প্রযুক্তি ডেস্ক
নতুন একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে 'মেটা'। সম্প্রতি, ফেসবুক ইনকরপোরেশন থেকে নাম বদলে 'মেটা' হওয়া কোম্পানিটি জানিয়েছে, এ স্মার্ট ওয়াচের সাহায্যে একজন ইউজার খুব সহজেই ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি দেখতে অ্যাপলের ঘড়ির মতোই।
সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করেছেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোসার। মেটার এক অ্যাপের মাঝে এই ঘড়ির ছবি খুঁজে পেয়েছেন মোসার। যে অ্যাপ কোম্পানিটির অগমেন্টেড রিয়্যালিটি রে ব্যান সানগ্লাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই স্মার্ট ঘড়িটি নিয়ন্ত্রিত হবে।
ছবিতে দেখা যায়, স্টিল আবরণের চার দিক হালকা বাঁকানো ঘরিটির ডিসপ্লের নিচের দিকে একটি ক্যামেরা রয়েছে। কন্ট্রোল বাটন রয়েছে ঘড়ির ডান পাশে। মোসার জানিয়েছেন, এই ঘড়ির সম্ভাব্য নাম হতে পারে মিলান। এই ঘড়ি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে খুব সহজেই তা যেকোনো মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। এ ছাড়া, মানুষের হার্ট রেট মাপার সক্ষমতাসহ এতে থাকবে কিছু উদ্ভাবনী ফিচার। মেটা নির্দিষ্ট কোন দিন ক্ষণ ঠিক না করলেও, ২০২২ সালের প্রথম দিকে এই ঘড়ি বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, তারা তিনটি মডেলের স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করে যাচ্ছে। যেখানে, ১০৮০ পিক্সেল ক্যামেরাসহ, হার্ট রেট মাপার মনিটর ছাড়াও আরও অনেক ফিচার থাকবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট ওয়াচ উদ্ভাবনের কারণে মেটা ও অ্যাপলের মাঝে দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব।
নতুন একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে 'মেটা'। সম্প্রতি, ফেসবুক ইনকরপোরেশন থেকে নাম বদলে 'মেটা' হওয়া কোম্পানিটি জানিয়েছে, এ স্মার্ট ওয়াচের সাহায্যে একজন ইউজার খুব সহজেই ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি দেখতে অ্যাপলের ঘড়ির মতোই।
সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করেছেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোসার। মেটার এক অ্যাপের মাঝে এই ঘড়ির ছবি খুঁজে পেয়েছেন মোসার। যে অ্যাপ কোম্পানিটির অগমেন্টেড রিয়্যালিটি রে ব্যান সানগ্লাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই স্মার্ট ঘড়িটি নিয়ন্ত্রিত হবে।
ছবিতে দেখা যায়, স্টিল আবরণের চার দিক হালকা বাঁকানো ঘরিটির ডিসপ্লের নিচের দিকে একটি ক্যামেরা রয়েছে। কন্ট্রোল বাটন রয়েছে ঘড়ির ডান পাশে। মোসার জানিয়েছেন, এই ঘড়ির সম্ভাব্য নাম হতে পারে মিলান। এই ঘড়ি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে খুব সহজেই তা যেকোনো মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। এ ছাড়া, মানুষের হার্ট রেট মাপার সক্ষমতাসহ এতে থাকবে কিছু উদ্ভাবনী ফিচার। মেটা নির্দিষ্ট কোন দিন ক্ষণ ঠিক না করলেও, ২০২২ সালের প্রথম দিকে এই ঘড়ি বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, তারা তিনটি মডেলের স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করে যাচ্ছে। যেখানে, ১০৮০ পিক্সেল ক্যামেরাসহ, হার্ট রেট মাপার মনিটর ছাড়াও আরও অনেক ফিচার থাকবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট ওয়াচ উদ্ভাবনের কারণে মেটা ও অ্যাপলের মাঝে দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
২০ ঘণ্টা আগে