অনলাইন ডেস্ক
আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
আইফোনে অ্যাপের আইকন পরিবর্তন করার জন্য প্রথমেই পছন্দমতো একটি আইকন বাছাই করতে হবে। ব্রাউজার থেকে বিনামূল্যে এসব আইকন ডাউনলোড করা যাবে।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
শর্টকাট ব্যবহার করে অ্যাপ আইকন পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
শর্টকাটটি তৈরি হলে হোমস্ক্রিনে অ্যাপটি দেখা যাবে। আগের অ্যাপটির আইকন সরিয়ে ফেলুন। এ জন্য আগের অ্যাপটি কয়েক সেকেন্ড চেপে রাখতে হবে। এরপর রিমুভ অ্যাপ অপশনটি নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
আইফোনে অ্যাপের আইকন পরিবর্তন করার জন্য প্রথমেই পছন্দমতো একটি আইকন বাছাই করতে হবে। ব্রাউজার থেকে বিনামূল্যে এসব আইকন ডাউনলোড করা যাবে।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
শর্টকাট ব্যবহার করে অ্যাপ আইকন পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
শর্টকাটটি তৈরি হলে হোমস্ক্রিনে অ্যাপটি দেখা যাবে। আগের অ্যাপটির আইকন সরিয়ে ফেলুন। এ জন্য আগের অ্যাপটি কয়েক সেকেন্ড চেপে রাখতে হবে। এরপর রিমুভ অ্যাপ অপশনটি নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১. ১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ডিভাইসের নিরাপত্তা বিষয়ক ত্রুটি সারাতে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। আইফোনের সকল ব্যবহারকারীরকে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে এই আপডেটের মাধ্যমে আইফোনে নতুন কোন ফিচার যুক্ত হবে না।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের ২০ মিলিয়ন ডলার অনুদান দেবে গুগল। সেই সঙ্গে ২০ লাখ ডলার মূল্যের ক্লাউড সেবাও বরাদ্দ করবে টেক জায়ান্টটি। গত সোমবার এই উদ্যোগের ঘোষণা দেন গুগল ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইউ ডেমিস হাসাবিস।
৩ ঘণ্টা আগেপেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ নিয়ে আসছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলা পোর্ট্রেট...
৫ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে...
৬ ঘণ্টা আগে