বিজ্ঞপ্তি
নিত্যদিনের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ক্রেতাদের জন্য বাংলাদেশে এল শাওমির রেডমি ১৪ সি। অত্যাধুনিক সব ফিচার আর স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোনটি গ্রাহকদের দেবে স্মুথ পারফরম্যান্স, অসাধারণ কার্যক্ষমতা ও নান্দনিক ভিজ্যুয়াল।
শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ২৬০ পিপিআই পিক্সেলের ১৬৪০ × ৭২০ রেজ্যুলেশন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের এই স্মার্টফোনটিতে কন্টেন্ট ব্রাউজ করা, ভিডিও দেখা বা মোবাইল গেমিং উপভোগের সময় গ্রাহকেরা পাবেন মসৃণ ও নিরবচ্ছিন্ন ভিজ্যুয়ালের নিশ্চয়তা। ডিভাইসটিতে রয়েছে ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং, যা ফোনটির ব্যবহারে নিয়ে আসবে দ্রুত গতি। এ ছাড়া ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) থাকার কারণে সূর্যের আলোতেও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন এর ব্যবহারকারী।
ডিসপ্লের পাশাপাশি ফোনটির ডিজাইনও স্মার্টফোন প্রেমীদের মন জয় করবে। স্মার্টফোনটি অভিজাত তিনটি রঙে পাচ্ছেন গ্রাহকেরা-মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু। প্রতিটি শেড ডিজাইন করা হয়েছে ফোনটির আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলতে। আর পেছন দিকের স্টার ট্রেইল প্যাটার্ন ফোনটির সামগ্রিক ডিজাইনে এনেছে বৈচিত্র্যের ছাপ।
ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চ-মানের চমৎকার সব ছবি। এ ছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/ ১.৮ অ্যাপারচার। ফলে ব্যবহারকারীরা সহজে স্পষ্ট ও উচ্চ-রেজ্যুলেশনের ছবি ধারণ করতে পারবেন।
এই কনফিগারেশনের ক্যামেরায় কম আলোতেও ছবির গভীরতা ও সঠিক টেক্সচার দেবে। একই সঙ্গে একটি অতিরিক্ত সহায়ক লেন্স ক্যামেরাটিকে পরিপূরক করেছে। সৃজনশীল ছবি ধারণের জন্য ফোনটিতে রয়েছে এইচডিআর মোড, পোর্ট্রেট মোড ও নাইট মোড। স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে এফ/ ২.০ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে ব্যবহারকারীকে তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার পোর্ট্রেট। এ ছাড়া ফিল্ম ক্যামেরা, এইচডিআর এবং সফট-লাইট রিংয়ের মতো বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে গ্রাহকেরা পেশাদার ফটোগ্রাফির মতো নিখুঁত ছবি তোলার সুযোগ পাবে।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যা দেবে দীর্ঘ সময় ব্যবহার করার নিশ্চয়তা। যার মাধ্যমে গ্রাহকেরা এক চার্জে ১৩৯ দশমিক ৬৮ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২. ৫ ঘণ্টা কল টাইম এবং ২২.৬৪ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবে। ব্যবহারকারীরা ফোনটির মাধ্যমে দীর্ঘসময় সংযুক্ত ও কর্মতৎপর থাকার সুবিধা পাবে।
শাওমির রেডমি ১৪সি ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা প্রসেস সর, যা ফোনটির কর্মদক্ষতাকে আরও বাড়িতে তোলে। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম রয়েছে। এ ছাড়াও র্যামটিকে আরও ১২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন গ্রাহকরা।
শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে পরিচালিত শাওমির রেডমি ১৪সি পারফরম্যান্স ও কার্যকারিতা ব্যবহারকারীদের দেবে স্বাচ্ছন্দ্যময় ও দ্রুতগতির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে দ্রুত আপলোডিং এবং মসৃণ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে দেওয়া হয়েছে এপিডিডিআর ৪ এক্স ও ইএমএমসি ৫.১ মেমোরি।
৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধার শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা, যা দেবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সব ফিচার উপভোগের সুযোগ।
শাওমি বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে সবার কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। যার ধারাবাহিকতায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য শাওমির এই নতুন সংযোজন। পারফরম্যান্স, স্টাইল ও আস্থার ওপর ভর করে গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকবে শাওমির রেডমি ১৪ সি। দেশজুড়ে সকল শাওমি স্টোরে ফোনটি পাওয়া যাবে।
শাওমি সম্পর্কে
শাওমি করপোরেশন (Xiaomi) ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ (১৮১০. এইচকে) এ হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হলো একটি কনজিউমার ইলেকট্রনিকস এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশের নিজেদের অফিশিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
নিত্যদিনের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ক্রেতাদের জন্য বাংলাদেশে এল শাওমির রেডমি ১৪ সি। অত্যাধুনিক সব ফিচার আর স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোনটি গ্রাহকদের দেবে স্মুথ পারফরম্যান্স, অসাধারণ কার্যক্ষমতা ও নান্দনিক ভিজ্যুয়াল।
শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ২৬০ পিপিআই পিক্সেলের ১৬৪০ × ৭২০ রেজ্যুলেশন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের এই স্মার্টফোনটিতে কন্টেন্ট ব্রাউজ করা, ভিডিও দেখা বা মোবাইল গেমিং উপভোগের সময় গ্রাহকেরা পাবেন মসৃণ ও নিরবচ্ছিন্ন ভিজ্যুয়ালের নিশ্চয়তা। ডিভাইসটিতে রয়েছে ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং, যা ফোনটির ব্যবহারে নিয়ে আসবে দ্রুত গতি। এ ছাড়া ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) থাকার কারণে সূর্যের আলোতেও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন এর ব্যবহারকারী।
ডিসপ্লের পাশাপাশি ফোনটির ডিজাইনও স্মার্টফোন প্রেমীদের মন জয় করবে। স্মার্টফোনটি অভিজাত তিনটি রঙে পাচ্ছেন গ্রাহকেরা-মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু। প্রতিটি শেড ডিজাইন করা হয়েছে ফোনটির আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলতে। আর পেছন দিকের স্টার ট্রেইল প্যাটার্ন ফোনটির সামগ্রিক ডিজাইনে এনেছে বৈচিত্র্যের ছাপ।
ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চ-মানের চমৎকার সব ছবি। এ ছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/ ১.৮ অ্যাপারচার। ফলে ব্যবহারকারীরা সহজে স্পষ্ট ও উচ্চ-রেজ্যুলেশনের ছবি ধারণ করতে পারবেন।
এই কনফিগারেশনের ক্যামেরায় কম আলোতেও ছবির গভীরতা ও সঠিক টেক্সচার দেবে। একই সঙ্গে একটি অতিরিক্ত সহায়ক লেন্স ক্যামেরাটিকে পরিপূরক করেছে। সৃজনশীল ছবি ধারণের জন্য ফোনটিতে রয়েছে এইচডিআর মোড, পোর্ট্রেট মোড ও নাইট মোড। স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে এফ/ ২.০ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে ব্যবহারকারীকে তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার পোর্ট্রেট। এ ছাড়া ফিল্ম ক্যামেরা, এইচডিআর এবং সফট-লাইট রিংয়ের মতো বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে গ্রাহকেরা পেশাদার ফটোগ্রাফির মতো নিখুঁত ছবি তোলার সুযোগ পাবে।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যা দেবে দীর্ঘ সময় ব্যবহার করার নিশ্চয়তা। যার মাধ্যমে গ্রাহকেরা এক চার্জে ১৩৯ দশমিক ৬৮ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২. ৫ ঘণ্টা কল টাইম এবং ২২.৬৪ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবে। ব্যবহারকারীরা ফোনটির মাধ্যমে দীর্ঘসময় সংযুক্ত ও কর্মতৎপর থাকার সুবিধা পাবে।
শাওমির রেডমি ১৪সি ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা প্রসেস সর, যা ফোনটির কর্মদক্ষতাকে আরও বাড়িতে তোলে। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম রয়েছে। এ ছাড়াও র্যামটিকে আরও ১২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন গ্রাহকরা।
শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে পরিচালিত শাওমির রেডমি ১৪সি পারফরম্যান্স ও কার্যকারিতা ব্যবহারকারীদের দেবে স্বাচ্ছন্দ্যময় ও দ্রুতগতির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে দ্রুত আপলোডিং এবং মসৃণ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে দেওয়া হয়েছে এপিডিডিআর ৪ এক্স ও ইএমএমসি ৫.১ মেমোরি।
৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধার শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা, যা দেবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সব ফিচার উপভোগের সুযোগ।
শাওমি বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে সবার কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। যার ধারাবাহিকতায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য শাওমির এই নতুন সংযোজন। পারফরম্যান্স, স্টাইল ও আস্থার ওপর ভর করে গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকবে শাওমির রেডমি ১৪ সি। দেশজুড়ে সকল শাওমি স্টোরে ফোনটি পাওয়া যাবে।
শাওমি সম্পর্কে
শাওমি করপোরেশন (Xiaomi) ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ (১৮১০. এইচকে) এ হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হলো একটি কনজিউমার ইলেকট্রনিকস এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশের নিজেদের অফিশিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে