্যাটাসের গোপনীয়তা বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।
স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন এবং যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, তারাই বিষয়টি জানবে। তারা একটি ‘ভিউয়ার্স লিস্ট’ বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো—‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে, তিনিই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবেন আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে।
মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এর পরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।
নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও নিউজ অ্যান্ড ইনফরমেশন।
সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ ও ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে—ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দিতে পছন্দ করেন অনেকেই। তাই আরও স্বাচ্ছন্দ্যে স্ট্যাটাস দিতে নতুন দুটি ফিচার নিয়ে এল প্ল্যাটফরমটির মূল কোম্পানি মেটা। প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। লাইক ফিচারের মাধ্যমে প্রতিক্রিয়া দেখানো যাবে এবং প্রাইভেট মেনশনের মাধ্যমে স্ট্যাটাসের গোপনীয়তা বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।
স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন এবং যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, তারাই বিষয়টি জানবে। তারা একটি ‘ভিউয়ার্স লিস্ট’ বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো—‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে, তিনিই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবেন আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে।
মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এর পরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।
নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও নিউজ অ্যান্ড ইনফরমেশন।
সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ ও ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে—ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
৯ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১২ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৫ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১৭ ঘণ্টা আগে