অনলাইন ডেস্ক
গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে