অনলাইন ডেস্ক
স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।
স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে