অনলাইন ডেস্ক
ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই চিপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে না। এক্স প্ল্যাটফর্মে ফাঁস হওয়ার ইন্টেলের একটি গোপন নথির স্ক্রিনশট থেকে জানা যায়, উইন্ডোজ–১০ এর জন্য ওয়াইফাই ৭ চিপ বানাবে না ইন্টেল। তাদের এই নতুন চিপ শুধু উইন্ডোজ ১১ ও এর পরবর্তী জেনারেশনে কাজ করবে। অবশ্য এটি লিনাক্স এবং লিনাক্সভিত্তিক ক্রোমওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে।
এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্ট্রার।
আজ থেকে ২৮ বছর আগে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। এরপর আরও বেশ কয়েকটি সংস্করণ এসেছে। দীর্ঘ ২০ বছর পর নয় নম্বর সংস্করণটি বাদ দিয়েই উইন্ডোজ ১০ বাজারে আনে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।
তবে উইন্ডোজ ১০ বাজারে আসার পর আট বছর পেরিয়ে গেছে। চলতি বছরের শুরুতে এর ২২এএইচ২ সংস্করণ অবমুক্ত করা হয়। মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ আর কোনো হালনাগাদ পাবে না।
এদিকে আগামী বছর বাজারে আসবে ওয়াইফাই ৭ (আইইইই ৮০২.১১ বিই)। এক্সে ফাঁস হওয়া তথ্যটি সঠিক হলে, ইন্টেলের এই চিপসেট শুধু উইন্ডোজ ১১, ক্রোম ও লিনাক্সে অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর নয়। বেশির ভাগ পুরোনো কম্পিউটারের মাদারবোর্ডে টিপিএম ২ চিপ নেই। ফলে এগুলোতে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায় না। তার মানে, এই পুরোনো পিসিগুলোতে ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকছে না।
তবে উইন্ডোজ ১০ চালিত আইওটি (স্মার্টহোম, স্মার্টওয়াচ ইত্যাদি) ডিভাইসগুলো আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত আপডেট পাবে। তবে এটি শুধু ২১এএইচ২ ভার্সনের জন্য প্রযোজ্য হবে। এই ডিভাইসগুলো ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকবে কি না সেটি স্পষ্ট নয়।
ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই চিপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে না। এক্স প্ল্যাটফর্মে ফাঁস হওয়ার ইন্টেলের একটি গোপন নথির স্ক্রিনশট থেকে জানা যায়, উইন্ডোজ–১০ এর জন্য ওয়াইফাই ৭ চিপ বানাবে না ইন্টেল। তাদের এই নতুন চিপ শুধু উইন্ডোজ ১১ ও এর পরবর্তী জেনারেশনে কাজ করবে। অবশ্য এটি লিনাক্স এবং লিনাক্সভিত্তিক ক্রোমওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে।
এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্ট্রার।
আজ থেকে ২৮ বছর আগে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। এরপর আরও বেশ কয়েকটি সংস্করণ এসেছে। দীর্ঘ ২০ বছর পর নয় নম্বর সংস্করণটি বাদ দিয়েই উইন্ডোজ ১০ বাজারে আনে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।
তবে উইন্ডোজ ১০ বাজারে আসার পর আট বছর পেরিয়ে গেছে। চলতি বছরের শুরুতে এর ২২এএইচ২ সংস্করণ অবমুক্ত করা হয়। মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ আর কোনো হালনাগাদ পাবে না।
এদিকে আগামী বছর বাজারে আসবে ওয়াইফাই ৭ (আইইইই ৮০২.১১ বিই)। এক্সে ফাঁস হওয়া তথ্যটি সঠিক হলে, ইন্টেলের এই চিপসেট শুধু উইন্ডোজ ১১, ক্রোম ও লিনাক্সে অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর নয়। বেশির ভাগ পুরোনো কম্পিউটারের মাদারবোর্ডে টিপিএম ২ চিপ নেই। ফলে এগুলোতে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায় না। তার মানে, এই পুরোনো পিসিগুলোতে ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকছে না।
তবে উইন্ডোজ ১০ চালিত আইওটি (স্মার্টহোম, স্মার্টওয়াচ ইত্যাদি) ডিভাইসগুলো আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত আপডেট পাবে। তবে এটি শুধু ২১এএইচ২ ভার্সনের জন্য প্রযোজ্য হবে। এই ডিভাইসগুলো ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকবে কি না সেটি স্পষ্ট নয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪৩ মিনিট আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে