অনলাইন ডেস্ক
অবশেষে উইন্ডোজ থেকে ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা নিয়ে এল মাইক্রোসফট। বেশ কয়েক বছর ধরেই উইন্ডোজের স্ট্যান্ডার্ড ক্লাউড স্টোরেজ সলিউশন হিসেবে ওয়ানড্রাইভকে চাপিয়ে দিচ্ছিল কোম্পানিটি। বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ থেকে কীভাবে একেবারে আনইনস্টল করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন সর্বপ্রথম ফিচারটি লক্ষ করে। মাইক্রোসফটের ট্রাবলশুটিং গাইডলাইনে সার্ভিসটি বাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই নির্দেশিকায় ধাপে ধাপে ওয়ানড্রাইভ বন্ধ বা আনইনস্টলের পদ্ধতি উল্লেখ রয়েছে। আর যারা পরিষেবাটি ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি সহজ বিকল্প হিসেবে কেবল ক্লায়েন্টকে ‘আনলিংক’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজের ওয়ানড্রাইভ থেকে আনলিংক করার পরও ওয়ানড্রাইভ থেকে তাদের ফাইলগুলোর অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা।
তাছাড়া, ওয়ানড্রাইভ কম্পিউটারে ‘লুকানো’ বা আনইনস্টল করা যেতে পারে। মাইক্রোসফট বলে, এই বিকল্প উইন্ডোজের ‘কিছু সংস্করণ’-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসগুলোতেও পাওয়া যায়।
যদিও গাইডটিতে কিছু পরস্পরবিরোধী নির্দেশনা রয়েছে। গাইডলাইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, ওয়ানড্রাইভ ডিফল্টভাবে উইন্ডোজ ১০ বা ১১-এর সঙ্গে যুক্ত এবং এটিকে আনইনস্টল করা যাবে না, শুধু লুকানো যাবে। তারপর গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়, ওয়ানড্রাইভ আনইনস্টল করলেও সংরক্ষিত কোনো ডেটা হারানোর কোনো ঝুঁকি নেই।
ওয়ানড্রাইভ আনইনস্টল করার জন্য উইন্ডোজের সেটিংস পৃষ্ঠায় যেতে হবে। এরপর অ্যাপ অপশন থেকে ওয়ানড্রাইভ খুঁজে বের করে অ্যাপটি আনইনস্টল করতে পারবে।
এই সুবিধা উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য পাওয়া যাবে। এই দুটি অপারেটিং সিস্টেমকেই বর্তমানে সমর্থন দিচ্ছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফটের নতুন এই সুবিধা ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) সঙ্গে সংগতি রেখে দেওয়া হতে পারে। এই আইনি কাঠামো ডিজিটাল গেটকিপারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ করে।
ইউরোপের উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন বিং সার্চ, এজসহ বিভিন্ন ‘সিস্টেম’ অ্যাপ আনইনস্টল করতে পারবে। এই অপারেটিং সিস্টেমে এর আগে অ্যাপগুলো আনইনস্টল করা ‘অসম্ভব’ বলে বিবেচিত হতো।
অবশেষে উইন্ডোজ থেকে ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা নিয়ে এল মাইক্রোসফট। বেশ কয়েক বছর ধরেই উইন্ডোজের স্ট্যান্ডার্ড ক্লাউড স্টোরেজ সলিউশন হিসেবে ওয়ানড্রাইভকে চাপিয়ে দিচ্ছিল কোম্পানিটি। বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ থেকে কীভাবে একেবারে আনইনস্টল করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন সর্বপ্রথম ফিচারটি লক্ষ করে। মাইক্রোসফটের ট্রাবলশুটিং গাইডলাইনে সার্ভিসটি বাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই নির্দেশিকায় ধাপে ধাপে ওয়ানড্রাইভ বন্ধ বা আনইনস্টলের পদ্ধতি উল্লেখ রয়েছে। আর যারা পরিষেবাটি ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি সহজ বিকল্প হিসেবে কেবল ক্লায়েন্টকে ‘আনলিংক’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজের ওয়ানড্রাইভ থেকে আনলিংক করার পরও ওয়ানড্রাইভ থেকে তাদের ফাইলগুলোর অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা।
তাছাড়া, ওয়ানড্রাইভ কম্পিউটারে ‘লুকানো’ বা আনইনস্টল করা যেতে পারে। মাইক্রোসফট বলে, এই বিকল্প উইন্ডোজের ‘কিছু সংস্করণ’-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসগুলোতেও পাওয়া যায়।
যদিও গাইডটিতে কিছু পরস্পরবিরোধী নির্দেশনা রয়েছে। গাইডলাইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, ওয়ানড্রাইভ ডিফল্টভাবে উইন্ডোজ ১০ বা ১১-এর সঙ্গে যুক্ত এবং এটিকে আনইনস্টল করা যাবে না, শুধু লুকানো যাবে। তারপর গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়, ওয়ানড্রাইভ আনইনস্টল করলেও সংরক্ষিত কোনো ডেটা হারানোর কোনো ঝুঁকি নেই।
ওয়ানড্রাইভ আনইনস্টল করার জন্য উইন্ডোজের সেটিংস পৃষ্ঠায় যেতে হবে। এরপর অ্যাপ অপশন থেকে ওয়ানড্রাইভ খুঁজে বের করে অ্যাপটি আনইনস্টল করতে পারবে।
এই সুবিধা উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য পাওয়া যাবে। এই দুটি অপারেটিং সিস্টেমকেই বর্তমানে সমর্থন দিচ্ছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফটের নতুন এই সুবিধা ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) সঙ্গে সংগতি রেখে দেওয়া হতে পারে। এই আইনি কাঠামো ডিজিটাল গেটকিপারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ করে।
ইউরোপের উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন বিং সার্চ, এজসহ বিভিন্ন ‘সিস্টেম’ অ্যাপ আনইনস্টল করতে পারবে। এই অপারেটিং সিস্টেমে এর আগে অ্যাপগুলো আনইনস্টল করা ‘অসম্ভব’ বলে বিবেচিত হতো।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে