অনলাইন ডেস্ক
আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৩ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৪ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৫ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৮ ঘণ্টা আগে