অনলাইন ডেস্ক
বার্তা আদান–প্রদান ছাড়াও ভিডিও কলের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ভিডিও কলকে আরও উপভোগ্য করতে তুলতে এবার প্ল্যাটফর্মটিতে নতুন দুটি ফিচার যুক্ত করেছে মেটা। ফিচার দুটির মাধ্যমে ভিডিও কলের সময় বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
মেটা বলছে, ব্যবহারকারীদের জন্য আনন্দময় পরিবেশ তৈরি করতে বা ভিডিও কলগুলোকে একটি শৈল্পিক ভঙ্গি দিতে ফিল্টারগুলো নকশা করা হয়েছে। জুম, টিমস ও মিটের মতো অন্যান্য ভিডিও কল প্ল্যাটফর্মগুলোর মতো এখন হোয়াটসঅ্যাপও ব্যবহারকারীদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সুযোগ দেবে। ব্যাকগ্রাউন্ডে একটি কফি শপ বা একটি আরামদায়ক লিভিং রুম দেখানো যাবে, যা ভিডিও কলের ব্যাকগ্রাউন্ডে আরও সুন্দর দেখাবে।
হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলছে, কোম্পানিটি ‘টাচ আপ’ এবং ‘লো লাইট’ অপশনও যোগ করছি, যা ব্যবহারকারীর চেহারা ও চারপাশের পরিবেশ স্বাভাবিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে। ফলে ভিডিও কলের সময় ব্যবহারকারীরা আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্যবোধ করবে। ফলে ভিডিও কলগুলো আরও প্রাণবন্ত এবং উপভোগ্য হবে।
ফিচারগুলো ব্যবহার করবেন যেভাবে
সাধারণ ভিডিও কল বা গ্রুপ ভিডিও কলের সময় উভয় ক্ষেত্রেই এসব ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ড ব্যবহারের জন্য ভিডিও কলের সময় এটি স্ক্রিনের ডান পাশের ওপরে দিকে থাকা ‘ওয়ান্ড’ (কাঠির মতো) আইকোনে ট্যাপ করতে হবে। এরপর নিচের দিকে ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। পছন্দের ট্যাবে ট্যাপ করে ডান দিকে স্ক্রল কলে সব ফিল্টার বা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে।
ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে বা একই সঙ্গে ব্যবহার করা যাবে। এ ছাড়া নতুন কম আলোতে ভিডিও ভালোভাবে দেখার জন্য হোয়াটসঅ্যাপের লো লাইট মোড ব্যবহার করা যাবে।
আগামী সপ্তাহ থেকে হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করতে পারবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বার্তা আদান–প্রদান ছাড়াও ভিডিও কলের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ভিডিও কলকে আরও উপভোগ্য করতে তুলতে এবার প্ল্যাটফর্মটিতে নতুন দুটি ফিচার যুক্ত করেছে মেটা। ফিচার দুটির মাধ্যমে ভিডিও কলের সময় বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
মেটা বলছে, ব্যবহারকারীদের জন্য আনন্দময় পরিবেশ তৈরি করতে বা ভিডিও কলগুলোকে একটি শৈল্পিক ভঙ্গি দিতে ফিল্টারগুলো নকশা করা হয়েছে। জুম, টিমস ও মিটের মতো অন্যান্য ভিডিও কল প্ল্যাটফর্মগুলোর মতো এখন হোয়াটসঅ্যাপও ব্যবহারকারীদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সুযোগ দেবে। ব্যাকগ্রাউন্ডে একটি কফি শপ বা একটি আরামদায়ক লিভিং রুম দেখানো যাবে, যা ভিডিও কলের ব্যাকগ্রাউন্ডে আরও সুন্দর দেখাবে।
হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলছে, কোম্পানিটি ‘টাচ আপ’ এবং ‘লো লাইট’ অপশনও যোগ করছি, যা ব্যবহারকারীর চেহারা ও চারপাশের পরিবেশ স্বাভাবিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে। ফলে ভিডিও কলের সময় ব্যবহারকারীরা আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্যবোধ করবে। ফলে ভিডিও কলগুলো আরও প্রাণবন্ত এবং উপভোগ্য হবে।
ফিচারগুলো ব্যবহার করবেন যেভাবে
সাধারণ ভিডিও কল বা গ্রুপ ভিডিও কলের সময় উভয় ক্ষেত্রেই এসব ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ড ব্যবহারের জন্য ভিডিও কলের সময় এটি স্ক্রিনের ডান পাশের ওপরে দিকে থাকা ‘ওয়ান্ড’ (কাঠির মতো) আইকোনে ট্যাপ করতে হবে। এরপর নিচের দিকে ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। পছন্দের ট্যাবে ট্যাপ করে ডান দিকে স্ক্রল কলে সব ফিল্টার বা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে।
ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে বা একই সঙ্গে ব্যবহার করা যাবে। এ ছাড়া নতুন কম আলোতে ভিডিও ভালোভাবে দেখার জন্য হোয়াটসঅ্যাপের লো লাইট মোড ব্যবহার করা যাবে।
আগামী সপ্তাহ থেকে হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করতে পারবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৯ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে