অনলাইন ডেস্ক
কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে