অনলাইন ডেস্ক
আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
হোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
২৮ মিনিট আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৭ ঘণ্টা আগে