বিজ্ঞপ্তি
আইসিসি মেন’স টি-২০ বিশ্বকাপের সময়ে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে এনেছে ‘রিয়েলমি সি৬৩’ মডেল। আকর্ষণীয় এই ফোনে রয়েছে অসাধারণ সক্ষমতার ৪৫ ওয়াট ফাস্ট চার্জ ফিচার, যার মাধ্যমে মাত্র ৩ মিনিট চার্জের মাধ্যমে ঘণ্টাব্যাপী ক্রিকেট ম্যাচ উপভোগ করা যাবে।
সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনে আরও রয়েছে-৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০ মিনিটেই ২০ শতাংশ, ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং ৭৯ মিনিটে ১০০ পারসেন্ট অর্থাৎ পূর্ণ চার্জ হতে সক্ষম। ‘রিয়েলমি সি৬৩’ একমাত্র ফোন, যেটি এই সেগমেন্টে প্রথম ‘টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন’ অর্জন করেছে। এই সার্টিফিকেশন চার্জিং প্রক্রিয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয়, অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে এটিকে কঠিন সব পরীক্ষা পার হতে হয়েছে।
‘রিয়েলমি সি৬৩’তে ভিন্ন মাত্রা যোগ করেছে ভেগান লেদার ব্যাক কভার, যেটি পূর্বে ইন্ডাস্ট্রিতে শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হতো। এর ফলে লাক্সারিয়াস টেক্সারের পাশাপাশি ফোনটি পাবে স্থায়িত্ব ও সুরক্ষা। ভেগান লেদার ব্যাকের ‘কোয়ার্স লিচি প্যাটার্ন’ বেশ মানানসই, নান্দনিক ও মুঠোবন্দী করা যায় সহজেই। এই প্রাইস সেগমেন্টেই ডিভাইসটিকে প্রিমিয়াম আঁচ দিতে যুক্ত করা হয়েছে মেটাল লেন্স ডেকো।
স্মার্টফোনে আরও রয়েছে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, এয়ার জেসচারস ও রেইনওয়াটার স্মার্ট টাচ। এসব অভিনব ফিচার ব্যবহারকারীদের নিত্যদিনের চাহিদা পূরণ করবে এবং স্ক্রিন স্পর্শ না করেই নির্বিঘ্নে নেভিগেশন ও বিভিন্ন কাজের সুযোগ করে দেবে। এয়ার জেসচারের মাধ্যমে ইউজাররা হাতে স্পর্শ না করেই খাওয়া-দাওয়া, শরীরচর্চা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময়ও ভিডিও দেখা বা কলের উত্তর দিতে পারবেন।
রেইনওয়াটার স্মার্ট টাচ যেকোনো বৃষ্টিস্নাত পরিস্থিতি অথবা শাওয়ার নেওয়ার সময়ে স্মার্টফোনের নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করে। এ ছাড়া, ফোন কলের নয়েজ হ্রাস প্রযুক্তি রয়েছে ‘সি ৬৩’ ডিভাইসে, আরও আছে প্রশংসিত ‘মিনি ক্যাপসুল ২ দশমিক শূন্য ফাংশন’, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বহুগুণ বাড়িয়ে তোলে।
‘রিয়েলমি সি৬৩’-এ আরও আছে উন্নত প্রযুক্তির ‘অক্টা-কোর চিপ’। নিখুঁত পারফরম্যান্সের এই ডিভাইস মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রায় অদম্য। এ ছাড়া এই ডিভাইসে আরও রয়েছে ‘রিয়েলমি ইউআই ১৪’-এর লেটেস্ট ভার্সন।
রিয়েলমি সি৬৩ মনোমুগ্ধকর দুটি রঙে ব্যবহারকারীদের হাতে শোভা পাবে, একটি হচ্ছে ‘লেদার ব্লু’, অন্যটি ‘জেড গ্রিন’। স্মার্টফোনটির ৬ জিবি+ ১২৮ জিবি ভার্সনের আকর্ষণীয় মূল্য মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+ ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া অনলাইন মার্কেট প্লেস পিকাবু’তে ফ্ল্যাশ সেল অফারে ৬ জিবি+ ১২৮ জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবি+ ১২৮ জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৭ হাজার ৯৯৯ টাকায়।
স্মার্ট ফোনপ্রেমীদের জন্য সর্বোচ্চ মান ও পারফরম্যান্স নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। আর তাই সি৬৩ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন ও অভিনব সব ফিচারের লাক্সারি নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ডটি। রিয়েলমির ‘সি ৬৩’ ডিভাইসের লঞ্চ বা উন্মোচনবিষয়ক যেকোনো তথ্যের জন্য রিয়েলমি বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করা যাবে।
আইসিসি মেন’স টি-২০ বিশ্বকাপের সময়ে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে এনেছে ‘রিয়েলমি সি৬৩’ মডেল। আকর্ষণীয় এই ফোনে রয়েছে অসাধারণ সক্ষমতার ৪৫ ওয়াট ফাস্ট চার্জ ফিচার, যার মাধ্যমে মাত্র ৩ মিনিট চার্জের মাধ্যমে ঘণ্টাব্যাপী ক্রিকেট ম্যাচ উপভোগ করা যাবে।
সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনে আরও রয়েছে-৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০ মিনিটেই ২০ শতাংশ, ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং ৭৯ মিনিটে ১০০ পারসেন্ট অর্থাৎ পূর্ণ চার্জ হতে সক্ষম। ‘রিয়েলমি সি৬৩’ একমাত্র ফোন, যেটি এই সেগমেন্টে প্রথম ‘টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন’ অর্জন করেছে। এই সার্টিফিকেশন চার্জিং প্রক্রিয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয়, অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে এটিকে কঠিন সব পরীক্ষা পার হতে হয়েছে।
‘রিয়েলমি সি৬৩’তে ভিন্ন মাত্রা যোগ করেছে ভেগান লেদার ব্যাক কভার, যেটি পূর্বে ইন্ডাস্ট্রিতে শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হতো। এর ফলে লাক্সারিয়াস টেক্সারের পাশাপাশি ফোনটি পাবে স্থায়িত্ব ও সুরক্ষা। ভেগান লেদার ব্যাকের ‘কোয়ার্স লিচি প্যাটার্ন’ বেশ মানানসই, নান্দনিক ও মুঠোবন্দী করা যায় সহজেই। এই প্রাইস সেগমেন্টেই ডিভাইসটিকে প্রিমিয়াম আঁচ দিতে যুক্ত করা হয়েছে মেটাল লেন্স ডেকো।
স্মার্টফোনে আরও রয়েছে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, এয়ার জেসচারস ও রেইনওয়াটার স্মার্ট টাচ। এসব অভিনব ফিচার ব্যবহারকারীদের নিত্যদিনের চাহিদা পূরণ করবে এবং স্ক্রিন স্পর্শ না করেই নির্বিঘ্নে নেভিগেশন ও বিভিন্ন কাজের সুযোগ করে দেবে। এয়ার জেসচারের মাধ্যমে ইউজাররা হাতে স্পর্শ না করেই খাওয়া-দাওয়া, শরীরচর্চা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময়ও ভিডিও দেখা বা কলের উত্তর দিতে পারবেন।
রেইনওয়াটার স্মার্ট টাচ যেকোনো বৃষ্টিস্নাত পরিস্থিতি অথবা শাওয়ার নেওয়ার সময়ে স্মার্টফোনের নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করে। এ ছাড়া, ফোন কলের নয়েজ হ্রাস প্রযুক্তি রয়েছে ‘সি ৬৩’ ডিভাইসে, আরও আছে প্রশংসিত ‘মিনি ক্যাপসুল ২ দশমিক শূন্য ফাংশন’, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বহুগুণ বাড়িয়ে তোলে।
‘রিয়েলমি সি৬৩’-এ আরও আছে উন্নত প্রযুক্তির ‘অক্টা-কোর চিপ’। নিখুঁত পারফরম্যান্সের এই ডিভাইস মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রায় অদম্য। এ ছাড়া এই ডিভাইসে আরও রয়েছে ‘রিয়েলমি ইউআই ১৪’-এর লেটেস্ট ভার্সন।
রিয়েলমি সি৬৩ মনোমুগ্ধকর দুটি রঙে ব্যবহারকারীদের হাতে শোভা পাবে, একটি হচ্ছে ‘লেদার ব্লু’, অন্যটি ‘জেড গ্রিন’। স্মার্টফোনটির ৬ জিবি+ ১২৮ জিবি ভার্সনের আকর্ষণীয় মূল্য মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+ ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া অনলাইন মার্কেট প্লেস পিকাবু’তে ফ্ল্যাশ সেল অফারে ৬ জিবি+ ১২৮ জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবি+ ১২৮ জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৭ হাজার ৯৯৯ টাকায়।
স্মার্ট ফোনপ্রেমীদের জন্য সর্বোচ্চ মান ও পারফরম্যান্স নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। আর তাই সি৬৩ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন ও অভিনব সব ফিচারের লাক্সারি নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ডটি। রিয়েলমির ‘সি ৬৩’ ডিভাইসের লঞ্চ বা উন্মোচনবিষয়ক যেকোনো তথ্যের জন্য রিয়েলমি বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে