অনলাইন ডেস্ক
আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।
ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।
ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।
আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না
আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।
ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।
ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।
আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে