অনলাইন ডেস্ক
ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২০ মিনিট আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে