অনলাইন ডেস্ক
মানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর সঙ্গে যোগাযোগের সফল চাবিকাঠি। তাই সঠিকভাবে প্রম্পট লেখার কৌশল শেখানোর জন্য নতুন কোর্স চালু করেছে গুগল।
গত সোমবার ‘প্রম্পট ইসেনশিয়াল’ নামে একটি কোর্স চালু করেছে টেক জায়ান্টটি। এটি তৈরি করেছেন ডিপমাইন্ড ও গুগলের এআই বিশেষজ্ঞরা। এই কোর্সটি ব্যবহারকারীদের এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট করার কৌশল শেখায়। গুগলের মতে, এই কোর্সটি এপ্রিল মাসে চালু হওয়া ‘এআই ইসেনশিয়াল’ এর ওপর ভিত্তি করে তৈরি, যা এখন পর্যন্ত ‘কোর্সএরা’ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই কোর্স।
গ্রো উইথ গুগলের প্রতিষ্ঠাতা লিসা গেভেলবার বলেন, ‘গুগলের নতুন কোর্সটি গুগলের বিশেষজ্ঞদের এবং শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে তৈরি। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছ যেন সকল স্তরের মানুষ এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট ব্যবহার করতে পারে। এর পলে দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধান সহজে করা যাবে।’
গুগলের তথ্যমতে, এই কোর্সের মোট সময় ১০ ঘণ্টা এবং কোর্সটি করার জন্য পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেষ করা যাবে। কোর্সের শিক্ষার্থীরা একটি পাঁচ স্তরের প্রম্পটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রম্পটিংয়ের মূল বিষয়গুলো শিখবে, যার মধ্যে রয়েছে—ব্যক্তিগতকৃত এআই এজেন্ট তৈরি করা, দীর্ঘ নথি সংক্ষিপ্ত করা, নতুন আইডিয়া উদ্ভাবন করা, ডেটা বিশ্লেষণসহ আরও অনেক কিছু।
গুগলের মতে, এআই মডেলগুলো খুব কার্যকরী। তবে সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে বা এগুলোতে সঠিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে টুলগুলোর সম্পূর্ণ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা যায় না। কীভাবে এআই মডেল এবং টুলগুলোকে সর্বাধিক ব্যবহার করতে হয় তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে এবং কাজের প্রতিটি ধাপের ফলাফল উন্নত করা যাবে।
প্রম্পটিং ইসেনশিয়াল কোর্সটি এআই ইসেনশিয়াল কোর্সের মতো। এটি এখন কোর্সএরা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে কোর্সটি কিনতে ৪৯ ডলার (প্রায় ৫ হাজার ৮৪৩ টাকা) খরচ করতে হবে।
কোর্সগুলো সম্পন্ন করার পর গুগলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে ব্যবহারকারীরা। তবে এটি আপনার বাজেটের বাইরে হলে কিছু বিনা মূল্যের প্রম্পটিং অনলাইনে পাওয়া যায়। যেমন এনথ্রোপিকের ফ্রি প্রম্পট লাইব্রেরি এবং গুগলের ফ্রি ব্লগ সিরিজ।
মানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর সঙ্গে যোগাযোগের সফল চাবিকাঠি। তাই সঠিকভাবে প্রম্পট লেখার কৌশল শেখানোর জন্য নতুন কোর্স চালু করেছে গুগল।
গত সোমবার ‘প্রম্পট ইসেনশিয়াল’ নামে একটি কোর্স চালু করেছে টেক জায়ান্টটি। এটি তৈরি করেছেন ডিপমাইন্ড ও গুগলের এআই বিশেষজ্ঞরা। এই কোর্সটি ব্যবহারকারীদের এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট করার কৌশল শেখায়। গুগলের মতে, এই কোর্সটি এপ্রিল মাসে চালু হওয়া ‘এআই ইসেনশিয়াল’ এর ওপর ভিত্তি করে তৈরি, যা এখন পর্যন্ত ‘কোর্সএরা’ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই কোর্স।
গ্রো উইথ গুগলের প্রতিষ্ঠাতা লিসা গেভেলবার বলেন, ‘গুগলের নতুন কোর্সটি গুগলের বিশেষজ্ঞদের এবং শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে তৈরি। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছ যেন সকল স্তরের মানুষ এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট ব্যবহার করতে পারে। এর পলে দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধান সহজে করা যাবে।’
গুগলের তথ্যমতে, এই কোর্সের মোট সময় ১০ ঘণ্টা এবং কোর্সটি করার জন্য পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেষ করা যাবে। কোর্সের শিক্ষার্থীরা একটি পাঁচ স্তরের প্রম্পটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রম্পটিংয়ের মূল বিষয়গুলো শিখবে, যার মধ্যে রয়েছে—ব্যক্তিগতকৃত এআই এজেন্ট তৈরি করা, দীর্ঘ নথি সংক্ষিপ্ত করা, নতুন আইডিয়া উদ্ভাবন করা, ডেটা বিশ্লেষণসহ আরও অনেক কিছু।
গুগলের মতে, এআই মডেলগুলো খুব কার্যকরী। তবে সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে বা এগুলোতে সঠিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে টুলগুলোর সম্পূর্ণ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা যায় না। কীভাবে এআই মডেল এবং টুলগুলোকে সর্বাধিক ব্যবহার করতে হয় তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে এবং কাজের প্রতিটি ধাপের ফলাফল উন্নত করা যাবে।
প্রম্পটিং ইসেনশিয়াল কোর্সটি এআই ইসেনশিয়াল কোর্সের মতো। এটি এখন কোর্সএরা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে কোর্সটি কিনতে ৪৯ ডলার (প্রায় ৫ হাজার ৮৪৩ টাকা) খরচ করতে হবে।
কোর্সগুলো সম্পন্ন করার পর গুগলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে ব্যবহারকারীরা। তবে এটি আপনার বাজেটের বাইরে হলে কিছু বিনা মূল্যের প্রম্পটিং অনলাইনে পাওয়া যায়। যেমন এনথ্রোপিকের ফ্রি প্রম্পট লাইব্রেরি এবং গুগলের ফ্রি ব্লগ সিরিজ।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১ দিন আগে