প্রযুক্তি ডেস্ক
এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী।
গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই।
এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল।
সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।
এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী।
গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই।
এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল।
সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪১ মিনিট আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে