অনলাইন ডেস্ক
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে