অলকানন্দা রায়, ঢাকা
তীব্র যানজট এখন নিত্যদিনের ঘটনা প্রায় প্রতিটি শহরে। এই যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে কাজের জায়গায় পৌঁছানোর জন্য ইলেকট্রিক বাইক এনেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকের নাম তাকিওন। এই ই-বাইক একবার রিচার্জ করলে যাতায়াত করা যাবে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পেয়েছে ওয়ালটনের ইলেকট্রিক বাইক তাকিওন। এখন থেকে প্রচলিত গ্যাসোলিন বাইকের মতো বিআরটিএর নিবন্ধন নিয়ে বাংলাদেশের রাস্তায় বৈধভাবে চলতে পারবে এটি।
চারটি ভার্সনে তাকিওন
ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, ওয়ালটনের লোগোসংবলিত হলেও তাকিওন ব্র্যান্ড নামে ই-বাইকটি বাজারজাত করছেন তাঁরা। তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইক বাজারে ছাড়া হয়েছে। লাল, নীল ও ধূসর রঙের বাইকটির দাম মাত্র ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।
দেশে ওয়ালটনের শোরুমের পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট ডটকম থেকে বাইকটি কেনা যাবে।
এ ছাড়া সাশ্রয়ী মূল্যে তাকিওন লিও নামের একটি মডেল বাজারে ছেড়েছে ওয়ালটন। এটি মিলছে তিনটি ভার্সনে। এগুলো ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে। এ তিনটি ভার্সনের ব্যাটারি ক্যাপাসিটি তিন ধরনের। ফলে এগুলোর দামের মধ্যে তারতম্য আছে।
তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে। এক চার্জে বাইকটি চালানো যাবে ৪০ কিলোমিটার। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা। তাকিওনের হাই এন্ড ভার্সন পাওয়া যাচ্ছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে। যার দাম ৫৯ হাজার ৮৫০ টাকা।
প্রকৌশলী লিয়াকত আলী জানিয়েছেন, প্রচলিত গ্যাসোলিন (প্র-অকটেন)-চালিত বাইকের মতো ওয়ালটনের ই-বাইক ২ কিংবা ১০ বছরের জন্য বিআরটিএর নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে ওয়ালটন ই-বাইকের নিবন্ধন খরচ গ্যাসোলিন বাইকের চেয়ে বেশ কম।
ওয়ালটনের কম্পিউটার পণ্য এবং তাকিওন ইলেকট্রিক বাইকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, আকর্ষণীয় ডিজাইনের তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকে রয়েছে শক্তিশালী ব্রাশলেস ডিসি মোটর, যার সর্বোচ্চ ক্ষমতা ১ দশমিক ৫ কিলোওয়াট। এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন বেসড ব্যাটারি, যার ধারণক্ষমতা ১ দশমিক ৬ প্রতি ঘণ্টায় কিলোওয়াট। একবার চার্জে বাইকটি ৭০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেবে। বাইকটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায়
৫০ কিলোমিটার।
নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব গ্রাফিন বেজড ব্যাটারি ৬০০ থেকে ৮০০ সাইকেলসমৃদ্ধ। ফলে এটি নিশ্চিন্তে ৩ বছর ব্য̈বহার করা যাবে। বাইকটিতে রয়েছে পোর্টেবল চার্জার। বাড়িতে ব্যবহৃত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকে ওয়ালটনের ই-বাইকে চার্জ দেওয়া যাবে। বাইকটির
উভয় চাকায় ব্যবহৃত
হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার। রয়েছে এলসিডি স্পিডোমিটার ও এলইডি লাইটিং।
ওয়ালটন ই-বাইকের সুবিধা
ওয়ালটন কর্তৃপক্ষের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ই-বাইক তৈরি ও বাজারজাত করছেন তাঁরা। ওয়ালটনের নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে তাকিওন ইলেকট্রিক বাইকে ২ বছর পর্যন্ত বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
তীব্র যানজট এখন নিত্যদিনের ঘটনা প্রায় প্রতিটি শহরে। এই যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে কাজের জায়গায় পৌঁছানোর জন্য ইলেকট্রিক বাইক এনেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকের নাম তাকিওন। এই ই-বাইক একবার রিচার্জ করলে যাতায়াত করা যাবে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পেয়েছে ওয়ালটনের ইলেকট্রিক বাইক তাকিওন। এখন থেকে প্রচলিত গ্যাসোলিন বাইকের মতো বিআরটিএর নিবন্ধন নিয়ে বাংলাদেশের রাস্তায় বৈধভাবে চলতে পারবে এটি।
চারটি ভার্সনে তাকিওন
ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, ওয়ালটনের লোগোসংবলিত হলেও তাকিওন ব্র্যান্ড নামে ই-বাইকটি বাজারজাত করছেন তাঁরা। তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইক বাজারে ছাড়া হয়েছে। লাল, নীল ও ধূসর রঙের বাইকটির দাম মাত্র ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।
দেশে ওয়ালটনের শোরুমের পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট ডটকম থেকে বাইকটি কেনা যাবে।
এ ছাড়া সাশ্রয়ী মূল্যে তাকিওন লিও নামের একটি মডেল বাজারে ছেড়েছে ওয়ালটন। এটি মিলছে তিনটি ভার্সনে। এগুলো ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে। এ তিনটি ভার্সনের ব্যাটারি ক্যাপাসিটি তিন ধরনের। ফলে এগুলোর দামের মধ্যে তারতম্য আছে।
তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে। এক চার্জে বাইকটি চালানো যাবে ৪০ কিলোমিটার। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা। তাকিওনের হাই এন্ড ভার্সন পাওয়া যাচ্ছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে। যার দাম ৫৯ হাজার ৮৫০ টাকা।
প্রকৌশলী লিয়াকত আলী জানিয়েছেন, প্রচলিত গ্যাসোলিন (প্র-অকটেন)-চালিত বাইকের মতো ওয়ালটনের ই-বাইক ২ কিংবা ১০ বছরের জন্য বিআরটিএর নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে ওয়ালটন ই-বাইকের নিবন্ধন খরচ গ্যাসোলিন বাইকের চেয়ে বেশ কম।
ওয়ালটনের কম্পিউটার পণ্য এবং তাকিওন ইলেকট্রিক বাইকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, আকর্ষণীয় ডিজাইনের তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকে রয়েছে শক্তিশালী ব্রাশলেস ডিসি মোটর, যার সর্বোচ্চ ক্ষমতা ১ দশমিক ৫ কিলোওয়াট। এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন বেসড ব্যাটারি, যার ধারণক্ষমতা ১ দশমিক ৬ প্রতি ঘণ্টায় কিলোওয়াট। একবার চার্জে বাইকটি ৭০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেবে। বাইকটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায়
৫০ কিলোমিটার।
নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব গ্রাফিন বেজড ব্যাটারি ৬০০ থেকে ৮০০ সাইকেলসমৃদ্ধ। ফলে এটি নিশ্চিন্তে ৩ বছর ব্য̈বহার করা যাবে। বাইকটিতে রয়েছে পোর্টেবল চার্জার। বাড়িতে ব্যবহৃত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকে ওয়ালটনের ই-বাইকে চার্জ দেওয়া যাবে। বাইকটির
উভয় চাকায় ব্যবহৃত
হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার। রয়েছে এলসিডি স্পিডোমিটার ও এলইডি লাইটিং।
ওয়ালটন ই-বাইকের সুবিধা
ওয়ালটন কর্তৃপক্ষের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ই-বাইক তৈরি ও বাজারজাত করছেন তাঁরা। ওয়ালটনের নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে তাকিওন ইলেকট্রিক বাইকে ২ বছর পর্যন্ত বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৩ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৩ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৭ ঘণ্টা আগে