অনলাইন ডেস্ক
অবশেষে পিক্সেল ৯ সিরিজ উন্মোচন করল টেক জায়ান্ট গুগল। গত মঙ্গলবার ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানে নতুন এআই সেবা, পিক্সেল বাডস ও পিক্সেল স্মার্ট ঘড়িসহ এই সিরিজ উন্মোচন করা হয়। প্রথমবারে মতো এই সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত করেছে কোম্পানিটি। তাই স্বাভাবিকভাবেই ফোনগুলো মধ্যে মিল–অমিল সম্পর্কে জানতে আগ্রহ জন্মেছে প্রযুক্তি প্রেমীদের।
গুগল ৯ সিরিজে পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেল অন্তর্ভুক্ত রয়েছে। পিক্সেল ৯ ও পিক্সেল ৮ প্রো ফোনের আকার ও ওজন প্রায় একই। তবে ক্যামেরা, ডিসপ্লে ও র্যামের দিক দিয়ে দুটি মডেলে বেশ কিছু পার্থক্য রয়েছে। পিক্সেল সিরিজের সবচেয়ে বড় ফোন হলো–পিক্সেল ৯ প্রো এক্সএল। আর এই সিরিজের ফোল্ডিং বা ভাঁজ যোগ্য ফোন হলো–পিক্সেল ৯ প্রো ফোল্ড।
গুগল দাবি করছে, আগের মডেলগুলো চেয়ে সবচেয়ে শক্তিশালী সিরিজ এটি। এতে কোম্পানির নিজস্ব চিপসেট টেনসর জি৪ ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে মডেলগুলোর মেমোরি ও ব্যাটারি ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে সব থেকে বড় আকর্ষণ জেমিনি এআই, যা চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য প্রকাশ করে গুগল। সেই চ্যাটবটের একাধিক আকর্ষণীয় ফিচার এই স্মার্টফোনে পাওয়া যাবে।
এআই ফিচার
আগের সিরিজগুলো চেয়ে পিক্সেল ৯ সিরিজে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলো আরও উন্নত করা হয়েছে। গুগলের জেমিনি দৈনন্দিন কাজে ব্যবহারকারীদের সাহায্য করবে। কোনো প্রশ্নের উত্তর জানা থেকে শুরু করে খাবারের রেসিপিও খুব সহজেই এই জেমিনি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানা যাবে। গুগলের ক্যামেরার ম্যাজিক ইরেজার ফিচারটিও আরও উন্নত করা হয়েছে। এখন ‘এড মি’ অপশনে মাধ্যমে গ্রুপ ছবিতে না থাকলেও নিজেকে যুক্ত করে নতুন ছবি তৈরি করা যাবে।
পিক্সেল ৯ সিরিজের দাম ও স্পেসিফিকেশন
গত বছরের চেয়ে পিক্সেল ৮ সিরিজের চেয়ে পিক্সেল ৯ সিরিজের প্রতিটি মডেলের দাম ১০০ ডলার বেশি রাখা হয়েছে।
পিক্সেল ৯–এর প্রারম্ভিক দাম ৭৯৯ ডলার বা প্রায় ৯৪ হাজার টাকা।
পিক্সেল ৯ প্রো–এর প্রারম্ভিক দাম ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ১৭ হাজার ৫৩০ টাকা।
পিক্সেল ৯ প্রো এক্সএল–এর প্রারম্ভিক দাম ১,০৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২৯ হাজার ২৯৫ টাকা।
পিক্সেল ৯ প্রো ফোল্ড–এর প্রারম্ভিক দাম ১,৭৯৯ ডলার বা প্রায় ২ লাখ ১১ হাজার ৬৪৮ টাকা।
এই মডেলগুলোও সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাবে।
পিক্সেল ৯ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ১০.৫ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
আয়তন: উচ্চতা ১৫২.৮ এমএম x প্রস্থ ৭২ x পুরুত্ব ৮.৫
ওজন: ১৯৮ গ্রাম
সিম: ন্যানো সিম, ইসিম
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ১০৮০ x ২৪২৪
রিফ্রেশ রেট: ৬০ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: আইপি ৬৮
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ৩.২
ব্যাটারি: ৪,৭০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারলেস ১৫ ওয়াট, ওয়্যারড ৪৫ ওয়াট
রং: সাদা, কালো, সবুজ, গোলাপি।
পিক্সেল ৯ প্রো মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ৫ এক্স টেলিফোটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৪২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
ওয়াইফাই: ৭
আয়তন: উচ্চতা ১৫২.৮ এমএম x প্রস্থ ৭২ x পুরুত্ব ৮.৫
ওজন: ১৯৯ গ্রাম
সিম: ন্যানো সিম, ইসিম
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি এলটিপিও ওলেড
রেজল্যুশন: ১২৮০ x ২৮৫৬
রিফ্রেশ রেট: ১ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: ৬৮
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪,৭০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারলেস ২১ ওয়াট, ওয়্যারড ৪৫ ওয়াট
রং: সাদা, কালো, হেজেল (বাদামি), হালকা গোলাপি।
তাপমাত্রা সেন্সর: আছে
পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ৫ এক্স টেলিফোটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৪২ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫ জি
ওয়াইফাই: ৭
আয়তন: উচ্চতা ১৬২.৮ এমএম x প্রস্থ ৭৬.৬ x পুরুত্ব ৮.৫
ওজন: ২২১ গ্রাম
সিম: ৫জি
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি এলটিপিও ওলেড
রেজল্যুশন: ১৩৪৪ x ২৯৯২
রিফ্রেশ রেট: ১ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০৬০ এমএএইচ
চার্জিং: ওয়্যারলেস ২৩ ওয়াট, ওয়্যারড ৪৫ ওয়াট
রং: সাদা, কালো, হেজেল (বাদামি), হালকা গোলাপি।
তাপমাত্রা সেন্সর: আছে
পিক্সেল ৯ প্রো ফোল্ডের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১০. ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ১০. ৮ মেগাপিক্সেল ৫ এক্স টেলিফোটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: ভাঁজ করা অবস্থায় উচ্চতা ১৫৫.২ এমএম x প্রস্থ ৭৭.১ x পুরুত্ব ১০.৫ ও ভাঁজ খোলা অবস্থায় উচ্চতা ১৫৫.২ এমএম x প্রস্থ ১৫০.২ x পুরুত্ব ৫.১
ওজন: ২৫৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: বাইরের ডিসপ্লে ৬.৩ ইঞ্চি ওলেড ও ভেতরের ডিসপ্লে ৮ ইঞ্চি ফ্লেক্সিবল এলটিপিও ওলেড
রেজল্যুশন: বাইরের ডিসপ্লে ১০৮০ x ২৪২৪ ও ভেতরের ডিসপ্লে ২০৭৬ x ২১৫২
রিফ্রেশ রেট: বাইরের ডিসপ্লে ৬০ থেকে ১২০ হার্টজ ও ভেতরের ডিসপ্লে ১ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: আইপিএক্স ৮
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪,৬৫০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রং: সাদা, কালো
তাপমাত্রা সেন্সর: আছে
এই চার মডেলেই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ফেস আনলক প্রযুক্তি রয়েছে। এতে স্যাটেলাইট এসওএস সুবিধাও রয়েছে।
অবশেষে পিক্সেল ৯ সিরিজ উন্মোচন করল টেক জায়ান্ট গুগল। গত মঙ্গলবার ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানে নতুন এআই সেবা, পিক্সেল বাডস ও পিক্সেল স্মার্ট ঘড়িসহ এই সিরিজ উন্মোচন করা হয়। প্রথমবারে মতো এই সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত করেছে কোম্পানিটি। তাই স্বাভাবিকভাবেই ফোনগুলো মধ্যে মিল–অমিল সম্পর্কে জানতে আগ্রহ জন্মেছে প্রযুক্তি প্রেমীদের।
গুগল ৯ সিরিজে পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেল অন্তর্ভুক্ত রয়েছে। পিক্সেল ৯ ও পিক্সেল ৮ প্রো ফোনের আকার ও ওজন প্রায় একই। তবে ক্যামেরা, ডিসপ্লে ও র্যামের দিক দিয়ে দুটি মডেলে বেশ কিছু পার্থক্য রয়েছে। পিক্সেল সিরিজের সবচেয়ে বড় ফোন হলো–পিক্সেল ৯ প্রো এক্সএল। আর এই সিরিজের ফোল্ডিং বা ভাঁজ যোগ্য ফোন হলো–পিক্সেল ৯ প্রো ফোল্ড।
গুগল দাবি করছে, আগের মডেলগুলো চেয়ে সবচেয়ে শক্তিশালী সিরিজ এটি। এতে কোম্পানির নিজস্ব চিপসেট টেনসর জি৪ ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে মডেলগুলোর মেমোরি ও ব্যাটারি ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে সব থেকে বড় আকর্ষণ জেমিনি এআই, যা চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য প্রকাশ করে গুগল। সেই চ্যাটবটের একাধিক আকর্ষণীয় ফিচার এই স্মার্টফোনে পাওয়া যাবে।
এআই ফিচার
আগের সিরিজগুলো চেয়ে পিক্সেল ৯ সিরিজে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলো আরও উন্নত করা হয়েছে। গুগলের জেমিনি দৈনন্দিন কাজে ব্যবহারকারীদের সাহায্য করবে। কোনো প্রশ্নের উত্তর জানা থেকে শুরু করে খাবারের রেসিপিও খুব সহজেই এই জেমিনি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানা যাবে। গুগলের ক্যামেরার ম্যাজিক ইরেজার ফিচারটিও আরও উন্নত করা হয়েছে। এখন ‘এড মি’ অপশনে মাধ্যমে গ্রুপ ছবিতে না থাকলেও নিজেকে যুক্ত করে নতুন ছবি তৈরি করা যাবে।
পিক্সেল ৯ সিরিজের দাম ও স্পেসিফিকেশন
গত বছরের চেয়ে পিক্সেল ৮ সিরিজের চেয়ে পিক্সেল ৯ সিরিজের প্রতিটি মডেলের দাম ১০০ ডলার বেশি রাখা হয়েছে।
পিক্সেল ৯–এর প্রারম্ভিক দাম ৭৯৯ ডলার বা প্রায় ৯৪ হাজার টাকা।
পিক্সেল ৯ প্রো–এর প্রারম্ভিক দাম ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ১৭ হাজার ৫৩০ টাকা।
পিক্সেল ৯ প্রো এক্সএল–এর প্রারম্ভিক দাম ১,০৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২৯ হাজার ২৯৫ টাকা।
পিক্সেল ৯ প্রো ফোল্ড–এর প্রারম্ভিক দাম ১,৭৯৯ ডলার বা প্রায় ২ লাখ ১১ হাজার ৬৪৮ টাকা।
এই মডেলগুলোও সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাবে।
পিক্সেল ৯ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ১০.৫ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
আয়তন: উচ্চতা ১৫২.৮ এমএম x প্রস্থ ৭২ x পুরুত্ব ৮.৫
ওজন: ১৯৮ গ্রাম
সিম: ন্যানো সিম, ইসিম
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ১০৮০ x ২৪২৪
রিফ্রেশ রেট: ৬০ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: আইপি ৬৮
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ৩.২
ব্যাটারি: ৪,৭০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারলেস ১৫ ওয়াট, ওয়্যারড ৪৫ ওয়াট
রং: সাদা, কালো, সবুজ, গোলাপি।
পিক্সেল ৯ প্রো মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ৫ এক্স টেলিফোটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৪২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
ওয়াইফাই: ৭
আয়তন: উচ্চতা ১৫২.৮ এমএম x প্রস্থ ৭২ x পুরুত্ব ৮.৫
ওজন: ১৯৯ গ্রাম
সিম: ন্যানো সিম, ইসিম
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি এলটিপিও ওলেড
রেজল্যুশন: ১২৮০ x ২৮৫৬
রিফ্রেশ রেট: ১ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: ৬৮
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪,৭০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারলেস ২১ ওয়াট, ওয়্যারড ৪৫ ওয়াট
রং: সাদা, কালো, হেজেল (বাদামি), হালকা গোলাপি।
তাপমাত্রা সেন্সর: আছে
পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ৫ এক্স টেলিফোটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৪২ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫ জি
ওয়াইফাই: ৭
আয়তন: উচ্চতা ১৬২.৮ এমএম x প্রস্থ ৭৬.৬ x পুরুত্ব ৮.৫
ওজন: ২২১ গ্রাম
সিম: ৫জি
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি এলটিপিও ওলেড
রেজল্যুশন: ১৩৪৪ x ২৯৯২
রিফ্রেশ রেট: ১ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০৬০ এমএএইচ
চার্জিং: ওয়্যারলেস ২৩ ওয়াট, ওয়্যারড ৪৫ ওয়াট
রং: সাদা, কালো, হেজেল (বাদামি), হালকা গোলাপি।
তাপমাত্রা সেন্সর: আছে
পিক্সেল ৯ প্রো ফোল্ডের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১০. ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ১০. ৮ মেগাপিক্সেল ৫ এক্স টেলিফোটো ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: ভাঁজ করা অবস্থায় উচ্চতা ১৫৫.২ এমএম x প্রস্থ ৭৭.১ x পুরুত্ব ১০.৫ ও ভাঁজ খোলা অবস্থায় উচ্চতা ১৫৫.২ এমএম x প্রস্থ ১৫০.২ x পুরুত্ব ৫.১
ওজন: ২৫৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: বাইরের ডিসপ্লে ৬.৩ ইঞ্চি ওলেড ও ভেতরের ডিসপ্লে ৮ ইঞ্চি ফ্লেক্সিবল এলটিপিও ওলেড
রেজল্যুশন: বাইরের ডিসপ্লে ১০৮০ x ২৪২৪ ও ভেতরের ডিসপ্লে ২০৭৬ x ২১৫২
রিফ্রেশ রেট: বাইরের ডিসপ্লে ৬০ থেকে ১২০ হার্টজ ও ভেতরের ডিসপ্লে ১ থেকে ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: গুগল টেনসর জি৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
আইপি রেটিং: আইপিএক্স ৮
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪,৬৫০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রং: সাদা, কালো
তাপমাত্রা সেন্সর: আছে
এই চার মডেলেই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ফেস আনলক প্রযুক্তি রয়েছে। এতে স্যাটেলাইট এসওএস সুবিধাও রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে