অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদান করে থাকেন অনেকেই। ব্যবহারকারীর এসব বার্তার গোপনীয়তা রক্ষার জন্য প্ল্যাটফর্মটিতে ‘ভ্যানিশ মোড’ রয়েছে। এটি খুব সহজেই চালু করে নিশ্চিন্তে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কি
ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজের সুরক্ষা দিতেই ‘ভ্যানিশ মোড’ যুক্ত করেছে মেটা। এই মোড চালু করে মেসেজ, ভিডিও, ছবি, অডিও পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়।
ভ্যানিশ মোড বন্ধ করলেও সেই মোডে থাকা অবস্থায় মেসেজগুলো হারিয়ে যাবে। তাই কোনো সংবেদনশীল চ্যাটের সময় এই মোড চালু করা যায়। তবে একজনের সঙ্গে চ্যাট করার সময়ই মোডটি চালু করা যায়। গ্রুপ চ্যাটে এই ফিচার নেই। ভ্যানিশ মোড ব্যবহারের করার আগে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন—
• ভ্যানিশ মোড চালু তার একটি নোটিফিকেশন চ্যাটের মধ্যে প্রাপকও দেখতে পারবেন।
• এই মোড চালু থাকলে কনটেন্ট কপি, সেভ, বা ফরওয়ার্ড করা যাবে না।
• যাদের সঙ্গে আগে থেকে কোনো চ্যাট করা হয়নি তাদের সঙ্গে চ্যাট শুরু করতে ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে না।
• ইনস্টাগ্রামে ভ্যানিশ মোডে চ্যাট করার সময় স্ক্রিনশট নিলে বা স্ক্রিন রেকর্ড করলে তা অপর ব্যক্তিতে জানিয়ে দেওয়া হবে।
• সব চ্যাটে এই মোড একসঙ্গে চালু হবে না। আলাদাভাবে যেকোনো চ্যাটে (গ্রুপ চ্যাট ছাড়া) ভ্যানিশ মোড চালু করতে হবে।
ভ্যানিশ মোড চালু করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. ওপরের ডান দিকে কোনায় থাকা মেসেজ অপশনে ট্যাপ করুন।
৩. এই মোডে যার সঙ্গে চ্যাটিং করতে চান সেই চ্যাট নির্বাচন করুন।
৪. চ্যাটিংয়ে প্রবেশ করার পরে স্ক্রিনে ওপরের দিকে সোয়াইপ করে বা টেনে ধরে রাখলেই ভ্যানিশ মোড চালু হবে। এ সময় কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যাবে এবং ‘ইউ টার্নড অন ভ্যানিশ মোড’ লেখা সামনে দেখাবে। তবে ইনস্টাগ্রাম ডার্ক মোডে থাকলে এই পরিবর্তন বোঝা যাবে না।
এছাড়া যার সঙ্গে আপনি চ্যাট করছেন তিনি একটি মেসেজ দেখতে পারবেন যে ভ্যানিশ মোড চালু হয়েছে।
ভ্যানিশ মোড বন্ধ করবেন যেভাবে
ভ্যানিশ মোড বন্ধ করার জন্য একইভাবে স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করুন। এভাবে আবার ডিফল্ট মোড চালু হয়ে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাবে। সেটি দেখেই বুঝে নিতে পারবেন যে ভ্যানিশ মোড বন্ধ হয়ে গিয়েছে।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদান করে থাকেন অনেকেই। ব্যবহারকারীর এসব বার্তার গোপনীয়তা রক্ষার জন্য প্ল্যাটফর্মটিতে ‘ভ্যানিশ মোড’ রয়েছে। এটি খুব সহজেই চালু করে নিশ্চিন্তে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কি
ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজের সুরক্ষা দিতেই ‘ভ্যানিশ মোড’ যুক্ত করেছে মেটা। এই মোড চালু করে মেসেজ, ভিডিও, ছবি, অডিও পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়।
ভ্যানিশ মোড বন্ধ করলেও সেই মোডে থাকা অবস্থায় মেসেজগুলো হারিয়ে যাবে। তাই কোনো সংবেদনশীল চ্যাটের সময় এই মোড চালু করা যায়। তবে একজনের সঙ্গে চ্যাট করার সময়ই মোডটি চালু করা যায়। গ্রুপ চ্যাটে এই ফিচার নেই। ভ্যানিশ মোড ব্যবহারের করার আগে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন—
• ভ্যানিশ মোড চালু তার একটি নোটিফিকেশন চ্যাটের মধ্যে প্রাপকও দেখতে পারবেন।
• এই মোড চালু থাকলে কনটেন্ট কপি, সেভ, বা ফরওয়ার্ড করা যাবে না।
• যাদের সঙ্গে আগে থেকে কোনো চ্যাট করা হয়নি তাদের সঙ্গে চ্যাট শুরু করতে ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে না।
• ইনস্টাগ্রামে ভ্যানিশ মোডে চ্যাট করার সময় স্ক্রিনশট নিলে বা স্ক্রিন রেকর্ড করলে তা অপর ব্যক্তিতে জানিয়ে দেওয়া হবে।
• সব চ্যাটে এই মোড একসঙ্গে চালু হবে না। আলাদাভাবে যেকোনো চ্যাটে (গ্রুপ চ্যাট ছাড়া) ভ্যানিশ মোড চালু করতে হবে।
ভ্যানিশ মোড চালু করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. ওপরের ডান দিকে কোনায় থাকা মেসেজ অপশনে ট্যাপ করুন।
৩. এই মোডে যার সঙ্গে চ্যাটিং করতে চান সেই চ্যাট নির্বাচন করুন।
৪. চ্যাটিংয়ে প্রবেশ করার পরে স্ক্রিনে ওপরের দিকে সোয়াইপ করে বা টেনে ধরে রাখলেই ভ্যানিশ মোড চালু হবে। এ সময় কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যাবে এবং ‘ইউ টার্নড অন ভ্যানিশ মোড’ লেখা সামনে দেখাবে। তবে ইনস্টাগ্রাম ডার্ক মোডে থাকলে এই পরিবর্তন বোঝা যাবে না।
এছাড়া যার সঙ্গে আপনি চ্যাট করছেন তিনি একটি মেসেজ দেখতে পারবেন যে ভ্যানিশ মোড চালু হয়েছে।
ভ্যানিশ মোড বন্ধ করবেন যেভাবে
ভ্যানিশ মোড বন্ধ করার জন্য একইভাবে স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করুন। এভাবে আবার ডিফল্ট মোড চালু হয়ে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাবে। সেটি দেখেই বুঝে নিতে পারবেন যে ভ্যানিশ মোড বন্ধ হয়ে গিয়েছে।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২৮ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে