অনলাইন ডেস্ক
আজ থেকে ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটির) একদল ইঞ্জিনিয়ার একটি সৌর কোষ তৈরি করেছিল যা এতই হালকা যে সাবানের বুদ্বুদের ওপর ভারসাম্য রাখতে সক্ষম। তবে উৎপাদনের কাঁচামালের অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জৈব এবং ন্যানোস্ট্রাকচার্ড ইলেকট্রনিকস ল্যাবরেটরির (ওয়ান ল্যাব) প্রকৌশলীদের উদ্ভাবনটি বড় পরিসরের কোনো পরিকল্পনার মুখ দেখেনি।
তবে পপুলার সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ওয়ান ল্যাব একই ধরনের অতি-পাতলা একটি নতুন সৌর কোষের উপাদানের কথা জানিয়েছে। এটি প্রচলিত সৌর কোষের ওজনের একশ ভাগের এক ভাগ। পাশাপাশি সাধারণ সৌর প্রযুক্তির তুলনায় প্রতি-কিলোগ্রামে প্রায় ১৮ গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। শুধু তাই নয়, এর উৎপাদন পদ্ধতির কারণে বড় আকারে উৎপাদনে যাওয়া সহজ হবে।
অতি পাতলা হলেও নতুন এই সৌর কোষটি প্রচুর সৌরশক্তি উৎপাদন করতে সক্ষম। গবেষণাপত্রের সহ-লেখক এমআইটির বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের ছাত্র ময়ুরান সারাভানাপাভানান্থম এই ক্ষুদ্র সোলার সেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বোঝাতে এটিকে একটি আদর্শ বাড়ির ছাদে থাকা সোলার প্যানেলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ম্যাসাচুসেটসে একটি সাধারণ ছাদে সোলার প্যানেল প্রায় ৮ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের মাত্র ২০ কেজি ওজনের ফ্যাব্রিক ফটোভোলটাইকের (পাতলা সোলার প্যানেল) প্রয়োজন হবে।’
এমআইটি থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যায় বলা হয়েছে—বেশি উৎপাদন সক্ষমতার সৌর কোষের ভঙ্গুর প্রকৃতির সুরক্ষার জন্য পুরু কাচ এবং অ্যালুমিনিয়ামের আবরণ প্রয়োজন হয়। এতে করে সেগুলোর বহুমুখী ব্যবহারযোগ্যতার সুযোগ সীমিত হয়।
মানুষের চুলের চেয়ে পাতলা এই সৌর কোষটি বানানো হয় একটি অত্যন্ত পাতলা পৃষ্ঠের ওপর অর্ধপরিবাহী কালি লেপন করে। এরপর প্যানেলগুলোকে ডায়নিমার নামে একটি স্তরে আঠার মতো করে লাগিয়ে দেওয়া হয়। এটি একটি প্রতিরক্ষামূলক আস্তরণ, যা অত্যন্ত পাতলা কম্পোজিট ফ্যাব্রিকে তৈরি। এর ওজন প্রতি বর্গমিটারে মাত্র ১৩ গ্রাম। ফলস্বরূপ এক মাইক্রোনের কাছাকাছি পাতলা শিটটি বিভিন্ন পৃষ্ঠে বা উপকরণের ওপরে স্থাপন করা যায়।
উদাহরণ হিসেবে, দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমের সময় বিদ্যুতের চাহিদা মেটাতে তাঁবুর বাইরের গায়ে বা সম্ভাব্য উড্ডয়নকাল বাড়ানোর জন্য ড্রোনের ডানায় সেঁটে দেওয়ার কথা ভাবা যেতে পারে।
স্থায়িত্বও যে কোনো কার্যকর সৌর প্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থায়িত্ব পরীক্ষায় ওয়ান ল্যাব টিম তাদের নতুন ডিজাইনের সৌর প্যানেলটি ৫০০ বারের বেশি কাগজের মতো গুটিয়ে আবার খুলেছেন। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমেছে ১০ শতাংশেরও কম।
আজ থেকে ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটির) একদল ইঞ্জিনিয়ার একটি সৌর কোষ তৈরি করেছিল যা এতই হালকা যে সাবানের বুদ্বুদের ওপর ভারসাম্য রাখতে সক্ষম। তবে উৎপাদনের কাঁচামালের অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জৈব এবং ন্যানোস্ট্রাকচার্ড ইলেকট্রনিকস ল্যাবরেটরির (ওয়ান ল্যাব) প্রকৌশলীদের উদ্ভাবনটি বড় পরিসরের কোনো পরিকল্পনার মুখ দেখেনি।
তবে পপুলার সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ওয়ান ল্যাব একই ধরনের অতি-পাতলা একটি নতুন সৌর কোষের উপাদানের কথা জানিয়েছে। এটি প্রচলিত সৌর কোষের ওজনের একশ ভাগের এক ভাগ। পাশাপাশি সাধারণ সৌর প্রযুক্তির তুলনায় প্রতি-কিলোগ্রামে প্রায় ১৮ গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। শুধু তাই নয়, এর উৎপাদন পদ্ধতির কারণে বড় আকারে উৎপাদনে যাওয়া সহজ হবে।
অতি পাতলা হলেও নতুন এই সৌর কোষটি প্রচুর সৌরশক্তি উৎপাদন করতে সক্ষম। গবেষণাপত্রের সহ-লেখক এমআইটির বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের ছাত্র ময়ুরান সারাভানাপাভানান্থম এই ক্ষুদ্র সোলার সেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বোঝাতে এটিকে একটি আদর্শ বাড়ির ছাদে থাকা সোলার প্যানেলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ম্যাসাচুসেটসে একটি সাধারণ ছাদে সোলার প্যানেল প্রায় ৮ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের মাত্র ২০ কেজি ওজনের ফ্যাব্রিক ফটোভোলটাইকের (পাতলা সোলার প্যানেল) প্রয়োজন হবে।’
এমআইটি থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যায় বলা হয়েছে—বেশি উৎপাদন সক্ষমতার সৌর কোষের ভঙ্গুর প্রকৃতির সুরক্ষার জন্য পুরু কাচ এবং অ্যালুমিনিয়ামের আবরণ প্রয়োজন হয়। এতে করে সেগুলোর বহুমুখী ব্যবহারযোগ্যতার সুযোগ সীমিত হয়।
মানুষের চুলের চেয়ে পাতলা এই সৌর কোষটি বানানো হয় একটি অত্যন্ত পাতলা পৃষ্ঠের ওপর অর্ধপরিবাহী কালি লেপন করে। এরপর প্যানেলগুলোকে ডায়নিমার নামে একটি স্তরে আঠার মতো করে লাগিয়ে দেওয়া হয়। এটি একটি প্রতিরক্ষামূলক আস্তরণ, যা অত্যন্ত পাতলা কম্পোজিট ফ্যাব্রিকে তৈরি। এর ওজন প্রতি বর্গমিটারে মাত্র ১৩ গ্রাম। ফলস্বরূপ এক মাইক্রোনের কাছাকাছি পাতলা শিটটি বিভিন্ন পৃষ্ঠে বা উপকরণের ওপরে স্থাপন করা যায়।
উদাহরণ হিসেবে, দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমের সময় বিদ্যুতের চাহিদা মেটাতে তাঁবুর বাইরের গায়ে বা সম্ভাব্য উড্ডয়নকাল বাড়ানোর জন্য ড্রোনের ডানায় সেঁটে দেওয়ার কথা ভাবা যেতে পারে।
স্থায়িত্বও যে কোনো কার্যকর সৌর প্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থায়িত্ব পরীক্ষায় ওয়ান ল্যাব টিম তাদের নতুন ডিজাইনের সৌর প্যানেলটি ৫০০ বারের বেশি কাগজের মতো গুটিয়ে আবার খুলেছেন। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমেছে ১০ শতাংশেরও কম।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে