অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহ জুড়ে অনেকগুলো পণ্য উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপল। আইপ্যাড মিনি ৭ এর মুক্তির পর নজর এখন পরবর্তী প্রজন্মের ম্যাকের দিকে। ম্যাকের নতুন মডেল অক্টোবরে উন্মোচন হওয়ার গুজব অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার অ্যাপল নিজেই জানিয়েছে যে, নতুন ম্যাকের নতুন পণ্যগুলো সোমবার থেকে উন্মোচন হতে যাচ্ছে।
এক্সের এক পোস্টে অ্যাপলের বিশ্বব্যাপী বিপণনের ভাইস প্রেসিডেন্ট গ্রেক জোসিওয়াক এই ঘোষণা দিয়েছে। তবে অ্যাপল ইনটেলিজেন্সের প্রাথমিক সংস্করণ চালুর তারিখ এখনো উন্মোচন করেনি অ্যাপল। বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারগুলো ২৮ অক্টোবর চালু হবে বলে ধারণা করছে অনেক প্রযুক্তি বিশ্লেষক। আইওএস ১৮.১ এর আপডেটে এসব ফিচার পাওয়া যেতে পারে।
এদিকে নতুন ম্যাক পিসি–তে থাকবে অ্যাপলের সর্বশেষ ‘এম ৪’ চিপ ব্যবহার করা হতে পারে। এটি সর্বপ্রথম নতুন আইপ্যাড প্রো–তে ব্যবহার করা হয়েছিল।
ম্যাকের আসন্ন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে–এন্ট্রি-লেভেল ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আইম্যাকের আপডেট। উভয় ডিভাইসেই এম ৪ চিপের ‘বেজ মডেল’ ব্যবহার করা হবে।
এ ছাড়া ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির ‘হাই এন্ড’ ম্যাকবুক প্রোও নিয়ে আসা হবে। এসব ডিভাইসে ‘এম ৪ প্রো’ ও ‘এম ৪ ম্যাক্স’চিপের সংস্করণ থাকবে।
আর সব ম্যাক মিনিতে এম ৪ ও এম ৪ প্রো সংস্করণ দেখা যাবে। এই আপডেটগুলো অ্যাপলের ডেস্কটপ এবং ল্যাপটপের পারফরম্যান্স আরও উন্নত করবে।
এম ৪ প্রসেসরের মাধ্যমে আসন্ন ম্যাকবুক প্রো এবং আইম্যাক পারফরম্যান্স আপগ্রেডে গুরুত্ব দেবে অ্যাপল। কিন্তু ডিজাইনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। অন্যদিকে ম্যাক মিনির ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে, যার ফলে এটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার হতে চলেছে। নতুন ম্যাক মিনির আকার অনেকটা ‘অ্যাপল টিভি’ মতো হতে পারে।
এই সংস্কার তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একটি শক্তিশালী কিন্তু সাধারণ ডেস্কটপ ব্যবহার করতে চায়। এম ৪ প্রসেসর আপগ্রেডটি ম্যাকের সব সিরিজের পারফরম্যান্স উন্নত করবে। তবে ম্যাকবুক প্রো এবং আইম্যাক ডিজাইন একই থাকবে। তবে ম্যাক মিনির নতুন ডিজাইন এবং শক্তিশালী প্রসেসিং ব্যবহারকারীদের নতুন বিকল্প দেবে।
আসন্ন এন্ট্রি-লেভেল এম ৪ ম্যাকগুলোর ৮ জিবির বদলে ১৬ জিবির আপগ্রেডেড র্যাম থাকতে পারে। এটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর জন্য আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের শুরুতে সর্বশেষ এম ৪ চিপ যুক্ত একটি নতুন ম্যাকবুক এয়ার ডিভাইস উন্মোচন করার পরিকল্পনা করছে অ্যাপল। আপডেটেড মডেলের উৎপাদন শিগগিরই শুরু হওয়ার আশা করা হচ্ছে এবং আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে এর বিক্রি শুরু হবে বলে মনে হচ্ছে।
২০২৩ সালের মার্চে ম্যাকবুক এয়ারের সর্বশেষ সংস্করণ নিয়ে আসা হয়, যাতে ‘এম ৩’ চিপ ব্যবহার করা হয়েছিল। ২০২৩ সালের জুনে এম ২ চিপের একটি ১৫-ইঞ্চি সংস্করণ উপস্থাপন করেছিল অ্যাপল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
চলতি সপ্তাহ জুড়ে অনেকগুলো পণ্য উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপল। আইপ্যাড মিনি ৭ এর মুক্তির পর নজর এখন পরবর্তী প্রজন্মের ম্যাকের দিকে। ম্যাকের নতুন মডেল অক্টোবরে উন্মোচন হওয়ার গুজব অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার অ্যাপল নিজেই জানিয়েছে যে, নতুন ম্যাকের নতুন পণ্যগুলো সোমবার থেকে উন্মোচন হতে যাচ্ছে।
এক্সের এক পোস্টে অ্যাপলের বিশ্বব্যাপী বিপণনের ভাইস প্রেসিডেন্ট গ্রেক জোসিওয়াক এই ঘোষণা দিয়েছে। তবে অ্যাপল ইনটেলিজেন্সের প্রাথমিক সংস্করণ চালুর তারিখ এখনো উন্মোচন করেনি অ্যাপল। বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারগুলো ২৮ অক্টোবর চালু হবে বলে ধারণা করছে অনেক প্রযুক্তি বিশ্লেষক। আইওএস ১৮.১ এর আপডেটে এসব ফিচার পাওয়া যেতে পারে।
এদিকে নতুন ম্যাক পিসি–তে থাকবে অ্যাপলের সর্বশেষ ‘এম ৪’ চিপ ব্যবহার করা হতে পারে। এটি সর্বপ্রথম নতুন আইপ্যাড প্রো–তে ব্যবহার করা হয়েছিল।
ম্যাকের আসন্ন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে–এন্ট্রি-লেভেল ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আইম্যাকের আপডেট। উভয় ডিভাইসেই এম ৪ চিপের ‘বেজ মডেল’ ব্যবহার করা হবে।
এ ছাড়া ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির ‘হাই এন্ড’ ম্যাকবুক প্রোও নিয়ে আসা হবে। এসব ডিভাইসে ‘এম ৪ প্রো’ ও ‘এম ৪ ম্যাক্স’চিপের সংস্করণ থাকবে।
আর সব ম্যাক মিনিতে এম ৪ ও এম ৪ প্রো সংস্করণ দেখা যাবে। এই আপডেটগুলো অ্যাপলের ডেস্কটপ এবং ল্যাপটপের পারফরম্যান্স আরও উন্নত করবে।
এম ৪ প্রসেসরের মাধ্যমে আসন্ন ম্যাকবুক প্রো এবং আইম্যাক পারফরম্যান্স আপগ্রেডে গুরুত্ব দেবে অ্যাপল। কিন্তু ডিজাইনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। অন্যদিকে ম্যাক মিনির ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে, যার ফলে এটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার হতে চলেছে। নতুন ম্যাক মিনির আকার অনেকটা ‘অ্যাপল টিভি’ মতো হতে পারে।
এই সংস্কার তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একটি শক্তিশালী কিন্তু সাধারণ ডেস্কটপ ব্যবহার করতে চায়। এম ৪ প্রসেসর আপগ্রেডটি ম্যাকের সব সিরিজের পারফরম্যান্স উন্নত করবে। তবে ম্যাকবুক প্রো এবং আইম্যাক ডিজাইন একই থাকবে। তবে ম্যাক মিনির নতুন ডিজাইন এবং শক্তিশালী প্রসেসিং ব্যবহারকারীদের নতুন বিকল্প দেবে।
আসন্ন এন্ট্রি-লেভেল এম ৪ ম্যাকগুলোর ৮ জিবির বদলে ১৬ জিবির আপগ্রেডেড র্যাম থাকতে পারে। এটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর জন্য আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের শুরুতে সর্বশেষ এম ৪ চিপ যুক্ত একটি নতুন ম্যাকবুক এয়ার ডিভাইস উন্মোচন করার পরিকল্পনা করছে অ্যাপল। আপডেটেড মডেলের উৎপাদন শিগগিরই শুরু হওয়ার আশা করা হচ্ছে এবং আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে এর বিক্রি শুরু হবে বলে মনে হচ্ছে।
২০২৩ সালের মার্চে ম্যাকবুক এয়ারের সর্বশেষ সংস্করণ নিয়ে আসা হয়, যাতে ‘এম ৩’ চিপ ব্যবহার করা হয়েছিল। ২০২৩ সালের জুনে এম ২ চিপের একটি ১৫-ইঞ্চি সংস্করণ উপস্থাপন করেছিল অ্যাপল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৯ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে