অনলাইন ডেস্ক
আইফোনে ‘গোল্ডপিক্সএক্স’ নামের ভাইরাস আক্রমণ করছে। এটি আইফোনের প্রথম ট্রোজান ভাইরাস। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করে আক্রমণ করে ব্যবহারকারীর ফেস রিকগনিশনসহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে। তাই এসব তথ্যের নিরাপত্তার জন্য ব্যবহারকারীকে সচেতন হতে হবে।
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি গ্রুপ–আইবি আইওএসের এই ভাইরাস প্রথম লক্ষ্য করে। গত বছরের অক্টোবরে ভাইরাসটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণ করে। সেই সময় থেকে ভাইরাসটিকে এই কোম্পানি পর্যবেক্ষণ করছে এবং গোল্ডডিগার নামকরণ করে। ক্ষতিকর প্রোগ্রামটি একটি ব্যাংকিং ট্রোজান। ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংকিং অ্যাপ, ওই–ওয়ালেটকে লক্ষ করে হামলা করে অর্থ সম্পর্কিত তথ্য চুরি করে ট্রোজান ভাইরাস। কিন্তু এটির নতুন সংস্করণ আইফোনে হামলা করে।
এটি এশিয়া প্যাসিফিক (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়) অঞ্চলের ব্যবহারকারীদের আইফোনে দেখা গেছে।
আইফোনের নিরাপত্তার জন্য যা করবেন
১. আইফোনের টেস্টফ্লাইট (বিভিন্ন অ্যাপল বেটা সংস্করণ এখানে পাওয়া যায়) থেকে কোনো অ্যাপ ডিভাইসের ইনস্টল করা থেকে বিরত থাকুন।
২. অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন। আর জনপ্রিয় ডেভেলপারদের অ্যাপ নির্বাচন করুন। নতুন ডেভেলপারদের থেকে অপরিচিত অ্যাপ ইনস্টল না করাই ভালো।
৩. সোর্স ভ্যারিফাই ছাড়া আইফোনে এমডিএম (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) প্রোফাইল ইনস্টল করা থেকে বিরত থাকুন। নিজের অফিস বা নির্ভরশীল প্রতিষ্ঠানের আইটি অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এই প্রোফাইল ইনস্টল করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন ডিভাইস নিয়ন্ত্রণে এই প্রোফাইলগুলো তৈরি করা হয়।
৪. ফোন কল, ভিডিও কল বা অন্যান্য মাধ্যমে নিজের সংবেদনশীল তথ্য শেয়ার করা যাবে না। (যেমন: জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর)
৫. কোনো আর্থিক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ হলে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করুন। তবে টেক্সেটের মাধ্যমে পাঠানো কোনো লিংকে প্রবেশ করা যাবে না বা সন্দেহজনক নম্বরে ফোন দেওয়া যাবে না।
৫. আইফোনে সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ডাউনলোড করে রাখুন।
তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক
আইফোনে ‘গোল্ডপিক্সএক্স’ নামের ভাইরাস আক্রমণ করছে। এটি আইফোনের প্রথম ট্রোজান ভাইরাস। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করে আক্রমণ করে ব্যবহারকারীর ফেস রিকগনিশনসহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে। তাই এসব তথ্যের নিরাপত্তার জন্য ব্যবহারকারীকে সচেতন হতে হবে।
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি গ্রুপ–আইবি আইওএসের এই ভাইরাস প্রথম লক্ষ্য করে। গত বছরের অক্টোবরে ভাইরাসটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণ করে। সেই সময় থেকে ভাইরাসটিকে এই কোম্পানি পর্যবেক্ষণ করছে এবং গোল্ডডিগার নামকরণ করে। ক্ষতিকর প্রোগ্রামটি একটি ব্যাংকিং ট্রোজান। ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংকিং অ্যাপ, ওই–ওয়ালেটকে লক্ষ করে হামলা করে অর্থ সম্পর্কিত তথ্য চুরি করে ট্রোজান ভাইরাস। কিন্তু এটির নতুন সংস্করণ আইফোনে হামলা করে।
এটি এশিয়া প্যাসিফিক (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়) অঞ্চলের ব্যবহারকারীদের আইফোনে দেখা গেছে।
আইফোনের নিরাপত্তার জন্য যা করবেন
১. আইফোনের টেস্টফ্লাইট (বিভিন্ন অ্যাপল বেটা সংস্করণ এখানে পাওয়া যায়) থেকে কোনো অ্যাপ ডিভাইসের ইনস্টল করা থেকে বিরত থাকুন।
২. অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন। আর জনপ্রিয় ডেভেলপারদের অ্যাপ নির্বাচন করুন। নতুন ডেভেলপারদের থেকে অপরিচিত অ্যাপ ইনস্টল না করাই ভালো।
৩. সোর্স ভ্যারিফাই ছাড়া আইফোনে এমডিএম (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) প্রোফাইল ইনস্টল করা থেকে বিরত থাকুন। নিজের অফিস বা নির্ভরশীল প্রতিষ্ঠানের আইটি অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এই প্রোফাইল ইনস্টল করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন ডিভাইস নিয়ন্ত্রণে এই প্রোফাইলগুলো তৈরি করা হয়।
৪. ফোন কল, ভিডিও কল বা অন্যান্য মাধ্যমে নিজের সংবেদনশীল তথ্য শেয়ার করা যাবে না। (যেমন: জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর)
৫. কোনো আর্থিক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ হলে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করুন। তবে টেক্সেটের মাধ্যমে পাঠানো কোনো লিংকে প্রবেশ করা যাবে না বা সন্দেহজনক নম্বরে ফোন দেওয়া যাবে না।
৫. আইফোনে সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ডাউনলোড করে রাখুন।
তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে