অনলাইন ডেস্ক
প্রিমিয়াম ও দামি ল্যাপটপে গত চার বছর ধরে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। এখন ল্যাপটপ ডিভাইসে এই ডিসপ্লের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তাই আরও উন্নত মানের ওএলএডি ডিসপ্লে তৈরি করতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।
ছোট ও মাঝারি আকারের ওএলইডি প্যানেলের প্রস্তুতকারক স্যামসাং। ল্যাপটপে ওএলইডি প্যানেলগুলোর ব্যবহার বাড়ানোর জন্য চিপ নির্মাতা ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে। কোরিয়ার ডিসপ্লে এক্সিবিশনে স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেন, প্রযুক্তি উৎপাদনের পরিমাণ এবং গ্রাহকদের সহযোগিতায় ল্যাপটপ বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর জন্য ট্যান্ডেম ওএলইডি প্যানেল সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এটি ভবিষ্যতের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি মডেলগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি শিগগিরই অ্যাপলের ভবিষ্যতের ম্যাকবুকগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে।
ল্যাপটপ বাজারে ওএলইডি প্যানেলের চাহিদা বাড়ায় ২০২৬ সালের মধ্যে নতুন ৮ দশমিক ৬ জেনারেশন ওএলইডি উৎপাদন শৃঙ্খল করবে স্যামসাং। এ জন্য কোম্পানিটি ৪ লাখ ১০ হাজার কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৩০০ কোটি ডলার) বিনিয়োগ করছে। এই শৃঙ্খল প্রতিবছর ১ কোটি ওএলইডি প্যানেল তৈরি করতে পারবে।
এলজি ইতিমধ্যে ল্যাপটপের জন্য ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করেছে। তবে স্যামসাং এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় ওএলইডি প্যানেল প্রস্তুতকারক হওয়ার কারণে ল্যাপটপ ও মনিটরের জন্য স্যামসাং শিগগিরই ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করবে।
স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেছেন, ইন্টেল ও কোয়ালকমের মতো বিভিন্ন সিস্টেম অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মোবাইল ওএলইডির বিভিন্ন সংস্করণ তৈরি করতে থাকবে স্যামসাং। অনেক গ্রাহকের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি এবং স্যামসাংয়ে তৈরি ওএলইডি প্যানেলগুলো ডিভাইসে থাকা এআই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে।
তথ্যসূত্র: স্যামমোবাইল
প্রিমিয়াম ও দামি ল্যাপটপে গত চার বছর ধরে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। এখন ল্যাপটপ ডিভাইসে এই ডিসপ্লের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তাই আরও উন্নত মানের ওএলএডি ডিসপ্লে তৈরি করতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।
ছোট ও মাঝারি আকারের ওএলইডি প্যানেলের প্রস্তুতকারক স্যামসাং। ল্যাপটপে ওএলইডি প্যানেলগুলোর ব্যবহার বাড়ানোর জন্য চিপ নির্মাতা ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে। কোরিয়ার ডিসপ্লে এক্সিবিশনে স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেন, প্রযুক্তি উৎপাদনের পরিমাণ এবং গ্রাহকদের সহযোগিতায় ল্যাপটপ বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর জন্য ট্যান্ডেম ওএলইডি প্যানেল সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এটি ভবিষ্যতের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি মডেলগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি শিগগিরই অ্যাপলের ভবিষ্যতের ম্যাকবুকগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে।
ল্যাপটপ বাজারে ওএলইডি প্যানেলের চাহিদা বাড়ায় ২০২৬ সালের মধ্যে নতুন ৮ দশমিক ৬ জেনারেশন ওএলইডি উৎপাদন শৃঙ্খল করবে স্যামসাং। এ জন্য কোম্পানিটি ৪ লাখ ১০ হাজার কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৩০০ কোটি ডলার) বিনিয়োগ করছে। এই শৃঙ্খল প্রতিবছর ১ কোটি ওএলইডি প্যানেল তৈরি করতে পারবে।
এলজি ইতিমধ্যে ল্যাপটপের জন্য ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করেছে। তবে স্যামসাং এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় ওএলইডি প্যানেল প্রস্তুতকারক হওয়ার কারণে ল্যাপটপ ও মনিটরের জন্য স্যামসাং শিগগিরই ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করবে।
স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেছেন, ইন্টেল ও কোয়ালকমের মতো বিভিন্ন সিস্টেম অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মোবাইল ওএলইডির বিভিন্ন সংস্করণ তৈরি করতে থাকবে স্যামসাং। অনেক গ্রাহকের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি এবং স্যামসাংয়ে তৈরি ওএলইডি প্যানেলগুলো ডিভাইসে থাকা এআই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে।
তথ্যসূত্র: স্যামমোবাইল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে