অনলাইন ডেস্ক
স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১০ মিনিট আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৬ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৭ ঘণ্টা আগে