প্রযুক্তি ডেস্ক
আগামী সপ্তাহেই উন্মোচন হতে পারে চ্যাটজিপিটির প্রযুক্তি জিপিটি-৩ এর উন্নত সংস্করণ জিপিটি-৪। জার্মানির মাইক্রোসফটের সিটিও এই তথ্য জানিয়েছেন। চ্যাটজিপিটির প্রযুক্তিকে অনেক সময় জিপিটি ৩ দশমিক ৫ বলা হয়ে কারণ এটি মূলত জিপিটি-৩ এর পরিবর্তিত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকমনিটরের প্রতিবেদন অনুযায়ী, জিপিটি-৪ চ্যাটজিপিটির তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে, যা ‘জেনারেটিভ এআই’—এর সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।
মাইক্রোসফট জার্মানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) আন্দ্রেয়াস ব্রাউন বলেন, আগামী সপ্তাহে জিপিটি-৪ উন্মোচন করা হবে। জিপিটি-৪—এ মাল্টিমোডাল মডেল থাকবে, ফলে এটি বিভিন্ন ধরনের ডেটা যেমন ভিডিও, অডিও, ছবি সংশ্লেষণ করতে সক্ষম হবে। জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তিতে ১৭ হাজার ৫০০ কোটি মেশিন লার্নিং প্যারামিটার থাকলেও জিপিটি-৪ এ থাকবে ১ কোটি কোটি মেশিন লার্নিং প্যারামিটার।
মাইক্রোসফট ২০১৯ সাল থেকে ওপেনএআইর সঙ্গে একসঙ্গে কাজ করছে। ২০১৯ সালে ওপেনএআইতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট। চ্যাটজিপিটির সাফল্যের পর বিনিয়োগের পরিমাণ বাড়ায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি নিজস্ব ব্রাউজার বিং-এ চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে মাইক্রোসফট।
মাইক্রোসফট এরই মধ্যে মাল্টি-মোডাল এআই মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। চলতি মাসের শুরুতে কসমস-১ মডেল উন্মোচন করেছে। এই মডেল টেক্সট এবং ছবি থেকে নেওয়া ডেটার ওপর ভিত্তি করে আঁকতে পারে।
আগামী সপ্তাহেই উন্মোচন হতে পারে চ্যাটজিপিটির প্রযুক্তি জিপিটি-৩ এর উন্নত সংস্করণ জিপিটি-৪। জার্মানির মাইক্রোসফটের সিটিও এই তথ্য জানিয়েছেন। চ্যাটজিপিটির প্রযুক্তিকে অনেক সময় জিপিটি ৩ দশমিক ৫ বলা হয়ে কারণ এটি মূলত জিপিটি-৩ এর পরিবর্তিত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকমনিটরের প্রতিবেদন অনুযায়ী, জিপিটি-৪ চ্যাটজিপিটির তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে, যা ‘জেনারেটিভ এআই’—এর সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।
মাইক্রোসফট জার্মানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) আন্দ্রেয়াস ব্রাউন বলেন, আগামী সপ্তাহে জিপিটি-৪ উন্মোচন করা হবে। জিপিটি-৪—এ মাল্টিমোডাল মডেল থাকবে, ফলে এটি বিভিন্ন ধরনের ডেটা যেমন ভিডিও, অডিও, ছবি সংশ্লেষণ করতে সক্ষম হবে। জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তিতে ১৭ হাজার ৫০০ কোটি মেশিন লার্নিং প্যারামিটার থাকলেও জিপিটি-৪ এ থাকবে ১ কোটি কোটি মেশিন লার্নিং প্যারামিটার।
মাইক্রোসফট ২০১৯ সাল থেকে ওপেনএআইর সঙ্গে একসঙ্গে কাজ করছে। ২০১৯ সালে ওপেনএআইতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট। চ্যাটজিপিটির সাফল্যের পর বিনিয়োগের পরিমাণ বাড়ায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি নিজস্ব ব্রাউজার বিং-এ চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে মাইক্রোসফট।
মাইক্রোসফট এরই মধ্যে মাল্টি-মোডাল এআই মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। চলতি মাসের শুরুতে কসমস-১ মডেল উন্মোচন করেছে। এই মডেল টেক্সট এবং ছবি থেকে নেওয়া ডেটার ওপর ভিত্তি করে আঁকতে পারে।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
১৬ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
১৮ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
২১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১ দিন আগে