অনিন্দ্য চৌধুরী অর্ণব
স্বপ্নে দেখি নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা;
নদী কিংবা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
কবির কবিতার মতোই স্বপ্নের জগৎ হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে। এটি এমনই এক রহস্যময় বিষয় যে প্রাচীনকাল থেকে মানুষ একে বোঝার চেষ্টা করে চলেছেন। মানুষের স্বপ্ন হলো অতীতের কিছু স্মৃতি, অভিজ্ঞতা বা কোনো ঘটনার সঙ্গে একেবারে নিকট বর্তমানের কিছু স্মৃতি, অভিজ্ঞতা, ভাবনা বা ঘটনার সংমিশ্রণ। স্বপ্ন নানা রকম হতে পারে—ভয়ের, সুখের, দুঃখের, হাসি বা কান্নার। জন্মান্ধ মানুষ বা বধিরও স্বপ্ন দেখেন। তবে তাঁদের স্বপ্ন কিন্তু সাদাকালো বা শব্দহীন নয়। তাঁদের স্বপ্ন আমাদের মতোই বর্ণিল, রিনিঝিনি ছন্দময়। এমনকি জন্ম থেকে প্যারালাইজড রোগীও স্বপ্নে দৌড়াতে বা খেলতে পারেন।
স্বপ্ন কেমন দেখবেন, তার ওপর মানুষের হাত থাকে না। কিন্তু প্রযুক্তির এই দুরন্ত সময়ে দাঁড়িয়ে আপনি কেমন স্বপ্ন দেখবেন, সেটা নিজেই ঠিক করে নিতে পারবেন। নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কী, অবাক হচ্ছেন?
প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি ‘ড্রিমস অন ডিমান্ড’ নামে প্রচার চালাচ্ছে, হালো এআই হেডব্যান্ডের সাহায্যে ঘুমের মধ্যে যে কেউ তাঁর পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন বলে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হেডব্যান্ড ডিভাইসটি তৈরি করা হয়েছে। ফলে স্বপ্নের রহস্যময় জগতে ইচ্ছেমতো প্রবেশ করা যাবে। শুধু তা-ই নয়, স্বপ্নকে পুরোপুরি নিয়ন্ত্রণও করা যাবে।
ডিভাইসটি আলট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতে প্রবেশে সহায়তা করবে। সে রহস্যময় জগতে প্রবেশের পর ডিভাইসটি আপনার ওপর স্বপ্ন নিয়ন্ত্রণের ভার ছেড়ে দেবে। ফলে ব্যবহারকারী নিজের স্বপ্নের জগৎ নিজেই নিয়ন্ত্রণ করে পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন। হালো এ আই হেডব্যান্ডটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা মানুষের অবচেতনে মস্তিষ্কের ওপর কাজ করে।
স্বপ্ন দেখার এ যন্ত্র কিনতে আপনাকে খরচ করতে হবে প্রায় দুই লাখ টাকা। সম্ভবত আগামী বছর এটি বাজারে পাওয়া যাবে। তবে আপনি চাইলে এখনই অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন। যন্ত্রটি অপছন্দ হলে ১২ হাজার টাকার মতো রিফান্ডেবল ফি পরিশোধ করে ফেরতও দিতে পারবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, সিএনবিসি
স্বপ্নে দেখি নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা;
নদী কিংবা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
কবির কবিতার মতোই স্বপ্নের জগৎ হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে। এটি এমনই এক রহস্যময় বিষয় যে প্রাচীনকাল থেকে মানুষ একে বোঝার চেষ্টা করে চলেছেন। মানুষের স্বপ্ন হলো অতীতের কিছু স্মৃতি, অভিজ্ঞতা বা কোনো ঘটনার সঙ্গে একেবারে নিকট বর্তমানের কিছু স্মৃতি, অভিজ্ঞতা, ভাবনা বা ঘটনার সংমিশ্রণ। স্বপ্ন নানা রকম হতে পারে—ভয়ের, সুখের, দুঃখের, হাসি বা কান্নার। জন্মান্ধ মানুষ বা বধিরও স্বপ্ন দেখেন। তবে তাঁদের স্বপ্ন কিন্তু সাদাকালো বা শব্দহীন নয়। তাঁদের স্বপ্ন আমাদের মতোই বর্ণিল, রিনিঝিনি ছন্দময়। এমনকি জন্ম থেকে প্যারালাইজড রোগীও স্বপ্নে দৌড়াতে বা খেলতে পারেন।
স্বপ্ন কেমন দেখবেন, তার ওপর মানুষের হাত থাকে না। কিন্তু প্রযুক্তির এই দুরন্ত সময়ে দাঁড়িয়ে আপনি কেমন স্বপ্ন দেখবেন, সেটা নিজেই ঠিক করে নিতে পারবেন। নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কী, অবাক হচ্ছেন?
প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি ‘ড্রিমস অন ডিমান্ড’ নামে প্রচার চালাচ্ছে, হালো এআই হেডব্যান্ডের সাহায্যে ঘুমের মধ্যে যে কেউ তাঁর পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন বলে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হেডব্যান্ড ডিভাইসটি তৈরি করা হয়েছে। ফলে স্বপ্নের রহস্যময় জগতে ইচ্ছেমতো প্রবেশ করা যাবে। শুধু তা-ই নয়, স্বপ্নকে পুরোপুরি নিয়ন্ত্রণও করা যাবে।
ডিভাইসটি আলট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতে প্রবেশে সহায়তা করবে। সে রহস্যময় জগতে প্রবেশের পর ডিভাইসটি আপনার ওপর স্বপ্ন নিয়ন্ত্রণের ভার ছেড়ে দেবে। ফলে ব্যবহারকারী নিজের স্বপ্নের জগৎ নিজেই নিয়ন্ত্রণ করে পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন। হালো এ আই হেডব্যান্ডটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা মানুষের অবচেতনে মস্তিষ্কের ওপর কাজ করে।
স্বপ্ন দেখার এ যন্ত্র কিনতে আপনাকে খরচ করতে হবে প্রায় দুই লাখ টাকা। সম্ভবত আগামী বছর এটি বাজারে পাওয়া যাবে। তবে আপনি চাইলে এখনই অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন। যন্ত্রটি অপছন্দ হলে ১২ হাজার টাকার মতো রিফান্ডেবল ফি পরিশোধ করে ফেরতও দিতে পারবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, সিএনবিসি
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২৫ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে