অনলাইন ডেস্ক
বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য দেওয়ার জন্য অপেরা ব্রাউজারের সঙ্গে যুক্ত হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনি। এটি অপেরা ব্রাউজারের বিদ্যমান এআই এক্সটেনশন আরিয়াকে সমর্থন দেবে।
গত বছর এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে অপেরা। এটি কোড লেখা, ওয়েবসাইটের সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কাজের জন্য আরিয়া একটি এআই মডেলের ওপর নির্ভর করে না। যে কাজে যেই এআই মডেল ভালো কাজ করে সেটিই আরিয়া ব্যবহার করে। এই নতুন সংযোজনের মাধ্যমে আরিয়া জেমিনি মডেলও ব্যবহার করতে পারবে। ফলে সাম্প্রতিক তথ্যগুলোও জানাতে পারবে আরিয়া।
অপেরার গেমিং ব্রাউজার অপেরা জিএক্স থেকে শুরু করে কোম্পানিটির সকল ব্রাউজারে গুগলের জেমিনি পাওয়া যাবে। সাইজ ও কর্মক্ষমতা অনুযায়ী জেমিনির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবারে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে জেমিনি সবচেয়ে ছোট। এটি মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। আর জেমিনি প্রো ১ দশমিক ৫ ও জেমিনি প্রো ১ দশমিক ৫ ফ্লাস মাঝারি আকারের। এসব মডেলের মধ্যে সবচেয়ে বড় হলো জেমিনি আলট্রা। এটি গুগলের এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। জেমিনি চ্যাটবটের জন্য জেমিনি প্রো ও জেমিনি আলট্রা মডেল ব্যবহার করে গুগল।
আরিয়াতে গুগল যুক্ত করার ফলে এটি মানুষের মতো উচ্চ স্বরে কথোপকথন করতে পারবে। গুগলের টেক্সট–টু–অডিও এআই মডেল যুক্ত করার ফলে আরিয়া চ্যাটগুলো জোরে জোরে বলতে পারবে।
এর আগেও অপেরাতে গুগলের এআই মডেল ব্যবহার করা হয়েছে। গত এপ্রিলে আরিয়াতে গুগলের ইমাজেন ২ মডেল যুক্ত করা হয়। তাই টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে অপেরা ব্রাউজার ছবি তৈরি করে দিতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য দেওয়ার জন্য অপেরা ব্রাউজারের সঙ্গে যুক্ত হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনি। এটি অপেরা ব্রাউজারের বিদ্যমান এআই এক্সটেনশন আরিয়াকে সমর্থন দেবে।
গত বছর এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে অপেরা। এটি কোড লেখা, ওয়েবসাইটের সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কাজের জন্য আরিয়া একটি এআই মডেলের ওপর নির্ভর করে না। যে কাজে যেই এআই মডেল ভালো কাজ করে সেটিই আরিয়া ব্যবহার করে। এই নতুন সংযোজনের মাধ্যমে আরিয়া জেমিনি মডেলও ব্যবহার করতে পারবে। ফলে সাম্প্রতিক তথ্যগুলোও জানাতে পারবে আরিয়া।
অপেরার গেমিং ব্রাউজার অপেরা জিএক্স থেকে শুরু করে কোম্পানিটির সকল ব্রাউজারে গুগলের জেমিনি পাওয়া যাবে। সাইজ ও কর্মক্ষমতা অনুযায়ী জেমিনির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবারে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে জেমিনি সবচেয়ে ছোট। এটি মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। আর জেমিনি প্রো ১ দশমিক ৫ ও জেমিনি প্রো ১ দশমিক ৫ ফ্লাস মাঝারি আকারের। এসব মডেলের মধ্যে সবচেয়ে বড় হলো জেমিনি আলট্রা। এটি গুগলের এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। জেমিনি চ্যাটবটের জন্য জেমিনি প্রো ও জেমিনি আলট্রা মডেল ব্যবহার করে গুগল।
আরিয়াতে গুগল যুক্ত করার ফলে এটি মানুষের মতো উচ্চ স্বরে কথোপকথন করতে পারবে। গুগলের টেক্সট–টু–অডিও এআই মডেল যুক্ত করার ফলে আরিয়া চ্যাটগুলো জোরে জোরে বলতে পারবে।
এর আগেও অপেরাতে গুগলের এআই মডেল ব্যবহার করা হয়েছে। গত এপ্রিলে আরিয়াতে গুগলের ইমাজেন ২ মডেল যুক্ত করা হয়। তাই টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে অপেরা ব্রাউজার ছবি তৈরি করে দিতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপে নতুন ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ ফিচার যুক্ত হচ্ছে। অপ্রয়োজনীয় কাজে কোনো অ্যাপে বেশি সময় না কাটাতে সাহায্য করার জন্য এই ফিচারটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের অ্যাপে বেশি সময় কাটানোর পর তাদের অ্যাপ থেকে ব্লক না করে বরং শুধু নোটিফিকেশন পাঠানো হবে।
১৩ ঘণ্টা আগেছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল সংরক্ষণের জন্য এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করা হয়। স্টোরেজ খালি করতে বা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার মতো বিভিন্ন কারণে এসব ডিভাইস ফরম্যাট দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যায়। নতুন আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ আপডেটের মাধ্যমে এখন আইফোন ও আইপ্যাড থেকেই সরাসরি এক্সটার্নাল হার্ডড্রাইভ ফরম
১৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
১৭ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
১৮ ঘণ্টা আগে