অনলাইন ডেস্ক
গুগল ফোটজ থেকে আইক্লাউডে ছবি ও ভিডিও সহজে নেওয়ার জন্য একটি নতুন টুল উন্মোচন করেছে গুগল ও অ্যাপল। এই টুলের মাধ্যমে গুগল থেকে একটি একটি করে ছবি ও ভিডিও ডাউনলোড করে আইক্লাউডে আপলোড করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ডেটা ও সময় দুটিই বাঁচবে।
টুলটি ব্যবহারের আগে আইক্লাউডে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে প্রক্রিয়াটি কাজ করবে না। আইক্লাউডে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখতে পারবেন। তবে স্টোরেজ বাড়াতে পছন্দমতো প্ল্যান কিনতেও পারেন।
গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেওয়ার জন্য এরপর নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন—
১. অ্যাপলের ডিভাইসের সেটিংসে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এরপর আইক্লাউডে ট্যাপ করুন।
৩. আইক্লাউড ফটোজ ও আইক্লাউড ড্রাইভ চালু করুন।
৪. এরপর পছন্দের ব্রাউজার থেকে গুগলের টেকআউট (takeout. google. com) ওয়েবসাইটে প্রবেশ করুন। এ সময় নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
৫. এরপর তালিকা থেকে ‘গুগল ফটোজ’ অপশনটি নির্বাচন করুন।
৬. ছবি ও ভিডিও আইক্লাউডে রাখার জন্য ‘অ্যাপল আইক্লাউড ফটোজ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন।
৮. গুগল ফটোজের ছবি ও ভিডিও আইক্লাউড অ্যাকাউন্টে রাখার জন্য গুগল কিছু অনুমতি চাইবে। সেসব প্রয়োজনীয় অনুমতি দিন।
৯. এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। এভাবে আইক্লাউডে ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অ্যাপল ডেটা ও প্রাইভেসি পেজ থেকে এই প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারবেন। এই ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে তা আপনার ফাইলের সাইজের ওপর নির্ভর করবে। কিছু ঘণ্টা থেকে কয়েক দিন সময়ও লাগতে পারে সব ফাইল স্থানান্তর করতে।
ছবি ও ভিডিও আইক্লাউডে নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষে আপনার ইমেইল আইডিতে একটি ইমেইল নোটিফিকেশন পাঠাবে অ্যাপল।
এ প্রক্রিয়া শুরু করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন—
• এই প্রক্রিয়া গুগল ফটোজের কোনো ছবি ও ভিডিও ডিলিট হবে না। শুধু আইক্লাউডে কপি হবে।
• এই প্রক্রিয়ায় JEPG, HEIC, PBG, GIF, TIFF, BMP, MP 4 ও MOV ফাইল কপি হবে।
• যেসব ফাইল আইক্লাউড সমর্থন করবে না, সেগুলো স্বয়ক্রিয়ভাবে আইড্রাইভে চলে যাবে।
• কপি হওয়া ছবি ও ভিডিওগুলো আইওএসের ফটোজ অ্যাপে ‘Import from Google’ নামে অ্যালবামে থাকবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
গুগল ফোটজ থেকে আইক্লাউডে ছবি ও ভিডিও সহজে নেওয়ার জন্য একটি নতুন টুল উন্মোচন করেছে গুগল ও অ্যাপল। এই টুলের মাধ্যমে গুগল থেকে একটি একটি করে ছবি ও ভিডিও ডাউনলোড করে আইক্লাউডে আপলোড করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ডেটা ও সময় দুটিই বাঁচবে।
টুলটি ব্যবহারের আগে আইক্লাউডে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে প্রক্রিয়াটি কাজ করবে না। আইক্লাউডে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখতে পারবেন। তবে স্টোরেজ বাড়াতে পছন্দমতো প্ল্যান কিনতেও পারেন।
গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেওয়ার জন্য এরপর নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন—
১. অ্যাপলের ডিভাইসের সেটিংসে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এরপর আইক্লাউডে ট্যাপ করুন।
৩. আইক্লাউড ফটোজ ও আইক্লাউড ড্রাইভ চালু করুন।
৪. এরপর পছন্দের ব্রাউজার থেকে গুগলের টেকআউট (takeout. google. com) ওয়েবসাইটে প্রবেশ করুন। এ সময় নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
৫. এরপর তালিকা থেকে ‘গুগল ফটোজ’ অপশনটি নির্বাচন করুন।
৬. ছবি ও ভিডিও আইক্লাউডে রাখার জন্য ‘অ্যাপল আইক্লাউড ফটোজ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন।
৮. গুগল ফটোজের ছবি ও ভিডিও আইক্লাউড অ্যাকাউন্টে রাখার জন্য গুগল কিছু অনুমতি চাইবে। সেসব প্রয়োজনীয় অনুমতি দিন।
৯. এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। এভাবে আইক্লাউডে ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অ্যাপল ডেটা ও প্রাইভেসি পেজ থেকে এই প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারবেন। এই ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে তা আপনার ফাইলের সাইজের ওপর নির্ভর করবে। কিছু ঘণ্টা থেকে কয়েক দিন সময়ও লাগতে পারে সব ফাইল স্থানান্তর করতে।
ছবি ও ভিডিও আইক্লাউডে নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষে আপনার ইমেইল আইডিতে একটি ইমেইল নোটিফিকেশন পাঠাবে অ্যাপল।
এ প্রক্রিয়া শুরু করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন—
• এই প্রক্রিয়া গুগল ফটোজের কোনো ছবি ও ভিডিও ডিলিট হবে না। শুধু আইক্লাউডে কপি হবে।
• এই প্রক্রিয়ায় JEPG, HEIC, PBG, GIF, TIFF, BMP, MP 4 ও MOV ফাইল কপি হবে।
• যেসব ফাইল আইক্লাউড সমর্থন করবে না, সেগুলো স্বয়ক্রিয়ভাবে আইড্রাইভে চলে যাবে।
• কপি হওয়া ছবি ও ভিডিওগুলো আইওএসের ফটোজ অ্যাপে ‘Import from Google’ নামে অ্যালবামে থাকবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে