অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণদের কাছে সংবাদের জনপ্রিয় উৎস হয়ে উঠেছে চীনে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক। তাঁদের মতে, এই প্ল্যাটফর্ম এমন তথ্য প্রকাশ করে, যা অন্য কোথাও পাওয়া যায় না। পি রিসার্চ সেন্টারের এক জরিপে নতুন তথ্যটি উঠে এসেছে।
চলতি বছরের মার্চ মাসে প্রায় ১০ হাজার যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ককে নিয়ে জরিপটি করা হয়। গতকাল বুধবার জরিপটি প্রকাশ পায়।
জরিপের ফলাফল থেকে জানা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্সের (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্মগুলো থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সংবাদ পায়। সংবাদ পড়ার জন্য এক্সের পর দ্বিতীয় জনপ্রিয় অ্যাপ হলো টিকটক। তবে বেশির ভাগ টিকটক ব্যবহারকারীরা শর্টফর্ম ভিডিও অ্যাপটিকে সংবাদের মূল উৎস হিসেবে ভাবেন না।
মাত্র ১৫ শতাংশ টিকটক ব্যবহারকারী বলেন, অ্যাপটি ব্যবহারের প্রধান কারণ হলো খবর জানা। আবার ৩৫ শতাংশ টিকটক ব্যবহারকারী বলেন, টিকটকে পাওয়া খবর অন্য কোথাও দেখেননি তাঁরা। ব্যবহারকারীরা টিকটকে যেসব খবর দেখেন তা সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সেলিব্রেটি থেকে আসার চেয়ে সম্পূর্ণ অপরিচিতদের কাছ থেকে আসার সম্ভাবনা বেশি।
অপর দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা বন্ধু, আত্মীয় বা পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর পান। আর এক্সের ব্যবহারকারীরা মিডিয়া আউটলেট বা সাংবাদিকদের করা পোস্ট থেকেই সংবাদ জানতে পারেন।
পিউয়ের জরিপে বলা হয়, যদিও বেশির ভাগ টিকটক ব্যবহারকারীরা প্রাথমিকভাবে খবরের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি ব্যবহার করেন না। তবে সংবাদের উৎস হিসেবে টিকটকের জনপ্রিয়তা বাড়ছে। আর বিষয়টি নিয়ে আইনপ্রণেতারা উদ্বিগ্ন।
টিকটক নিষিদ্ধের জন্য গত এপ্রিলে একটি বিল পাস করেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন। প্ল্যাটফর্মটির মালিক বাইটড্যান্স থেকে বিচ্ছিন্ন না হলে টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। এ জন্য নয় থেকে এক বছর সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। টিকটিক বন্ধের সমর্থনকারীদের মতে, সমস্যাটি টিকটকের শক্তিশালী অ্যালগরিদমের মধ্যেই রয়েছে। চীনের সরকার টিকটকের বিভিন্ন কারসাজি করা খবর ছড়াতে পারে বলে মনে করেন তাঁরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি নাগরিক টিকটক ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণদের কাছে সংবাদের জনপ্রিয় উৎস হয়ে উঠেছে চীনে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক। তাঁদের মতে, এই প্ল্যাটফর্ম এমন তথ্য প্রকাশ করে, যা অন্য কোথাও পাওয়া যায় না। পি রিসার্চ সেন্টারের এক জরিপে নতুন তথ্যটি উঠে এসেছে।
চলতি বছরের মার্চ মাসে প্রায় ১০ হাজার যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ককে নিয়ে জরিপটি করা হয়। গতকাল বুধবার জরিপটি প্রকাশ পায়।
জরিপের ফলাফল থেকে জানা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্সের (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্মগুলো থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সংবাদ পায়। সংবাদ পড়ার জন্য এক্সের পর দ্বিতীয় জনপ্রিয় অ্যাপ হলো টিকটক। তবে বেশির ভাগ টিকটক ব্যবহারকারীরা শর্টফর্ম ভিডিও অ্যাপটিকে সংবাদের মূল উৎস হিসেবে ভাবেন না।
মাত্র ১৫ শতাংশ টিকটক ব্যবহারকারী বলেন, অ্যাপটি ব্যবহারের প্রধান কারণ হলো খবর জানা। আবার ৩৫ শতাংশ টিকটক ব্যবহারকারী বলেন, টিকটকে পাওয়া খবর অন্য কোথাও দেখেননি তাঁরা। ব্যবহারকারীরা টিকটকে যেসব খবর দেখেন তা সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সেলিব্রেটি থেকে আসার চেয়ে সম্পূর্ণ অপরিচিতদের কাছ থেকে আসার সম্ভাবনা বেশি।
অপর দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা বন্ধু, আত্মীয় বা পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর পান। আর এক্সের ব্যবহারকারীরা মিডিয়া আউটলেট বা সাংবাদিকদের করা পোস্ট থেকেই সংবাদ জানতে পারেন।
পিউয়ের জরিপে বলা হয়, যদিও বেশির ভাগ টিকটক ব্যবহারকারীরা প্রাথমিকভাবে খবরের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি ব্যবহার করেন না। তবে সংবাদের উৎস হিসেবে টিকটকের জনপ্রিয়তা বাড়ছে। আর বিষয়টি নিয়ে আইনপ্রণেতারা উদ্বিগ্ন।
টিকটক নিষিদ্ধের জন্য গত এপ্রিলে একটি বিল পাস করেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন। প্ল্যাটফর্মটির মালিক বাইটড্যান্স থেকে বিচ্ছিন্ন না হলে টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। এ জন্য নয় থেকে এক বছর সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। টিকটিক বন্ধের সমর্থনকারীদের মতে, সমস্যাটি টিকটকের শক্তিশালী অ্যালগরিদমের মধ্যেই রয়েছে। চীনের সরকার টিকটকের বিভিন্ন কারসাজি করা খবর ছড়াতে পারে বলে মনে করেন তাঁরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি নাগরিক টিকটক ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে