অনলাইন ডেস্ক
সাম্প্রতিক সময়ে ল্যাপটপের ধরন বদলে যাচ্ছে খুব দ্রুত। আগে সাধারণত হালকা ব্যবহারের জন্য ল্যাপটপ ব্যবহার করা হতো। ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধাই ছিল বহনযোগ্যতা। এর জন্য পারফরম্যান্সে অনেক ছাড় দেওয়া হতো।
কিন্তু এখন ল্যাপটপ ব্যাপকভাবে পাওয়ার ইউজার তথা অত্যাধুনিক সব সুবিধা সংবলিত কম্পিউটারে পরিণত হচ্ছে। এই অত্যাধুনিক সুবিধা সংবলিত ল্যাপগুলোর ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। আর এই সমস্যা সমাধান করতে গিয়ে ল্যাপটপের আকার অনেক সময় বড় হয়ে যায়। তবে সেই সমস্যার সমাধান করেছে আসুস।
টেক জায়ান্ট আসুস বাজারে এনেছে জেনবুক প্রো ১৪ ওএলইডি ল্যাপটপ। প্রতিষ্ঠানটি বলছে, এটি কনটেন্ট ক্রিয়েটর, প্রোগ্রামারসহ অন্যান্য ভারী কাজের জন্য দারুণ উপযোগী। মাত্র ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ল্যাপটপটি মাত্র ১৭ দশমিক ৯ মিলিমিটার পুরু। এর স্ক্রিনটি ১৬: ১০ অনুপাতের এবং আকার সাড়ে ১৪ ইঞ্চি।
পুরুত্ব কম হলেও এতে পোর্ট সুবিধা নেই এমনটা ভাবার কোনো কারণ নেই। এতে এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ এবং টাইপ–সি চার্জিং পোর্ট রয়েছে। এ ছাড়া একটি করে ইউএসবি ৩.২ জেনারেশন ২ টাইপ–এ পোর্ট, একটি কার্ড রিডার ও একটি অডিও জ্যাক রয়েছে।
জেনবুক প্রো ১৪ ওএলইডি ল্যাপটপের অন্যতম একটি সুবিধা হলো এটি মিলিটারি গ্রেড পরীক্ষায়ও উতরে গেছে দারুণভাবে। মিলিটারি–স্ট্যান্ডার্ড–৮১০ এইচ এই ল্যাপটপটির ব্যবহারকারীকে যেকোনো পরিস্থিতিতে দীর্ঘক্ষণ একটানা সেবা দেওয়ার নিশ্চয়তা দেয়। মিলিটারি–স্ট্যান্ডার্ড–৮১০ এইচ হলো এমন একটি পরীক্ষা যা উতরে গেলে কোনো একটি পণ্যকে সব ধরনের পরিস্থিতিতে ব্যবহার উপযোগী বলে বিবেচনা করা হয়।
ভারী কাজের জন্য ব্যবহৃত হলেও এর চার্জ বা পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আসুস এই ল্যাপটপটিতে ১৩ জেনারেশনের কোর আই৯–১৩৯০০ এইচ প্রসেসর ব্যবহার করেছে। এতে সর্বোচ্চ ৪৮ জিবি ডিডিআর ৫ র্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই ৪.০ x৪ এনভিএমই এম.২ এসএসডি ব্যবহার করা হয়েছে। এই চিপটি কোরের সঙ্গে দারুণভাবে সমন্বিত থাকায় এই ল্যাপটপটির পাওয়ার কনজাম্পশন হয় খুবই কম।
ল্যাপটপটির নির্মাতাদের দাবি, এই ল্যাপটপে ব্যবহৃত এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৭০ গ্রাফিকস কার্ড ল্যাপটপটির পারফরম্যান্স বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীকে দেবে বাস্তবসম্মত ভিজ্যুয়াল এবং উচ্চ রেজুলেশন নিশ্চিত করবে। এতে রয়েছে সিইউডিএ কোরস, আরটি কোরস, টেনসর কোরস এবং ৮ জিবির একটি ডিডিআর ৬ মেমোরি। এর পাশাপাশি আসুসের ডায়াল প্যাড ব্যবহারকারীর সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে।
আসুসের এই ল্যাপটপটি টাচস্ক্রিন প্রযুক্তির। এর রেজুলেশন ২৮৮০x১৮০০ এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। এটি এতটাই দারুণ যে, হালকা কোনো আঁচড়ে কোনো দাগ পড়বে না।
যে স্থানে থেকে দীর্ঘক্ষণ যে কোনো কাজের উপযোগী করে তুলতে ব্যবহার করা হয়েছে ৭৬ ওয়াট আওয়ারের ব্যাটারি। দীর্ঘ সময় নিশ্চিতে যেকোনো ভারী কাজ করা যাবে এই ল্যাপটপে।
সংযুক্ত আরব আমিরাতের বাজারে ল্যাপটপটির বাজারমূল্য ৯ হাজার ৯৯৯ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা।
সাম্প্রতিক সময়ে ল্যাপটপের ধরন বদলে যাচ্ছে খুব দ্রুত। আগে সাধারণত হালকা ব্যবহারের জন্য ল্যাপটপ ব্যবহার করা হতো। ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধাই ছিল বহনযোগ্যতা। এর জন্য পারফরম্যান্সে অনেক ছাড় দেওয়া হতো।
কিন্তু এখন ল্যাপটপ ব্যাপকভাবে পাওয়ার ইউজার তথা অত্যাধুনিক সব সুবিধা সংবলিত কম্পিউটারে পরিণত হচ্ছে। এই অত্যাধুনিক সুবিধা সংবলিত ল্যাপগুলোর ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। আর এই সমস্যা সমাধান করতে গিয়ে ল্যাপটপের আকার অনেক সময় বড় হয়ে যায়। তবে সেই সমস্যার সমাধান করেছে আসুস।
টেক জায়ান্ট আসুস বাজারে এনেছে জেনবুক প্রো ১৪ ওএলইডি ল্যাপটপ। প্রতিষ্ঠানটি বলছে, এটি কনটেন্ট ক্রিয়েটর, প্রোগ্রামারসহ অন্যান্য ভারী কাজের জন্য দারুণ উপযোগী। মাত্র ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ল্যাপটপটি মাত্র ১৭ দশমিক ৯ মিলিমিটার পুরু। এর স্ক্রিনটি ১৬: ১০ অনুপাতের এবং আকার সাড়ে ১৪ ইঞ্চি।
পুরুত্ব কম হলেও এতে পোর্ট সুবিধা নেই এমনটা ভাবার কোনো কারণ নেই। এতে এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ এবং টাইপ–সি চার্জিং পোর্ট রয়েছে। এ ছাড়া একটি করে ইউএসবি ৩.২ জেনারেশন ২ টাইপ–এ পোর্ট, একটি কার্ড রিডার ও একটি অডিও জ্যাক রয়েছে।
জেনবুক প্রো ১৪ ওএলইডি ল্যাপটপের অন্যতম একটি সুবিধা হলো এটি মিলিটারি গ্রেড পরীক্ষায়ও উতরে গেছে দারুণভাবে। মিলিটারি–স্ট্যান্ডার্ড–৮১০ এইচ এই ল্যাপটপটির ব্যবহারকারীকে যেকোনো পরিস্থিতিতে দীর্ঘক্ষণ একটানা সেবা দেওয়ার নিশ্চয়তা দেয়। মিলিটারি–স্ট্যান্ডার্ড–৮১০ এইচ হলো এমন একটি পরীক্ষা যা উতরে গেলে কোনো একটি পণ্যকে সব ধরনের পরিস্থিতিতে ব্যবহার উপযোগী বলে বিবেচনা করা হয়।
ভারী কাজের জন্য ব্যবহৃত হলেও এর চার্জ বা পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আসুস এই ল্যাপটপটিতে ১৩ জেনারেশনের কোর আই৯–১৩৯০০ এইচ প্রসেসর ব্যবহার করেছে। এতে সর্বোচ্চ ৪৮ জিবি ডিডিআর ৫ র্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই ৪.০ x৪ এনভিএমই এম.২ এসএসডি ব্যবহার করা হয়েছে। এই চিপটি কোরের সঙ্গে দারুণভাবে সমন্বিত থাকায় এই ল্যাপটপটির পাওয়ার কনজাম্পশন হয় খুবই কম।
ল্যাপটপটির নির্মাতাদের দাবি, এই ল্যাপটপে ব্যবহৃত এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৭০ গ্রাফিকস কার্ড ল্যাপটপটির পারফরম্যান্স বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীকে দেবে বাস্তবসম্মত ভিজ্যুয়াল এবং উচ্চ রেজুলেশন নিশ্চিত করবে। এতে রয়েছে সিইউডিএ কোরস, আরটি কোরস, টেনসর কোরস এবং ৮ জিবির একটি ডিডিআর ৬ মেমোরি। এর পাশাপাশি আসুসের ডায়াল প্যাড ব্যবহারকারীর সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে।
আসুসের এই ল্যাপটপটি টাচস্ক্রিন প্রযুক্তির। এর রেজুলেশন ২৮৮০x১৮০০ এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। এটি এতটাই দারুণ যে, হালকা কোনো আঁচড়ে কোনো দাগ পড়বে না।
যে স্থানে থেকে দীর্ঘক্ষণ যে কোনো কাজের উপযোগী করে তুলতে ব্যবহার করা হয়েছে ৭৬ ওয়াট আওয়ারের ব্যাটারি। দীর্ঘ সময় নিশ্চিতে যেকোনো ভারী কাজ করা যাবে এই ল্যাপটপে।
সংযুক্ত আরব আমিরাতের বাজারে ল্যাপটপটির বাজারমূল্য ৯ হাজার ৯৯৯ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে