অনলাইন ডেস্ক
প্রায় সবার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে, যা আমরা লুকিয়ে রাখতে চাই। অ্যাপ লুকানোর বিভিন্ন কারণ থাকতে পারে। আর্থিক তথ্য লুকাতে ব্যাংকিং অ্যাপ বা ডেটিং অ্যাপের মতো ব্যক্তিগত অ্যাপ অনেকেই অন্যদের দেখাতে চান না। প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লুকানোর সুবিধা রয়েছে।
শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, অপো, স্যামসাংয়ের মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমেই অ্যাপ লুকানোর ফিচার রয়েছে। এই ফিচার এক মিনিটের মধ্যেই চালু করে ব্যবহার করা যায়। তাই অ্যাপ লুকানোর জন্য এসব ডিভাইসে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্যামসাং ফোনের অ্যাপ লুকাবেন যেভাবে
১.হোমস্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করে অ্যাপ ড্রয়ার চালু করুন ও ওপরের ডান দিকে তিন ডট বাটনে ট্যাপ করুন।
২. সেখানে ‘হোম স্ক্রিন সেটিংস’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৩. এরপর ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন’ অপশন খুঁজে বের করুন।
৪. ফলে অ্যাপগুলোর একটি তালিকা দেখা যাবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের ডানপাশে ট্যাপ করে তাতে টিক চিহ্ন দিন।
এরপর লুকানো অ্যাপ গুলো নির্বাচন হলে তালিকার ওপরের দিকে দেখা যাবে। আর অ্যাপগুলো আবার আনহাইড করতে বা যেন আবার হোম স্ক্রিনে দেখা যায় এ জন্য লুকানো অ্যাপগুলো ওপরের ‘–’ বাটনে ট্যাপ করুন।
শাওমি ও পোকো ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
১.সেটিংস অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চ বারে ‘Hidden apps’ টাইপ করুন ও ‘হিডেন অ্যাপস’ অপশনে ট্যাপ করুন।
২. অ্যাপ লুকানোর জন্য একটি তালিকা দেখানো হবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের বামপাশে ট্যাপ করে টগল বাটনটি চালু করুন।
লুকানো অ্যাপ গুলো খুঁজে পেতে হোম স্ক্রিনে দুই আঙুলে গেসচার ব্যবহার করতে হবে।
ওয়ান প্লাস ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
ওয়ান প্লাসে ‘হিডেন স্পেস’ নামে একটি ফিচার রয়েছে। যার মাধ্যমে অ্যাপগুলো লুকাতে পারেন।
১. সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. প্রাইভেসি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. ‘হাইড অ্যাপস’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোনের পিন দিন বা নির্দেশনা অনুযায়ী নতুন একটি পিন তৈরি করুন।
৫. যে অ্যাপগুলো লুকাতে চান তার বাম পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
রিয়েলমি ও অপো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. সিকিউরিটি সেকশনে যান ও অ্যাপ লক খুঁজে বের করুন।
৩. পাসকোড বা প্যাটার্ন দিন। আর যদি আগে থেকে তৈরি না থাকে তাহলে নতুন করে তৈরি করুন। এটি লুকানো অ্যাপের সেকশনে প্রবেশের জন্য কাজে দেবে।
৪. পাসকোড ও প্যাটার্ন সেট হলে আপনি যে অ্যাপটি লুকাতে চান সেটি নির্বাচন করার জন্য আপনি একটি প্রম্পট পাবেন। এতে অনুমতি দিন।
৫. যেসব অ্যাপ লুকাতে চান তা নির্বাচন করুন।
ভিভো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ফেস ও পাসওয়ার্ড সেকশনে যান।
৩. প্রাইভেসি ও অ্যাপ এনক্রিপশন সেটিংসে ট্যাপ করুন।
৪. ‘হাইড অ্যাপ’ অপশন খুঁজে বের করুন ও পাসওয়ার্ডটি দিন।
৫. যে অ্যাপটি লুকাতে চান এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘ডান’ ও ‘এপ্লাই’ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস, নাইটিওয়ান মোবাইল
প্রায় সবার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে, যা আমরা লুকিয়ে রাখতে চাই। অ্যাপ লুকানোর বিভিন্ন কারণ থাকতে পারে। আর্থিক তথ্য লুকাতে ব্যাংকিং অ্যাপ বা ডেটিং অ্যাপের মতো ব্যক্তিগত অ্যাপ অনেকেই অন্যদের দেখাতে চান না। প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লুকানোর সুবিধা রয়েছে।
শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, অপো, স্যামসাংয়ের মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমেই অ্যাপ লুকানোর ফিচার রয়েছে। এই ফিচার এক মিনিটের মধ্যেই চালু করে ব্যবহার করা যায়। তাই অ্যাপ লুকানোর জন্য এসব ডিভাইসে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্যামসাং ফোনের অ্যাপ লুকাবেন যেভাবে
১.হোমস্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করে অ্যাপ ড্রয়ার চালু করুন ও ওপরের ডান দিকে তিন ডট বাটনে ট্যাপ করুন।
২. সেখানে ‘হোম স্ক্রিন সেটিংস’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৩. এরপর ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন’ অপশন খুঁজে বের করুন।
৪. ফলে অ্যাপগুলোর একটি তালিকা দেখা যাবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের ডানপাশে ট্যাপ করে তাতে টিক চিহ্ন দিন।
এরপর লুকানো অ্যাপ গুলো নির্বাচন হলে তালিকার ওপরের দিকে দেখা যাবে। আর অ্যাপগুলো আবার আনহাইড করতে বা যেন আবার হোম স্ক্রিনে দেখা যায় এ জন্য লুকানো অ্যাপগুলো ওপরের ‘–’ বাটনে ট্যাপ করুন।
শাওমি ও পোকো ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
১.সেটিংস অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চ বারে ‘Hidden apps’ টাইপ করুন ও ‘হিডেন অ্যাপস’ অপশনে ট্যাপ করুন।
২. অ্যাপ লুকানোর জন্য একটি তালিকা দেখানো হবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের বামপাশে ট্যাপ করে টগল বাটনটি চালু করুন।
লুকানো অ্যাপ গুলো খুঁজে পেতে হোম স্ক্রিনে দুই আঙুলে গেসচার ব্যবহার করতে হবে।
ওয়ান প্লাস ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
ওয়ান প্লাসে ‘হিডেন স্পেস’ নামে একটি ফিচার রয়েছে। যার মাধ্যমে অ্যাপগুলো লুকাতে পারেন।
১. সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. প্রাইভেসি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. ‘হাইড অ্যাপস’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোনের পিন দিন বা নির্দেশনা অনুযায়ী নতুন একটি পিন তৈরি করুন।
৫. যে অ্যাপগুলো লুকাতে চান তার বাম পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
রিয়েলমি ও অপো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. সিকিউরিটি সেকশনে যান ও অ্যাপ লক খুঁজে বের করুন।
৩. পাসকোড বা প্যাটার্ন দিন। আর যদি আগে থেকে তৈরি না থাকে তাহলে নতুন করে তৈরি করুন। এটি লুকানো অ্যাপের সেকশনে প্রবেশের জন্য কাজে দেবে।
৪. পাসকোড ও প্যাটার্ন সেট হলে আপনি যে অ্যাপটি লুকাতে চান সেটি নির্বাচন করার জন্য আপনি একটি প্রম্পট পাবেন। এতে অনুমতি দিন।
৫. যেসব অ্যাপ লুকাতে চান তা নির্বাচন করুন।
ভিভো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ফেস ও পাসওয়ার্ড সেকশনে যান।
৩. প্রাইভেসি ও অ্যাপ এনক্রিপশন সেটিংসে ট্যাপ করুন।
৪. ‘হাইড অ্যাপ’ অপশন খুঁজে বের করুন ও পাসওয়ার্ডটি দিন।
৫. যে অ্যাপটি লুকাতে চান এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘ডান’ ও ‘এপ্লাই’ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস, নাইটিওয়ান মোবাইল
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে