অনলাইন ডেস্ক
স্টারলিংকের ইন্টারনেট সেবা উন্মোচনের জন্য ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন স্পেসএক্স কোম্পানির মালিক ইলন মাস্ক। এই সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দীপগুলোতে ইন্টারনেট ও স্বাস্থ্য সেবা উন্নত হবে বলে আশা করেছে দেশটির সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আজ রোববার সকালে ব্যক্তিগত জেটে বালির বিমানবন্দরে পৌঁছান ইলন মাস্ক। তাঁকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন দেশটির বিনিয়োগ মন্ত্রী লুহুত বিনসার পান্ডজাইতান। পোস্টটিতে বলা হয়, স্টারলিংকের সেবা উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দুজন।
লুহুত বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। তিনটি ভিন্ন টাইম জোনে দেশটিতে ২৭ কোটিরও বেশি মানুষ বাস করে। স্টারলিংকের এই সেবার মাধ্যমে শহরের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
রবিবার বিকেলে বালির রাজধানী ডেনপাসারের একটি কমিউনিটি হেলথ সেন্টারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে স্টারলিংক চালু করবেন ইলন মাস্ক।
গত সপ্তাহে যোগাযোগ মন্ত্রী বুদি অ্যারি সেটিয়াদি বলেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইউনিট ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় কাজ করার অনুমতি পেয়েছে।
দেশটির খুচরা ভোক্তাদের জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে স্টারলিংক।
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ, যেখানে স্টারলিংক কাজ করবে। গত বছর ইন্টারনেট সেবা দেয়ার জন্য কোম্পানিটিকে একটি লাইসেন্স দেয় মালয়েশিয়া। ২০২২ সালে একটি ফিলিপাইন-ভিত্তিক কোম্পানি স্পেসএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
স্টারলিংক ইউক্রেনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সামরিক, হাসপাতাল, ব্যবসা ও সাহায্য সংস্থায় এই সেবা ব্যবহার করা হয়।
গত ফেব্রুয়ারিতে, মস্কোর সৈন্যদের দখলে থাকা অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য স্টারলিংকের টার্মিনালগুলো ব্যবহার করা থেকে রাশিয়াকে প্রতিরোধ করার জন্য স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
গত মাসে টেসলার বাধ্যবাধকতার কথা বলে ভারত সফল বাতিল করেন মাস্ক। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।
স্টারলিংকের ইন্টারনেট সেবা উন্মোচনের জন্য ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন স্পেসএক্স কোম্পানির মালিক ইলন মাস্ক। এই সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দীপগুলোতে ইন্টারনেট ও স্বাস্থ্য সেবা উন্নত হবে বলে আশা করেছে দেশটির সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আজ রোববার সকালে ব্যক্তিগত জেটে বালির বিমানবন্দরে পৌঁছান ইলন মাস্ক। তাঁকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন দেশটির বিনিয়োগ মন্ত্রী লুহুত বিনসার পান্ডজাইতান। পোস্টটিতে বলা হয়, স্টারলিংকের সেবা উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দুজন।
লুহুত বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। তিনটি ভিন্ন টাইম জোনে দেশটিতে ২৭ কোটিরও বেশি মানুষ বাস করে। স্টারলিংকের এই সেবার মাধ্যমে শহরের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
রবিবার বিকেলে বালির রাজধানী ডেনপাসারের একটি কমিউনিটি হেলথ সেন্টারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে স্টারলিংক চালু করবেন ইলন মাস্ক।
গত সপ্তাহে যোগাযোগ মন্ত্রী বুদি অ্যারি সেটিয়াদি বলেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইউনিট ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় কাজ করার অনুমতি পেয়েছে।
দেশটির খুচরা ভোক্তাদের জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে স্টারলিংক।
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ, যেখানে স্টারলিংক কাজ করবে। গত বছর ইন্টারনেট সেবা দেয়ার জন্য কোম্পানিটিকে একটি লাইসেন্স দেয় মালয়েশিয়া। ২০২২ সালে একটি ফিলিপাইন-ভিত্তিক কোম্পানি স্পেসএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
স্টারলিংক ইউক্রেনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সামরিক, হাসপাতাল, ব্যবসা ও সাহায্য সংস্থায় এই সেবা ব্যবহার করা হয়।
গত ফেব্রুয়ারিতে, মস্কোর সৈন্যদের দখলে থাকা অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য স্টারলিংকের টার্মিনালগুলো ব্যবহার করা থেকে রাশিয়াকে প্রতিরোধ করার জন্য স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
গত মাসে টেসলার বাধ্যবাধকতার কথা বলে ভারত সফল বাতিল করেন মাস্ক। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১ দিন আগে