অনলাইন ডেস্ক
সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। এই খবরের পর আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারের দরপতন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার দিন শেষে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমে অ্যাপলের শেয়ার ১৮২ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত অ্যাপলের শেয়ার ৪৬ শতাংশ বেড়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাপলের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পায়নি।
চীনের কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, করোনা মহামারির আগে থেকেই আইফোন ব্যবহার বন্ধের অলিখিত নিয়ম ছিল। এবার সেই নিয়ম আনুষ্ঠানিক নীতির মাধ্যমে প্রকাশ পেল। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এখন হুয়াওয়ের মতো দেশীয় স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
২০২২ সালের জুনে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তার আশঙ্কায় চীনের সরকারি মন্ত্রণালয়গুলো টেসলা গাড়িকে তাদের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গত মার্চ মাসে চীনে ভ্রমণ করেন। অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও উৎপাদক হলো চীন। চীনের বাজার থেকে কোম্পানিটির প্রায় ১৯ শতাংশ আয় হয়।
চীনের প্রযুক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
চীনের হুয়াওয়ে ও জেটিই কোম্পানি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে ‘এক অগ্রহণযোগ্য ঝুঁকির’ কথা উল্লেখ করে গত নভেম্বরে বাইডেনের প্রশাসন উভয় কোম্পানির টেলিকমিউনিকেশনের সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের সরকার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদসহ অনেক প্রতিষ্ঠানে টিকটক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যেমন–নিউইয়র্ক, মন্টনা, ওহিও, টেক্সাস ও জর্জিয়ায় টিকটিক বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। এই খবরের পর আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারের দরপতন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার দিন শেষে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমে অ্যাপলের শেয়ার ১৮২ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত অ্যাপলের শেয়ার ৪৬ শতাংশ বেড়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাপলের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পায়নি।
চীনের কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, করোনা মহামারির আগে থেকেই আইফোন ব্যবহার বন্ধের অলিখিত নিয়ম ছিল। এবার সেই নিয়ম আনুষ্ঠানিক নীতির মাধ্যমে প্রকাশ পেল। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এখন হুয়াওয়ের মতো দেশীয় স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
২০২২ সালের জুনে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তার আশঙ্কায় চীনের সরকারি মন্ত্রণালয়গুলো টেসলা গাড়িকে তাদের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গত মার্চ মাসে চীনে ভ্রমণ করেন। অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও উৎপাদক হলো চীন। চীনের বাজার থেকে কোম্পানিটির প্রায় ১৯ শতাংশ আয় হয়।
চীনের প্রযুক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
চীনের হুয়াওয়ে ও জেটিই কোম্পানি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে ‘এক অগ্রহণযোগ্য ঝুঁকির’ কথা উল্লেখ করে গত নভেম্বরে বাইডেনের প্রশাসন উভয় কোম্পানির টেলিকমিউনিকেশনের সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের সরকার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদসহ অনেক প্রতিষ্ঠানে টিকটক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যেমন–নিউইয়র্ক, মন্টনা, ওহিও, টেক্সাস ও জর্জিয়ায় টিকটিক বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
২ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
২ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৬ ঘণ্টা আগে