অনলাইন ডেস্ক
শেষ মুহূর্তে নির্ধারিত ভারত সফর স্থগিত করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং সামাজিক প্ল্যাটফর্ম এক্সের মালিক ইলন মাস্ক। টেসলার বাধ্যবাধকতার কথা বলে সফরটি স্থগিত করে মাস্ক জানিয়েছে, এ বছরের শেষ দিকে ভারত সফরের লক্ষ্য রয়েছে তাঁর। সফরটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক বলেন, ‘দুর্ভাগ্যবশত, টেসলার কিছু বাধ্যবাধকতার জন্য ভারত সফর বিলম্বিত করা প্রয়োজন হয়েছে। কিন্তু আমি এ বছরের শেষের দিকে ভারত সফরের জন্য উন্মুখ হয়ে আছি।’
রয়টার্স আজ শনিবার সফরটির সঙ্গে জড়িত চার ব্যক্তিকে উদ্ধৃত করে সফর স্থগিতের কথা জানিয়েছে। রয়টার্স বলেছে, দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশের জন্য বৈদ্যুতিক যান (ইভি) নির্মাতা টেসলার পরিকল্পনা এই সফরে ঘোষণা করা হতো।
মাস্ক এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি দুজনেই এখন রয়েছেন সংকটের মধ্যে। গত কয়েক মাসে টেসলার শেয়ারের দর কমেছে। এ ছাড়া, ১৫ এপ্রিল অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে টেসলা। এ অবস্থায় বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ভারতের বাজারে প্রবেশের ঘোষণা দিতে পারত প্রতিষ্ঠানটি।
চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং টেসলার বিক্রি কমে যাওয়া-সংক্রান্ত কঠিন কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন মাস্ক।
এ ছাড়া ৫ এপ্রিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সস্তা গাড়ি নির্মাণের দীর্ঘ প্রতিশ্রুত একটি প্রকল্প বাদ দিয়েছে টেসলা। প্রতিবেদনটি সম্পর্কে মাস্ক বলেছেন, ‘মিথ্যা বলছে রয়টার্স।’ তবে এ সম্পর্কে আর বিস্তারিত কিছুই বলেননি তিনি। মাস্ক এ নিয়ে মুখে কুলুপ আঁটলে টেসলার বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে দানা বাঁধে অনিশ্চয়তা।
টেসলার পাবলিক পলিসি বিষয়ক নির্বাহী রোহান প্যাটেল ভারতের বাজারে মার্কিন এই প্রতিষ্ঠানের প্রবেশের পরিকল্পনার নেতৃত্বদানকারীদের একজন। এ সপ্তাহে তিনিও টেসলা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ভারতে চলছে লোকসভা নির্বাচন। এর মধ্যেই আগামীকাল রোববার ভারত সফরের কথা ছিল মাস্কের। এ নির্বাচনে জয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদির। এ রকম গুরুত্বপূর্ণ সময়ে মোদি অবশ্যই ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতির দিকে তাঁর সরকারের অগ্রগতি তুলে ধরতে চেয়েছিলেন।
রয়টার্স বলেছে, ভারত সফরে ইলন মাস্ক ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন বলে আশা করা হয়েছিল। ভারতে টেসলার একটি কারখানা তৈরির ঘোষণা আসবে বলেও অনেকের ধারণা ছিল।
শেষ মুহূর্তে নির্ধারিত ভারত সফর স্থগিত করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং সামাজিক প্ল্যাটফর্ম এক্সের মালিক ইলন মাস্ক। টেসলার বাধ্যবাধকতার কথা বলে সফরটি স্থগিত করে মাস্ক জানিয়েছে, এ বছরের শেষ দিকে ভারত সফরের লক্ষ্য রয়েছে তাঁর। সফরটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক বলেন, ‘দুর্ভাগ্যবশত, টেসলার কিছু বাধ্যবাধকতার জন্য ভারত সফর বিলম্বিত করা প্রয়োজন হয়েছে। কিন্তু আমি এ বছরের শেষের দিকে ভারত সফরের জন্য উন্মুখ হয়ে আছি।’
রয়টার্স আজ শনিবার সফরটির সঙ্গে জড়িত চার ব্যক্তিকে উদ্ধৃত করে সফর স্থগিতের কথা জানিয়েছে। রয়টার্স বলেছে, দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশের জন্য বৈদ্যুতিক যান (ইভি) নির্মাতা টেসলার পরিকল্পনা এই সফরে ঘোষণা করা হতো।
মাস্ক এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি দুজনেই এখন রয়েছেন সংকটের মধ্যে। গত কয়েক মাসে টেসলার শেয়ারের দর কমেছে। এ ছাড়া, ১৫ এপ্রিল অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে টেসলা। এ অবস্থায় বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ভারতের বাজারে প্রবেশের ঘোষণা দিতে পারত প্রতিষ্ঠানটি।
চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং টেসলার বিক্রি কমে যাওয়া-সংক্রান্ত কঠিন কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন মাস্ক।
এ ছাড়া ৫ এপ্রিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সস্তা গাড়ি নির্মাণের দীর্ঘ প্রতিশ্রুত একটি প্রকল্প বাদ দিয়েছে টেসলা। প্রতিবেদনটি সম্পর্কে মাস্ক বলেছেন, ‘মিথ্যা বলছে রয়টার্স।’ তবে এ সম্পর্কে আর বিস্তারিত কিছুই বলেননি তিনি। মাস্ক এ নিয়ে মুখে কুলুপ আঁটলে টেসলার বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে দানা বাঁধে অনিশ্চয়তা।
টেসলার পাবলিক পলিসি বিষয়ক নির্বাহী রোহান প্যাটেল ভারতের বাজারে মার্কিন এই প্রতিষ্ঠানের প্রবেশের পরিকল্পনার নেতৃত্বদানকারীদের একজন। এ সপ্তাহে তিনিও টেসলা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ভারতে চলছে লোকসভা নির্বাচন। এর মধ্যেই আগামীকাল রোববার ভারত সফরের কথা ছিল মাস্কের। এ নির্বাচনে জয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদির। এ রকম গুরুত্বপূর্ণ সময়ে মোদি অবশ্যই ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতির দিকে তাঁর সরকারের অগ্রগতি তুলে ধরতে চেয়েছিলেন।
রয়টার্স বলেছে, ভারত সফরে ইলন মাস্ক ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন বলে আশা করা হয়েছিল। ভারতে টেসলার একটি কারখানা তৈরির ঘোষণা আসবে বলেও অনেকের ধারণা ছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে