অনলাইন ডেস্ক
জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।
পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।
পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে