আবির আহসান রুদ্র
শিশুদের কথা বিবেচনায় রেখে এসেছে নতুন এআই পিনহুইলজিপিটি। নির্মাতাদের দাবি, এই এআই অ্যাপ অনুপযুক্ত কনটেন্ট ব্লক করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে বানানো। তবে আশার ব্যাপার হচ্ছে, নতুন এ অ্যাপ শিশুদের এআইয়ের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে।
পিনহুইল ও চ্যাটজিপিটি যৌথভাবে শিশুদের জন্য নিরাপদ এআই পিনহুইলজিপিটি তৈরি করেছে। সন্তান সফটওয়্যারটিতে কী করছে, মা-বাবা চাইলে তা পর্যবেক্ষণ করতে পারবেন।
পিনহুইলজিপিটির লক্ষ্য ৭ থেকে ১২ বছর বয়সী শিশু। এআই অ্যাপটির মূল কাজ হচ্ছে নির্দিষ্ট বয়সের উপযোগী করে বাজে লিঙ্ক ও ছবি এড়িয়ে সাধারণ এবং সহজে বোঝা যায় এমনভাবে প্রশ্নের উত্তর দেওয়া। এই চ্যাটবটে সন্তানের চ্যাট পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে মা-বাবা সন্তানের কৌতূহল সম্পর্কে ধারণা পেতে পারেন এবং প্রয়োজনে শিশুকে বিভিন্নভাবে সংশোধন করার সুযোগ তো থাকছেই।
পিনহুইলের সিইও উইটব্যাক বলেন, ‘চ্যাটজিপিটির সমন্বয়ে আমরা মজার এবং শিক্ষামূলকভাবে আজকের শিশুদের জন্য নতুন ধারার এআই পিনহুইলজিপিটি নিয়ে এসেছি। এর মাধ্যমে শিশুরা ইন্টারনেট থেকে নিরাপদ ও বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবে। শুধু শিশুরাই নয়, নিজের শিশু কী করছে এবং কখন ও কোথায় তাদের থামতে হবে, সেসব বিষয়ে নির্দেশনা দিয়ে মা-বাবাও এআইয়ের দুনিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।’
অনেক সময় দেখা যায়, শিশুরা কিছু বিষয় বুঝতে পারে না। মানুষ বা শিক্ষকের কথা তাদের কাছে কঠিন মনে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক শিশু গণিত ভালো বোঝে না। কারণ, জটিল বিষয়গুলো শিক্ষকেরা সহজ করে বোঝাতে পারেন না। আবার কিছু বই আছে, যেগুলো শিশুদের উপযোগী করে তৈরি নয়। এসব ক্ষেত্রে পিনহুইলজিপিটি এআই বড় ভূমিকা রাখতে পারে। শিশুরা বইয়ের যেকোনো একটি অনুচ্ছেদ বা অঙ্ক এই চ্যাটবটে রেখে সহজ করে বুঝিয়ে দিতে বললে, অ্যাপটি তা করে দেবে।
প্রযুক্তিবিদ মাইক কিংয়ের মতে, ‘এআই শিশুদের বিকাশে ভূমিকা রাখতে পারে এবং শিশুদের মজার মাধ্যমে শিখতে সহায়তা করতে পারে।’ তাঁর নিজের সন্তানেরা তাদের মাকে অফিসের সময়ে এআইভিত্তিক ‘স্পিচ টু টেক্সট’ প্রযুক্তির মাধ্যমে বার্তা আদান-প্রদান করে।
শিশুকে নিরাপদ রাখতে
সূত্র: লাইফওয়্যার
শিশুদের কথা বিবেচনায় রেখে এসেছে নতুন এআই পিনহুইলজিপিটি। নির্মাতাদের দাবি, এই এআই অ্যাপ অনুপযুক্ত কনটেন্ট ব্লক করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে বানানো। তবে আশার ব্যাপার হচ্ছে, নতুন এ অ্যাপ শিশুদের এআইয়ের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে।
পিনহুইল ও চ্যাটজিপিটি যৌথভাবে শিশুদের জন্য নিরাপদ এআই পিনহুইলজিপিটি তৈরি করেছে। সন্তান সফটওয়্যারটিতে কী করছে, মা-বাবা চাইলে তা পর্যবেক্ষণ করতে পারবেন।
পিনহুইলজিপিটির লক্ষ্য ৭ থেকে ১২ বছর বয়সী শিশু। এআই অ্যাপটির মূল কাজ হচ্ছে নির্দিষ্ট বয়সের উপযোগী করে বাজে লিঙ্ক ও ছবি এড়িয়ে সাধারণ এবং সহজে বোঝা যায় এমনভাবে প্রশ্নের উত্তর দেওয়া। এই চ্যাটবটে সন্তানের চ্যাট পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে মা-বাবা সন্তানের কৌতূহল সম্পর্কে ধারণা পেতে পারেন এবং প্রয়োজনে শিশুকে বিভিন্নভাবে সংশোধন করার সুযোগ তো থাকছেই।
পিনহুইলের সিইও উইটব্যাক বলেন, ‘চ্যাটজিপিটির সমন্বয়ে আমরা মজার এবং শিক্ষামূলকভাবে আজকের শিশুদের জন্য নতুন ধারার এআই পিনহুইলজিপিটি নিয়ে এসেছি। এর মাধ্যমে শিশুরা ইন্টারনেট থেকে নিরাপদ ও বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবে। শুধু শিশুরাই নয়, নিজের শিশু কী করছে এবং কখন ও কোথায় তাদের থামতে হবে, সেসব বিষয়ে নির্দেশনা দিয়ে মা-বাবাও এআইয়ের দুনিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।’
অনেক সময় দেখা যায়, শিশুরা কিছু বিষয় বুঝতে পারে না। মানুষ বা শিক্ষকের কথা তাদের কাছে কঠিন মনে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক শিশু গণিত ভালো বোঝে না। কারণ, জটিল বিষয়গুলো শিক্ষকেরা সহজ করে বোঝাতে পারেন না। আবার কিছু বই আছে, যেগুলো শিশুদের উপযোগী করে তৈরি নয়। এসব ক্ষেত্রে পিনহুইলজিপিটি এআই বড় ভূমিকা রাখতে পারে। শিশুরা বইয়ের যেকোনো একটি অনুচ্ছেদ বা অঙ্ক এই চ্যাটবটে রেখে সহজ করে বুঝিয়ে দিতে বললে, অ্যাপটি তা করে দেবে।
প্রযুক্তিবিদ মাইক কিংয়ের মতে, ‘এআই শিশুদের বিকাশে ভূমিকা রাখতে পারে এবং শিশুদের মজার মাধ্যমে শিখতে সহায়তা করতে পারে।’ তাঁর নিজের সন্তানেরা তাদের মাকে অফিসের সময়ে এআইভিত্তিক ‘স্পিচ টু টেক্সট’ প্রযুক্তির মাধ্যমে বার্তা আদান-প্রদান করে।
শিশুকে নিরাপদ রাখতে
সূত্র: লাইফওয়্যার
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
২০ মিনিট আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
১ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
২ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৫ ঘণ্টা আগে