আইফোন ১৬ সারানো সহজ করতে যে ৩ পরিবর্তন আনছে অ্যাপল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ২৪

আইফোনে বেশ কয়েক বছর সফটওয়্যার আপডেট দেয় অ্যাপল। তাই এই স্মার্টফোন অনেক দিন ব্যবহার করা যায়। তবে দুর্ঘটনার কবলে পরে কোনো হার্ডওয়্যার নষ্ট হয়ে গেলে তা মেরামত করার প্রয়োজনীয়তা দেখা যায়। তবে আইফোনপ্রেমীদের জন্য সুখবর হলো—পূর্ববর্তী প্রজন্মের অ্যাপল ডিভাইসের তুলনায় আইফোন ১৬ সিরিজটি মেরামতের কাজ সহজ হতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এমনই তথ্য জানিয়েছে। 

সম্প্রতি আইফোন ১৬ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। কোম্পানিটি নতুন হার্ডওয়্যার আপগ্রেডের কথা উল্লেখ করলেও ডিভাইসগুলো মেরামতের কাজ সহজ করতে যেসব পরিবর্তন নিয়ে এসেছে তা স্পষ্টভাবে উল্লেখ করেনি। তবে এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী তিন উপায়ে আইফোন ১৬ সিরিজটিকে কোম্পানির ইতিহাসে সবচেয়ে মেরামতযোগ্য বানিয়েছে। 

 আগে অ্যাপল ছাড়া অন্যান্য ফোনের দোকানে বা বাড়িতে আইফোন মেরামত বেশ কঠিন কাজ ছিল। কারণ আইফোনের যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য কঠোর নীতি ছিল অ্যাপলের। আইফোনের যন্ত্রাংশগুলো সরাসরি অ্যাপল থেকে অর্ডার করতে হতো। তা ছাড়া ব্যাটারি আইফোনের সঙ্গে এমন শক্তিশালী আঠা দিয়ে আটকানো ছিল, যা অপসারণ করা অত্যন্ত কঠিন ছিল। 

তবে এনগেজেট দাবি করেছে, অ্যাপলের আঠার সমস্যা এখন আর নেই। কারণ কোম্পানিটি একটি নতুন আঠার ডিজাইন ব্যবহার করছে যা কম ভোল্টেজের বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে সহজে ছাড়ানো যায় মেরামত বিশেষজ্ঞরা একটি সাধারণ ৯ভি (৯ ভোল্টের) ব্যাটারি (যা সাধারণ দোকানে পাওয়া যায় এবং বিভিন্ন যন্ত্রপাতির জন্য ব্যবহৃত হয়) ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহিত করে সহজেই ব্যাটারিটিকে আইফোন থেকে বের করতে পারবেন। 

আইফোন ১৬ সিরিজের লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (এলআইডিএআর) স্ক্যানারেরও পরিবর্তন আনা হয়েছে। এই প্রযুক্তি মূলত ফেসআইডির জন্য ব্যবহার করা হয়। আগে নিরাপত্তা উদ্বেগের কারণে এলআইডিএআর স্ক্যানার বা ট্রুডেপথ ক্যামেরা অ্যাপল সার্ভিস সেন্টারের বাইরে পরিবর্তন করা সম্ভব ছিল না। এখন নতুন ট্রুডেপথ ক্যামেরা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি এক ইউনিট থেকে অন্য ইউনিটে সহজে প্রতিস্থাপন করা যায়। এর মাধ্যমে মেরামত প্রক্রিয়া আরও সহজ হয়েছে। 

আইফোন ১৬ সিরিজের তৃতীয় পরিবর্তনটিও খুব গুরুত্বপূর্ণ। অ্যাপল আইওএস ১৮ এর সঙ্গে ‘রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট’ চালু করেছে, যা পার্ট পেয়ারিং সমস্যা সমাধান করে। আইফোন মেরামতে যন্ত্রাংশ ব্যবহারের জন্য কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে ‘পার্টস রিপেয়ারিং’ প্রক্রিয়া অন্যতম। আগে যখন একজন ব্যবহারকারীরা অ্যাপল থেকে নেওয়া যন্ত্রাংশ দিয়ে আইফোন মেরামত করতে চাইতেন, তখন তাদের ফোনের ক্রমিক নম্বরের সঙ্গে সেই যন্ত্রাংশের নম্বর মিলিয়ে নিতে হতো। নতুন রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট মেরামত বিশেষজ্ঞদের নতুন এবং ব্যবহৃত অ্যাপল যন্ত্রাংশগুলো সরাসরি ডিভাইসে ব্যবহার করতে দেয়। এ জন্য অ্যাপলের কর্মীদের সঙ্গে আর যোগাযোগ করার প্রয়োজন নেই। এর আগে মেরামতের জন্য অফিশিয়াল যন্ত্রাংশ সরাসরি অ্যাপল থেকে অর্ডার করতে হতো এবং কোনো যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য আগে কর্মীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে হতো। এর ফলে মেরামত প্রক্রিয়া আরও সহজ হবে। 

এসব পরিবর্তনের ফলে অভিজ্ঞ ব্যবহারকারীরা এখন বাড়িতে ছোটখাটো যন্ত্রাংশ মেরামত ও প্রতিস্থাপন করতে পারবেন। আর অন্যান্যরা অ্যাপল ছাড়াও অন্যান্য মেরামত দোকানে গিয়ে তাদের আইফোনের সমস্যা সমাধান করাতে পারেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত