অনলাইন ডেস্ক
চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একই সঙ্গে তিনটি ফিচার চালু করছে টেক জায়ান্ট গুগল। এসব অ্যান্টি–থেফট বা চুরি প্রতিরোধী ফিচারগুলো অ্যান্ড্রয়েড ১০ বা এর পর পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে পাওয়া যাবে। ডিভাইসের নিরাপত্তা ও ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দেবে নতুন ফিচারগুলো।
চলতি বছরের শুরুতে গুগল তার বার্ষিক আই/ও সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে ফিচারগুলো দ্রুত পৌঁছাতে ‘প্লে সার্ভিস’ ব্যবহার করবে গুগল।
এর আগে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান দাবি করেন যে, ব্রাজিলে জুন মাস থেকে অ্যান্টি থেফট ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। পরবর্তীতে পিক্সেলের মতো কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব ফিচার চালু করা হয়।
তবে নতুন বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, থেফট ডিটেকশন ফিচার আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে।
থেফট ডিটেকশন লক
এই ফিচারটি ডিভাইসের সেন্সর, ওয়াইফাই এবং স্মার্ট ডিভাইস সংযোগ ব্যবহার করে কাজ করে। ফোনটি ব্যবহারের সময় ও আনলক অবস্থায় কেউ হঠাৎ করে ব্যবহারকারী ফোনটি কেড়ে নিলে ফিচারটি ফোনকে লক করে দেবে।
অফলাইন ডিভাইস লক
লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ফোনের ইন্টারনেট বন্ধ করে অনেক চোর। এসব ক্ষেত্রে গুগলের নতুন ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটি সক্রিয় হবে।
রিমোট লক
রিমোট লক ফিচারটি ব্যবহার করে আপনি আপনার চুরি হওয়া ফোনটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন। ফোন চুরি হওয়ার পর আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর ও সিকিউরিটি চ্যালেঞ্জ (পাসকোড, সিকিউরিটি প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফোন নম্বর) দিতে হবে।
ফিচারটি ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করার থেকে দ্রুত এবং সহজ। ফিচারটি ব্যবহারকারীদের দূর থেকে তাদের ডিভাইস লক করতে দেবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার আগেই দ্রুত সতর্কতার ব্যবস্থা নিতে পারবেন এবং ফোনটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে পারবেন।
ফিচারগুলো গুগল প্লে সার্ভিসের বেটা সংস্করণে (২৪.৪০. ৩৩) দেখা গেছে। তবে শিগগিরই সবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারগুলো চালু হবে বলে আশা করা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফিচারগুলো চালু করতে অ্যান্ড্রয়েড সেটিংস থেকে ‘থেফট প্রোটেশন’ লিখে সার্চ করতে হবে। অথবা গুগল সার্ভিস পেজ থেকে অল সার্ভিস ট্যাব নির্বাচন করতে হবে। এরপর পারসোনাল অ্যান্ড ডিভাইস সেফটিতে ফিচারগুলো দেখা যাবে। তবে আপনার ডিভাইসে ফিচারগুলো এলেই কেবল এসব অপশন দেখা যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একই সঙ্গে তিনটি ফিচার চালু করছে টেক জায়ান্ট গুগল। এসব অ্যান্টি–থেফট বা চুরি প্রতিরোধী ফিচারগুলো অ্যান্ড্রয়েড ১০ বা এর পর পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে পাওয়া যাবে। ডিভাইসের নিরাপত্তা ও ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দেবে নতুন ফিচারগুলো।
চলতি বছরের শুরুতে গুগল তার বার্ষিক আই/ও সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে ফিচারগুলো দ্রুত পৌঁছাতে ‘প্লে সার্ভিস’ ব্যবহার করবে গুগল।
এর আগে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান দাবি করেন যে, ব্রাজিলে জুন মাস থেকে অ্যান্টি থেফট ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। পরবর্তীতে পিক্সেলের মতো কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব ফিচার চালু করা হয়।
তবে নতুন বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, থেফট ডিটেকশন ফিচার আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে।
থেফট ডিটেকশন লক
এই ফিচারটি ডিভাইসের সেন্সর, ওয়াইফাই এবং স্মার্ট ডিভাইস সংযোগ ব্যবহার করে কাজ করে। ফোনটি ব্যবহারের সময় ও আনলক অবস্থায় কেউ হঠাৎ করে ব্যবহারকারী ফোনটি কেড়ে নিলে ফিচারটি ফোনকে লক করে দেবে।
অফলাইন ডিভাইস লক
লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ফোনের ইন্টারনেট বন্ধ করে অনেক চোর। এসব ক্ষেত্রে গুগলের নতুন ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটি সক্রিয় হবে।
রিমোট লক
রিমোট লক ফিচারটি ব্যবহার করে আপনি আপনার চুরি হওয়া ফোনটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন। ফোন চুরি হওয়ার পর আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর ও সিকিউরিটি চ্যালেঞ্জ (পাসকোড, সিকিউরিটি প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফোন নম্বর) দিতে হবে।
ফিচারটি ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করার থেকে দ্রুত এবং সহজ। ফিচারটি ব্যবহারকারীদের দূর থেকে তাদের ডিভাইস লক করতে দেবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার আগেই দ্রুত সতর্কতার ব্যবস্থা নিতে পারবেন এবং ফোনটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে পারবেন।
ফিচারগুলো গুগল প্লে সার্ভিসের বেটা সংস্করণে (২৪.৪০. ৩৩) দেখা গেছে। তবে শিগগিরই সবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারগুলো চালু হবে বলে আশা করা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফিচারগুলো চালু করতে অ্যান্ড্রয়েড সেটিংস থেকে ‘থেফট প্রোটেশন’ লিখে সার্চ করতে হবে। অথবা গুগল সার্ভিস পেজ থেকে অল সার্ভিস ট্যাব নির্বাচন করতে হবে। এরপর পারসোনাল অ্যান্ড ডিভাইস সেফটিতে ফিচারগুলো দেখা যাবে। তবে আপনার ডিভাইসে ফিচারগুলো এলেই কেবল এসব অপশন দেখা যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
১৭ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে