প্রযুক্তি ডেস্ক
চারদিক সরগরম কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশৈলীতে। এটি ব্যবহার করে নানান তথ্যের সন্ধান থেকে শুরু করে লিখিয়ে নেওয়া যাচ্ছে গল্প-কবিতার মতো বিষয়ও। শুধু কী তাই, আঁকিয়ে নেওয়া যাচ্ছে ছবিও। এসব আঁকা ছবি নিয়ে প্রায়ই ধন্দে পড়তে হয়। গুগল বার্ডকে তাই প্রশ্ন রাখি, মানুষের আঁকা ও এআইয়ের আঁকা ছবি চিনব কী করে? গুগল বার্ড এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এটিও জানায় যে ‘মনে রাখবে, এই পদ্ধতিগুলো সব সময় সঠিক নয়।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কিছু ছবি এতই উন্নত যে সেগুলোকে মানুষের তৈরি ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা ছবি চেনার উপায় সম্পর্কে গুগল বার্ড কিছু টিপস দিয়েছে। সেগুলো পরীক্ষা করে ধরা যাবে কে এঁকেছে ছবি—মেশিন নাকি মানুষ।
ছবির আলো ও ছায়া পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক আলো ও ছায়া দেখা যায়। যেমন ছবিতে একই বস্তুতে বিভিন্ন আলোর উৎস থাকতে পারে অথবা ছায়াগুলো অস্বাভাবিকভাবে তীব্র বা নিস্তেজ হতে পারে। কাল্পনিক দৃশ্যে অতিরঞ্জিত বিষয়বস্তু একটু খেয়াল করলেই বোঝা যাবে।
ছবির বিবরণ পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই কম বিবরণ থাকে। ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ হতে পারে অথবা ছবিতে থাকা ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো অস্পষ্ট থাকতে পারে।
ছবির সামগ্রী পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে বা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব অথবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।
ছবির উৎস পরীক্ষা করা
কোনো ছবি দেখে যদি মনে প্রশ্ন তৈরি হয় ছবিটি কার আঁকা কিংবা সন্দেহ হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা, তখন এর উৎস পরীক্ষা করে দেখা যেতে পারে। গুগল ইমেজেস বা টিন আই ডটকমের মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে পরীক্ষা করে নেওয়া যেতে পারে, ছবিটি মানুষের নাকি মেশিনের আঁকা।
তথ্যসূত্র: গুগল বার্ড
চারদিক সরগরম কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশৈলীতে। এটি ব্যবহার করে নানান তথ্যের সন্ধান থেকে শুরু করে লিখিয়ে নেওয়া যাচ্ছে গল্প-কবিতার মতো বিষয়ও। শুধু কী তাই, আঁকিয়ে নেওয়া যাচ্ছে ছবিও। এসব আঁকা ছবি নিয়ে প্রায়ই ধন্দে পড়তে হয়। গুগল বার্ডকে তাই প্রশ্ন রাখি, মানুষের আঁকা ও এআইয়ের আঁকা ছবি চিনব কী করে? গুগল বার্ড এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এটিও জানায় যে ‘মনে রাখবে, এই পদ্ধতিগুলো সব সময় সঠিক নয়।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কিছু ছবি এতই উন্নত যে সেগুলোকে মানুষের তৈরি ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা ছবি চেনার উপায় সম্পর্কে গুগল বার্ড কিছু টিপস দিয়েছে। সেগুলো পরীক্ষা করে ধরা যাবে কে এঁকেছে ছবি—মেশিন নাকি মানুষ।
ছবির আলো ও ছায়া পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক আলো ও ছায়া দেখা যায়। যেমন ছবিতে একই বস্তুতে বিভিন্ন আলোর উৎস থাকতে পারে অথবা ছায়াগুলো অস্বাভাবিকভাবে তীব্র বা নিস্তেজ হতে পারে। কাল্পনিক দৃশ্যে অতিরঞ্জিত বিষয়বস্তু একটু খেয়াল করলেই বোঝা যাবে।
ছবির বিবরণ পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই কম বিবরণ থাকে। ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ হতে পারে অথবা ছবিতে থাকা ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো অস্পষ্ট থাকতে পারে।
ছবির সামগ্রী পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে বা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব অথবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।
ছবির উৎস পরীক্ষা করা
কোনো ছবি দেখে যদি মনে প্রশ্ন তৈরি হয় ছবিটি কার আঁকা কিংবা সন্দেহ হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা, তখন এর উৎস পরীক্ষা করে দেখা যেতে পারে। গুগল ইমেজেস বা টিন আই ডটকমের মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে পরীক্ষা করে নেওয়া যেতে পারে, ছবিটি মানুষের নাকি মেশিনের আঁকা।
তথ্যসূত্র: গুগল বার্ড
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১ ঘণ্টা আগেপৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশে
১৫ ঘণ্টা আগেদেশের বাজারে ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠছে। আজকের পত্রিকা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড ও ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঙ্গে।
১ দিন আগেঅস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড ২১ নভেম্বর সংসদে ইতিহাস সৃষ্টিকারী এক আইন উত্থাপন করেছেন। এই আইন পাস হলে দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
১ দিন আগে