অনলাইন ডেস্ক
হুট করে চুক্তি বাতিলের জন্য ইলন মাস্ক ও এক্সের (সাবেক টুইটার) বিরুদ্ধে মামলা দায়ের করল সিএনএনের সাবেক সঞ্চালক ডন লেমন। মামলাটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোর ক্যালিফোর্নিয়ার উচ্চতর আদালতে দায়ের করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মামলায় জালিয়াতি, অবহেলা, লেমনের নামের অপব্যবহার ও চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।
লেমন বলেন, লেমনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করে মাস্ক। তবে গত মার্চ মাসে মাস্কের সঙ্গে একটি সাক্ষাৎকারের ভিডিও ধারণের পর হঠাৎ করে টেক্সটের মাধ্যমে চুক্তিটি বাতিল করে এই বিলিয়নিয়ার।
লেমনের আইনজীবী কার্নি শেজেরিয়ান বলেছেন, ‘মামলার বিষয়টি খুবই সরল। বিজ্ঞাপন বৃদ্ধির জন্য ডনকে তাদের ব্যবহার করেছিল এক্সের নির্বাহীরা। এরপর তাদের অংশীদারত্ব বাতিল করেছিল ও ডনের নামের অপব্যবহার করেছে।
তিনি আরও, এই জালিয়াতি, অবহেলা ও মর্যাদাহানি দেখার জন্য কাউকে খুব বিজ্ঞ হতে হবে না। ডন একজন দক্ষ ও কঠোর-সমালোচনাকারী সাংবাদিক যার ভালো সুনাম রয়েছে। তিনি এক্সের নির্বাহীদের কাছে জবাবদিহি আদায় করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মামলার শুনানির জন্য অপেক্ষায় রয়েছি।
তবে মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি এক্স।
অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও একটি অনুষ্ঠানের ব্যর্থ হওয়ায় ২০২৩ সালের এপ্রিলে ডন লেমনে বরখাস্ত করে সিএনএন।
গত বছর এক্সে সিইও হিসেবে নিযুক্ত হন লিন্ডা ইয়াকারিনো। লেমন বরখাস্ত হওয়ার কয়েক মাস পর তিনিই প্রথম এজেন্টের মাধ্যমে নতুন অনুষ্ঠান তৈরির জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন। অনুষ্ঠানটি এক্স প্ল্যাটফর্মে প্রচারের কথা ছিল।
চলতি বছরের জানুয়ারিতে লেমনের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় এক্স। সেসময় বলা হয়, এক্সে প্ল্যাটফর্মে ভিডিওকে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানটির প্রথম পর্বের জন্য এক্সের সদর দপ্তরে মাস্কের সঙ্গে এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল। সাক্ষাৎকার শুরুর পর দ্রুতই এতে উত্তেজনা সৃষ্টি হয়। কারণ ‘শ্বেতাঙ্গ হওয়ার সুবিধা’ নিয়ে ইলন মাস্কের মতামত জানতে চান লেমন। সেই সঙ্গে প্ল্যাটফর্মে ইহুদি বিদ্বেষী কনটেন্ট বৃদ্ধির বিষয়ে ও মাস্কের কেটামিন ড্রাগ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন লেমন।
সাক্ষাৎকারের বিভিন্ন পর্যায়ে ইলন মাস্ককে উত্তেজিত হতে দেখা যায়। তিনি লেমনকে বলেন, ‘একমাত্র এক্স প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তির কারণে আমি এই সাক্ষাৎকার দিচ্ছি।’
অপরদিকে সৃজনশীল দিকনির্দেশের ওপর ভিত্তি করে অনুষ্ঠানটিকে বাদ দিয়েছিলেন বলে দাবি করেন মাস্ক। এক্স প্ল্যাটফর্মের পোস্টে তিনি বলেন, সিএনএনের কনটেন্টের সঙ্গে অনুষ্ঠানটির খুব মিল ছিল এবং চ্যানেলটির প্রাক্তন নেটওয়ার্ক প্রেসিডেন্ট জেফ জুকারের মুখপত্র ছিলেন লেমন।
বিভিন্ন কারণে এক্সের অনুষ্ঠানের সঙ্গে বেমানান ছিল লেমন। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আরও স্পষ্টভাবে রক্ষণশীল ও সমালোচনামূলক সংবাদমাধ্যমগুলো বিরোধী হয়ে উঠেছেন মাস্ক। সম্প্রতি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পূর্ণ সমর্থন দেন তিনি। এ ছাড়া এক্সে ট্রান্স-বিরোধী ও অভিবাসন-বিরোধী ডানপন্থী পোস্টগুলো প্রচারণা বেশি করছেন।
এক্স প্ল্যাটফর্মে ভিডিও ফিচার জনপ্রিয় করতে এবং কনটেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করতে লেমনের মতো প্রভাবশালী ও সংবাদমাধ্যমে ব্যক্তিত্বদের ব্যবহার করার চেষ্টা করেন মাস্ক ও ইয়াকারিনো। এক্সে আরেকটি অনুষ্ঠানের জন্য মাস্ক ফক্স নিউজের প্রাক্তন সঞ্চালক টাকার কার্লসনকে রাজি করাতে পেরেছিলেন।
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটিতে বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
হুট করে চুক্তি বাতিলের জন্য ইলন মাস্ক ও এক্সের (সাবেক টুইটার) বিরুদ্ধে মামলা দায়ের করল সিএনএনের সাবেক সঞ্চালক ডন লেমন। মামলাটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোর ক্যালিফোর্নিয়ার উচ্চতর আদালতে দায়ের করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মামলায় জালিয়াতি, অবহেলা, লেমনের নামের অপব্যবহার ও চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।
লেমন বলেন, লেমনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করে মাস্ক। তবে গত মার্চ মাসে মাস্কের সঙ্গে একটি সাক্ষাৎকারের ভিডিও ধারণের পর হঠাৎ করে টেক্সটের মাধ্যমে চুক্তিটি বাতিল করে এই বিলিয়নিয়ার।
লেমনের আইনজীবী কার্নি শেজেরিয়ান বলেছেন, ‘মামলার বিষয়টি খুবই সরল। বিজ্ঞাপন বৃদ্ধির জন্য ডনকে তাদের ব্যবহার করেছিল এক্সের নির্বাহীরা। এরপর তাদের অংশীদারত্ব বাতিল করেছিল ও ডনের নামের অপব্যবহার করেছে।
তিনি আরও, এই জালিয়াতি, অবহেলা ও মর্যাদাহানি দেখার জন্য কাউকে খুব বিজ্ঞ হতে হবে না। ডন একজন দক্ষ ও কঠোর-সমালোচনাকারী সাংবাদিক যার ভালো সুনাম রয়েছে। তিনি এক্সের নির্বাহীদের কাছে জবাবদিহি আদায় করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মামলার শুনানির জন্য অপেক্ষায় রয়েছি।
তবে মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি এক্স।
অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও একটি অনুষ্ঠানের ব্যর্থ হওয়ায় ২০২৩ সালের এপ্রিলে ডন লেমনে বরখাস্ত করে সিএনএন।
গত বছর এক্সে সিইও হিসেবে নিযুক্ত হন লিন্ডা ইয়াকারিনো। লেমন বরখাস্ত হওয়ার কয়েক মাস পর তিনিই প্রথম এজেন্টের মাধ্যমে নতুন অনুষ্ঠান তৈরির জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন। অনুষ্ঠানটি এক্স প্ল্যাটফর্মে প্রচারের কথা ছিল।
চলতি বছরের জানুয়ারিতে লেমনের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় এক্স। সেসময় বলা হয়, এক্সে প্ল্যাটফর্মে ভিডিওকে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানটির প্রথম পর্বের জন্য এক্সের সদর দপ্তরে মাস্কের সঙ্গে এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল। সাক্ষাৎকার শুরুর পর দ্রুতই এতে উত্তেজনা সৃষ্টি হয়। কারণ ‘শ্বেতাঙ্গ হওয়ার সুবিধা’ নিয়ে ইলন মাস্কের মতামত জানতে চান লেমন। সেই সঙ্গে প্ল্যাটফর্মে ইহুদি বিদ্বেষী কনটেন্ট বৃদ্ধির বিষয়ে ও মাস্কের কেটামিন ড্রাগ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন লেমন।
সাক্ষাৎকারের বিভিন্ন পর্যায়ে ইলন মাস্ককে উত্তেজিত হতে দেখা যায়। তিনি লেমনকে বলেন, ‘একমাত্র এক্স প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তির কারণে আমি এই সাক্ষাৎকার দিচ্ছি।’
অপরদিকে সৃজনশীল দিকনির্দেশের ওপর ভিত্তি করে অনুষ্ঠানটিকে বাদ দিয়েছিলেন বলে দাবি করেন মাস্ক। এক্স প্ল্যাটফর্মের পোস্টে তিনি বলেন, সিএনএনের কনটেন্টের সঙ্গে অনুষ্ঠানটির খুব মিল ছিল এবং চ্যানেলটির প্রাক্তন নেটওয়ার্ক প্রেসিডেন্ট জেফ জুকারের মুখপত্র ছিলেন লেমন।
বিভিন্ন কারণে এক্সের অনুষ্ঠানের সঙ্গে বেমানান ছিল লেমন। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আরও স্পষ্টভাবে রক্ষণশীল ও সমালোচনামূলক সংবাদমাধ্যমগুলো বিরোধী হয়ে উঠেছেন মাস্ক। সম্প্রতি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পূর্ণ সমর্থন দেন তিনি। এ ছাড়া এক্সে ট্রান্স-বিরোধী ও অভিবাসন-বিরোধী ডানপন্থী পোস্টগুলো প্রচারণা বেশি করছেন।
এক্স প্ল্যাটফর্মে ভিডিও ফিচার জনপ্রিয় করতে এবং কনটেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করতে লেমনের মতো প্রভাবশালী ও সংবাদমাধ্যমে ব্যক্তিত্বদের ব্যবহার করার চেষ্টা করেন মাস্ক ও ইয়াকারিনো। এক্সে আরেকটি অনুষ্ঠানের জন্য মাস্ক ফক্স নিউজের প্রাক্তন সঞ্চালক টাকার কার্লসনকে রাজি করাতে পেরেছিলেন।
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটিতে বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে