অনলাইন ডেস্ক
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১০ মিনিট আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৬ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৭ ঘণ্টা আগে