অনলাইন ডেস্ক
বেশ কয়েক বছর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত নকিয়া লুমিয়া ৯২০ ফোন নিয়ে এসে বাজারে আলোড়ন তুলেছিল মাইক্রোসফট ও নকিয়া। চলতি বছরে সেই একই ধরনের ডিজাইন বা নকশা নিয়ে নতুন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে পারে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি গ্লোবাল। নতুন ফোনটির কোড নেম ‘স্কাইলাইন’। ইতিমধ্যে মডেলটির নকশা ও ফিচার নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
নতুন ফোনের ডিজাইনটি অনেকটাই লুমিয়া ৯২০-এর মতো থাকবে বলে জানা গেছে। তবে একে আরও আধুনিকায়ন করা হবে। ফোনটি মিড রেঞ্জের হবে বলে ধারণা করা হচ্ছে। এর বেজেল আরও চিকন হতে পারে। ফলে হাতের মুঠোয় সহজে ধরে রাখা যাবে ফোনটি। তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে ফোনটি।
নতুন ফোনটিতে একটি শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা থাকতে পারে। যাঁরা এর আগের লুমিয়া ফোনগুলো পছন্দ করতেন, তাঁদের কাছে এটিও আকর্ষণীয় লাগবে। এবারের ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হওয়ায় অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে।
ফোনটির সম্ভাব্য রং ও দাম
নতুন মডেলটি আগের লুমিয়া ফোনগুলো কালো, নীল, হলুদ ও গোলাপির মতো বেশ কিছু উজ্জ্বল রঙ্গে বাজারে আসতে পারে। আর দাম ৫০০ ইউরো বা ৬২ হাজার ৯৮৯ টাকা হতে পারে।
এইচএমডি স্কাইলাইনের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এফএইডি + অ্যামোলেড ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার: স্ক্রিনের মধ্যে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: সর্বশেষ অ্যান্ড্রয়েড সিস্টেম
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এস জেন ২
মেমোরি: ৮ জিবি বা ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম
আইপি রেটিং: আইপি ৬৭
ব্লুটুথ: ৫.২
এনএফসি: আছে
ব্যাটারি: ৪,৯০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: কালো, নীল, হলুদ ও গোলাপি
নকিয়া লুমিয়া ৯২০ ফোনের ইন্টারফেস ও ডিজাইন বাকি অ্যান্ড্রয়েড ফোনের থেকে ছিল অনেক আলাদা। এতে উজ্জ্বল রং ও প্লাস্টিক বডি ব্যবহার করা হতো। এ জন্য বেশ নজর কাড়ত ফোনটি। কিন্তু ফোনটির অপারেটিং সিস্টেম উইন্ডোজ হওয়ায় এটি ইউজার ফ্রেন্ডলি ছিল না, অর্থাৎ এটি সহজে ব্যবহার করা যেত না। তাই সময়ের সঙ্গে নকিয়া লুমিয়ার চাহিদা কমতে থাকে এবং ফোন বিক্রি বন্ধ করে দেয় কোম্পানিটি।
এ বছরের শেষের দিকে স্কাইলাইন মডেলটি বাজারে আসতে পারে। তবে ফোনটি লুমিয়া নামে, নাকি এইচএমডি গ্লোবাল হিসেবে ব্র্যান্ডিং করা হবে তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল
বেশ কয়েক বছর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত নকিয়া লুমিয়া ৯২০ ফোন নিয়ে এসে বাজারে আলোড়ন তুলেছিল মাইক্রোসফট ও নকিয়া। চলতি বছরে সেই একই ধরনের ডিজাইন বা নকশা নিয়ে নতুন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে পারে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি গ্লোবাল। নতুন ফোনটির কোড নেম ‘স্কাইলাইন’। ইতিমধ্যে মডেলটির নকশা ও ফিচার নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
নতুন ফোনের ডিজাইনটি অনেকটাই লুমিয়া ৯২০-এর মতো থাকবে বলে জানা গেছে। তবে একে আরও আধুনিকায়ন করা হবে। ফোনটি মিড রেঞ্জের হবে বলে ধারণা করা হচ্ছে। এর বেজেল আরও চিকন হতে পারে। ফলে হাতের মুঠোয় সহজে ধরে রাখা যাবে ফোনটি। তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে ফোনটি।
নতুন ফোনটিতে একটি শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা থাকতে পারে। যাঁরা এর আগের লুমিয়া ফোনগুলো পছন্দ করতেন, তাঁদের কাছে এটিও আকর্ষণীয় লাগবে। এবারের ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হওয়ায় অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে।
ফোনটির সম্ভাব্য রং ও দাম
নতুন মডেলটি আগের লুমিয়া ফোনগুলো কালো, নীল, হলুদ ও গোলাপির মতো বেশ কিছু উজ্জ্বল রঙ্গে বাজারে আসতে পারে। আর দাম ৫০০ ইউরো বা ৬২ হাজার ৯৮৯ টাকা হতে পারে।
এইচএমডি স্কাইলাইনের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এফএইডি + অ্যামোলেড ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার: স্ক্রিনের মধ্যে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: সর্বশেষ অ্যান্ড্রয়েড সিস্টেম
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এস জেন ২
মেমোরি: ৮ জিবি বা ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম
আইপি রেটিং: আইপি ৬৭
ব্লুটুথ: ৫.২
এনএফসি: আছে
ব্যাটারি: ৪,৯০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: কালো, নীল, হলুদ ও গোলাপি
নকিয়া লুমিয়া ৯২০ ফোনের ইন্টারফেস ও ডিজাইন বাকি অ্যান্ড্রয়েড ফোনের থেকে ছিল অনেক আলাদা। এতে উজ্জ্বল রং ও প্লাস্টিক বডি ব্যবহার করা হতো। এ জন্য বেশ নজর কাড়ত ফোনটি। কিন্তু ফোনটির অপারেটিং সিস্টেম উইন্ডোজ হওয়ায় এটি ইউজার ফ্রেন্ডলি ছিল না, অর্থাৎ এটি সহজে ব্যবহার করা যেত না। তাই সময়ের সঙ্গে নকিয়া লুমিয়ার চাহিদা কমতে থাকে এবং ফোন বিক্রি বন্ধ করে দেয় কোম্পানিটি।
এ বছরের শেষের দিকে স্কাইলাইন মডেলটি বাজারে আসতে পারে। তবে ফোনটি লুমিয়া নামে, নাকি এইচএমডি গ্লোবাল হিসেবে ব্র্যান্ডিং করা হবে তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে