আইওসের নতুন হালনাগাদ দ্রুত ইনস্টলের পরামর্শ অ্যাপলের

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৫: ১২
ডিভাইসটি চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। ছবি: ডিজিটাল ট্রেন্ডস

আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১. ১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ডিভাইসের নিরাপত্তা বিষয়ক ত্রুটি সারাতে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। আইফোনের সকল ব্যবহারকারীরকে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে এই আপডেটের মাধ্যমে আইফোনে নতুন কোন ফিচার যুক্ত হবে না।

আইফোন ছাড়া আইপ্যাড ও ম্যাকের জন্য নতুন ১৮.১. ১ আপডেট এসেছে কোম্পানিটি। তবে কোনো ত্রুটির জন্য আপডেটটি নিয়ে আসা হয়েছে তা জানায়নি অ্যাপল।

আইফোন বা আইপ্যাডে আপডেটটি ইনস্টল করবেন যেভাবে

১. আইফোনের বা আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন।

২. এরপর জেনারেল অপশনে ট্যাপ করুন ও সফটওয়্যার আপডেট সেকশনে যান।

৩. আপডেটটি ফোনে এসে গেলে আইওএস ১৮.১. ১ বা আইপ্যাডওএস ১৮.১. ১ ফাইলটি দেখা যাবে। আপডেটটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে ইনস্টল করতে পারবেন বা ‘রিমাইন্ড মি লেটার’ অপশনে ট্যাপ করলে তা পরে সুবিধাজনক সময়ে ইনস্টল করা যাবে।

৪. ইনস্টলের ক্ষেত্রে আইফোন বা আইপ্যাড রিস্টার্ট নেবে। ডিভাইসটি চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। এর মধ্যে ফোনের পাওয়ার বাটনে ট্যাপ করা যাবে।

ইনস্টলের ক্ষেত্রে অনেক সময় ফোনের পাসকোডও চাইতে পারে ডিভাইসটি।

আইওএস ১৮.১. ১ আপডেটে নতুন কোনো ফিচার না এলেও এর পরবর্তী আইওএস ১৮.২ আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে। যেমন: সিরির সঙ্গে চ্যাটজিপিটির ইন্টিগ্রেশন, এআই ভিত্তিক ছবি তৈরির নতুন ফিচার। ইতিমধ্যে ফিচারগুলো আইওএস ১৮.২ বেটা আপডেটের মাধ্যমে উন্মোচন করেছে অ্যাপল।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটের পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’ তবে নতুন আপডেটে এই সমস্যা হবে নাকি তা স্পষ্ট নয়।

তথ্যসূত্র: ৯টু৫ ম্যাক

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত